অলকানন্দা রায়, ঢাকা
গালভরা পান খেয়ে ঠোঁট রাঙানোর দিন আজ আর নেই। পানের জায়গায় ঠাঁই নিয়েছে লিপস্টিক। শিল্পীর হাতের তুলির মতো লিপস্টিকের রঙের ছোঁয়ায় ঠোঁট সাজে মায়ার খেলায়। উৎসব আয়োজনে তাই মুখে হালকা মেকআপ, চোখে কাজল আর ঠোঁটজুড়ে থাকে পছন্দের রঙের মানানসই লিপস্টিক। এ না হলে সাজ অসম্পূর্ণ থাকে।
কিন্তু লিপস্টিক পরতে যে যতই ভালোবাসুক না কেন, কার ঠোঁট কেমন, কোন রঙে মানাবে ভালো, কেমন করে পরতে হবে এসব বুঝেশুনে ঠিকঠাক লিপস্টিকটি বেছে নিতে না জানলে ফুটবে না সাজ—জানালেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভের স্বত্বাধিকারী শারমিন কচি। তিনি বলেন, ‘ঠোঁটে লিপস্টিক লাগানোরও কিছু নিয়ম আছে। এগুলো মেনে চললেই সুন্দর দেখায় সবাইকে। এই যেমন, লিপস্টিক লাগানোর আগে লিপব্রাশ দিয়ে ঠোঁটের মরা কোষ তুলে ফেলতে হবে। আবার লিপস্টিক তোলার সময় তুলোর বলে ভ্যাসলিন বা ক্রিম লাগিয়ে মুছে নিতে হবে। ঠোঁট পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজারযুক্ত ক্রিম বা লিপবাম লাগিয়ে নিতে হবে। আবার যাঁদের ঠোঁট তৈলাক্ত তাঁদের এক কোট লিপস্টিক লাগানোর পর টিস্যু চেপে পাউডার লাগিয়ে নিয়ে ফের আরেক কোট লিপস্টিক লাগিয়ে নিতে হবে।’
এ ছাড়া যাঁদের ঠোঁট শুষ্ক তাঁরা লিপস্টিক লাগানোর আগে লিপবাম বা লিপক্রিম লাগিয়ে একটু অপেক্ষা করে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁটকে কোমল মসৃণ দেখাবে। মোটা ঠোঁটের ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁটের বাইরের কিছুটা অংশ এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগালে ঠোঁটে বসবে সুন্দরভাবে এবং ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। আবার ঠোঁট যাঁদের পাতলা তাঁরা যদি ঠোঁটের কিনার ঘেঁষে লিপস্টিক পরেন, তাহলে ভালো লাগবে।
রং নির্বাচনের ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্ব ও স্থানকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন শারমিন কচি। তিনি মনে করেন, কাজের জায়গায় যেকোনো হালকা রঙের লিপস্টিক দেওয়া ভালো। কোনো অনুষ্ঠান বা পার্টিতে গাঢ় রঙের লিপস্টিক সাজে আভিজাত্য এনে দেয়। এ ছাড়া পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের রং নির্বাচন করাই ভালো বলেও মনে করেন শারমিন কচি।
লিপস্টিকের রঙে ব্যক্তিত্ব
লিপস্টিক যে শুধু ফ্যাশনের অনুষঙ্গ তা নয়। এই প্রতীকবাদী পৃথিবীতে লিপস্টিকের বিভিন্ন রং নারীদের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের পরিচয় বহন করে বলে জানাচ্ছেন গবেষকেরা। তাঁরা বলছেন, লাল রঙের লিপস্টিক যাঁরা সচরাচর ব্যবহার করেন তাঁরা স্বাধীনচেতা, সাহসী ও উদ্যমী হয়ে থাকেন।
গোলাপি রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হন আবেগময়। খয়েরি রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হয়ে থাকেন সাহসী। এ ছাড়া তাঁরা যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। ন্যুড রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হয়ে থাকেন সৌন্দর্য সচেতন ও শান্তিপ্রিয়।
নীল, বেগুনি বা কালো রঙের লিপস্টিক সাধারণত ব্যবহার করা হয় না। কিন্তু যাঁদের এসব রঙের লিপস্টিক ব্যবহারের প্রবণতা আছে, তাঁরা সাহসী হিসেবে পরিচিত।
