আলবের কাম্যু
কাম্যুর নামটি শুনলে প্রথমেই ‘দ্য মিথ অব সিসিফাস’ অথবা ‘আউটসাইডার’-এর কথা মনে পড়ে। ‘দ্য প্লেগ’-এর নামটিও মনে আসতে পারে। প্লেগের কাহিনিটা স্মরণ করলে এ সময়ের অতিমারির স্বরূপও উদ্ঘাটিত হবে।
আলজেরিয়ায় জন্ম নেওয়া নোবেলজয়ী এই সাহিত্যিককে ফরাসি সাহিত্যিক হিসেবেই দেখা হয়। অস্তিত্ববাদের একজন পুরোধা ব্যক্তিত্ব তিনি। জাঁ পল সার্ত্রের সঙ্গে একই সারিতে তাঁর নাম।
কাম্যুর বাবা প্রথম মহাযুদ্ধে মারা গিয়েছিলেন। কাম্যু তখন এক ফোটা এক বাচ্চা। বলা এবং শোনায় সম স্যা ছিল মায়ের। পড়ালেখাও জানতেন না। তাই স্বামীর মৃত্যু তাঁকে এমন এক পৃথিবীর সামনে এনে ফেলল, যার চেয়ে খারাপ কিছু হতে পারে না। কেউই তাঁর সাহায্যার্থে এগিয়ে আসেনি। কারখানায় কাজ করেই সন্তানকে বড় করেছেন।
অনেকে না-ও জানতে পারেন, ছেলেবেলায় ফুটবল হয়ে উঠেছিল কাম্যুর নেশা। গোলরক্ষক হিসেবে নাম করেছিলেন। কিন্তু ১৯৩০ সালে যক্ষ্মা এসে সেই স্বপ্নকে মলিন করে দিল। কিন্তু সেই যক্ষ্মা তাঁকে সিগারেট ছাড়াতে পারল না। এমনকি তিনি তাঁর পোষা বিড়ালের নাম রেখেছিলেন ‘সিগারেট’। এখনো যদি ইন্টারনেটে কাম্যুর ছবি খোঁজা হয়, তাহলে সিগারেট ঠোঁটে তাঁর ছবিই দেখা যাবে বেশি।
কাম্যুর প্রিয় লেখক ছিলেন ফিওদর দস্তইয়েভ্স্কি। সাহিত্যের উৎসাহী পাঠক জানেন, দস্তইয়েভ্স্কির লেখায় কখনো ভাবনার সুতো ছিল ছেঁড়া, কখনো বাক্যের গঠনটি ছিল আজব, কিন্তু তাতে দস্তইয়েভ্স্কির হৃদয়ের ক্রন্দনটি ঠিকই ফুটে উঠত। সেটাই কি কাম্যুকে এই মহান রুশ লেখকের প্রতি আকৃষ্ট করেছিল?
জাঁ পল সার্ত্রের কাছের বন্ধু ছিলেন তিনি, সার্ত্রের লেখা নাটকে অভিনয়ও করেছেন। তবে দস্তইয়েভ্স্কির প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা তাঁকে দস্তইয়েভ্স্কির উপন্যাস থেকে তৈরি নাটকেও অভিনয় করিয়ে ছেড়েছিল। ‘কারামাজোভ ভ্রাতৃবর্গ’ উপন্যাস থেকে তৈরি নাটকে ইভান কারামাজোভের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ১৯৬০ সালের এই দিনে আলবের কাম্যু মারা যান।
সূত্র: ভিভারেইতডটরু
কাম্যুর নামটি শুনলে প্রথমেই ‘দ্য মিথ অব সিসিফাস’ অথবা ‘আউটসাইডার’-এর কথা মনে পড়ে। ‘দ্য প্লেগ’-এর নামটিও মনে আসতে পারে। প্লেগের কাহিনিটা স্মরণ করলে এ সময়ের অতিমারির স্বরূপও উদ্ঘাটিত হবে।
আলজেরিয়ায় জন্ম নেওয়া নোবেলজয়ী এই সাহিত্যিককে ফরাসি সাহিত্যিক হিসেবেই দেখা হয়। অস্তিত্ববাদের একজন পুরোধা ব্যক্তিত্ব তিনি। জাঁ পল সার্ত্রের সঙ্গে একই সারিতে তাঁর নাম।
কাম্যুর বাবা প্রথম মহাযুদ্ধে মারা গিয়েছিলেন। কাম্যু তখন এক ফোটা এক বাচ্চা। বলা এবং শোনায় সম স্যা ছিল মায়ের। পড়ালেখাও জানতেন না। তাই স্বামীর মৃত্যু তাঁকে এমন এক পৃথিবীর সামনে এনে ফেলল, যার চেয়ে খারাপ কিছু হতে পারে না। কেউই তাঁর সাহায্যার্থে এগিয়ে আসেনি। কারখানায় কাজ করেই সন্তানকে বড় করেছেন।
অনেকে না-ও জানতে পারেন, ছেলেবেলায় ফুটবল হয়ে উঠেছিল কাম্যুর নেশা। গোলরক্ষক হিসেবে নাম করেছিলেন। কিন্তু ১৯৩০ সালে যক্ষ্মা এসে সেই স্বপ্নকে মলিন করে দিল। কিন্তু সেই যক্ষ্মা তাঁকে সিগারেট ছাড়াতে পারল না। এমনকি তিনি তাঁর পোষা বিড়ালের নাম রেখেছিলেন ‘সিগারেট’। এখনো যদি ইন্টারনেটে কাম্যুর ছবি খোঁজা হয়, তাহলে সিগারেট ঠোঁটে তাঁর ছবিই দেখা যাবে বেশি।
কাম্যুর প্রিয় লেখক ছিলেন ফিওদর দস্তইয়েভ্স্কি। সাহিত্যের উৎসাহী পাঠক জানেন, দস্তইয়েভ্স্কির লেখায় কখনো ভাবনার সুতো ছিল ছেঁড়া, কখনো বাক্যের গঠনটি ছিল আজব, কিন্তু তাতে দস্তইয়েভ্স্কির হৃদয়ের ক্রন্দনটি ঠিকই ফুটে উঠত। সেটাই কি কাম্যুকে এই মহান রুশ লেখকের প্রতি আকৃষ্ট করেছিল?
জাঁ পল সার্ত্রের কাছের বন্ধু ছিলেন তিনি, সার্ত্রের লেখা নাটকে অভিনয়ও করেছেন। তবে দস্তইয়েভ্স্কির প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা তাঁকে দস্তইয়েভ্স্কির উপন্যাস থেকে তৈরি নাটকেও অভিনয় করিয়ে ছেড়েছিল। ‘কারামাজোভ ভ্রাতৃবর্গ’ উপন্যাস থেকে তৈরি নাটকে ইভান কারামাজোভের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ১৯৬০ সালের এই দিনে আলবের কাম্যু মারা যান।
সূত্র: ভিভারেইতডটরু
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১২ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১২ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১২ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১৩ ঘণ্টা আগে