২৯ জুলাই আন্তর্জাতিক লিপস্টিক দিবস। শুধু ফ্যাশনেই নয়, ব্যক্তিত্বেও জেগে উঠুক নারী।
গালভরা পান খেয়ে ঠোঁট রাঙানোর দিন আজ আর নেই। পানের জায়গায় ঠাঁই নিয়েছে লিপস্টিক। শিল্পীর হাতের তুলির মতো লিপস্টিকের রঙের ছোঁয়ায় ঠোঁট সাজে মায়ার খেলায়। উৎসব আয়োজনে তাই মুখে হালকা মেকআপ, চোখে কাজল আর ঠোঁটজুড়ে থাকে পছন্দের রঙের মানানসই লিপস্টিক। এ না হলে সাজ অসম্পূর্ণ থাকে।
কিন্তু লিপস্টিক পরতে যে যতই ভালোবাসুক না কেন, কার ঠোঁট কেমন, কোন রঙে মানাবে ভালো, কেমন করে পরতে হবে এসব বুঝেশুনে ঠিকঠাক লিপস্টিকটি বেছে নিতে না জানলে ফুটবে না সাজ—জানালেন রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভের স্বত্বাধিকারী শারমিন কচি। তিনি বলেন, ‘ঠোঁটে লিপস্টিক লাগানোরও কিছু নিয়ম আছে। এগুলো মেনে চললেই সুন্দর দেখায় সবাইকে। এই যেমন, লিপস্টিক লাগানোর আগে লিপব্রাশ দিয়ে ঠোঁটের মরা কোষ তুলে ফেলতে হবে। আবার লিপস্টিক তোলার সময় তুলোর বলে ভ্যাসলিন বা ক্রিম লাগিয়ে মুছে নিতে হবে। ঠোঁট পরিষ্কার হয়ে গেলে ময়েশ্চারাইজারযুক্ত ক্রিম বা লিপবাম লাগিয়ে নিতে হবে। আবার যাঁদের ঠোঁট তৈলাক্ত তাঁদের এক কোট লিপস্টিক লাগানোর পর টিস্যু চেপে পাউডার লাগিয়ে নিয়ে ফের আরেক কোট লিপস্টিক লাগিয়ে নিতে হবে।’
এ ছাড়া যাঁদের ঠোঁট শুষ্ক তাঁরা লিপস্টিক লাগানোর আগে লিপবাম বা লিপক্রিম লাগিয়ে একটু অপেক্ষা করে লিপস্টিক লাগিয়ে নিলে ঠোঁটকে কোমল মসৃণ দেখাবে। মোটা ঠোঁটের ক্ষেত্রে লিপলাইনার দিয়ে ঠোঁটের বাইরের কিছুটা অংশ এঁকে নিয়ে তারপর লিপস্টিক লাগালে ঠোঁটে বসবে সুন্দরভাবে এবং ছড়িয়ে যাওয়ার আশঙ্কাও থাকবে না। দেখতেও সুন্দর লাগবে। আবার ঠোঁট যাঁদের পাতলা তাঁরা যদি ঠোঁটের কিনার ঘেঁষে লিপস্টিক পরেন, তাহলে ভালো লাগবে।
রং নির্বাচনের ক্ষেত্রে বয়স, ব্যক্তিত্ব ও স্থানকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন শারমিন কচি। তিনি মনে করেন, কাজের জায়গায় যেকোনো হালকা রঙের লিপস্টিক দেওয়া ভালো। কোনো অনুষ্ঠান বা পার্টিতে গাঢ় রঙের লিপস্টিক সাজে আভিজাত্য এনে দেয়। এ ছাড়া পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের রং নির্বাচন করাই ভালো বলেও মনে করেন শারমিন কচি।
লিপস্টিকের রঙে ব্যক্তিত্ব
লিপস্টিক যে শুধু ফ্যাশনের অনুষঙ্গ তা নয়। এই প্রতীকবাদী পৃথিবীতে লিপস্টিকের বিভিন্ন রং নারীদের ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের পরিচয় বহন করে বলে জানাচ্ছেন গবেষকেরা। তাঁরা বলছেন, লাল রঙের লিপস্টিক যাঁরা সচরাচর ব্যবহার করেন তাঁরা স্বাধীনচেতা, সাহসী ও উদ্যমী হয়ে থাকেন।
গোলাপি রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হন আবেগময়। খয়েরি রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হয়ে থাকেন সাহসী। এ ছাড়া তাঁরা যেকোনো বিষয়ে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন। ন্যুড রঙের লিপস্টিক ব্যবহারকারীরা হয়ে থাকেন সৌন্দর্য সচেতন ও শান্তিপ্রিয়।
নীল, বেগুনি বা কালো রঙের লিপস্টিক সাধারণত ব্যবহার করা হয় না। কিন্তু যাঁদের এসব রঙের লিপস্টিক ব্যবহারের প্রবণতা আছে, তাঁরা সাহসী হিসেবে পরিচিত।
২৯ জুলাই আন্তর্জাতিক লিপস্টিক দিবস। শুধু ফ্যাশনেই নয়, ব্যক্তিত্বেও জেগে উঠুক নারী।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে