বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির তালিকায় নাম আছে দুই নারীর। তবে কখনো চাল পাননি। সম্প্রতি তাঁরা বিষয়টি জেনেছেন। এরপর খোঁজ নিয়ে এক নারী দেখলেন, তাঁর চাল ২১ মাস ধরে অন্যজন তুলছেন। অপর নারী জানতে পারেন, তাঁর নামের চালও তুলছেন অন্য কেউ। নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদর ও মাঝগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। মাঝগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল জব্বার ও গ্রাম পুলিশের সদস্য বেলাল হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আছিয়া বেগম গ্রাম পুলিশ সদস্যকে অভিযুক্ত করে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। আছিয়া বেগম (৩১) উপজেলার দাঁইড়পাড়া গ্রামের শমসের প্রামাণিকের স্ত্রী। বর্তমানে উপজেলার উপলশহর আশ্রয়ণ প্রকল্পে বাস করেন। ভুক্তভোগী আরেক নারী উপজেলার মাঝগাঁও ইউনিয়নের চুলকাটি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী মমতাজ বেগম।
আছিয়া বেগমের স্বামী শমসের প্রামাণিক বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী দুই বছর আগে তিনি তাঁর স্ত্রীর নামে ভিজিডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেন। পরে জানানো হয় কার্ড অনুমোদন হয়নি। কয়েক দিন আগে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন স্ত্রীর নাম ভিজিডি কার্ডের তালিকায় আছে। সেই কার্ড দিয়ে বড়াইগ্রাম সদর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য বেলাল হোসেন চাল তুলছেন।
শসসের প্রামাণিক আরও বলেন, ‘আমি ইউপি চেয়ারম্যান মমিন আলীকে বিষয়টি জানাই। তিনি আমাকে কার্ড ও ৩০ কেজি চাউল দিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন।’
আছিয়া বেগম বলেন, ‘আমার কার্ডের চাউল যারা তুলে নিছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাউল ফেরত চাই।’ এদিকে মাঝগাঁও ইউনিয়নের চুলকাটি গ্রামের মমতাজ বেগম বলেন, তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিসে যোগাযোগ করলে জানতে পারেন ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জব্বার ২১ মাস ধরে তাঁর নামের কার্ডের চাল অন্য একজনকে দিচ্ছেন। পরবর্তী সময়ে তিনি বড়াইগ্রাম ইউএনওকে বিষয়টি জানালে আব্দুল জব্বার গত বুধবার রাত ১২টার দিকে স্থানীয় কয়েকজনকে নিয়ে ২০ হাজার টাকা দিয়ে গেছেন।
বড়াইগ্রাম সদর ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার আগে এই কার্ড হয়েছে। আমি জানতে পেরে আছিয়া বেগমকে সহযোগিতা করেছি।’
বড়াইগ্রাম সদর ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। ইউএনও অফিস থেকে জানানোর পরে ভুক্তভোগী নারীকে কার্ড ও ৩০ কেজি চাউল দিয়েছি। তাঁকে ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিতে বলেছি।’
মাঝগাঁও ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, মমতাজ বেগমের বাড়ি ঢুলিয়া গ্রাম উল্লেখ ছিল। যার কারণে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে একজনকে ওই চাল দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চালের প্রকৃত মালিককে খুঁজে পাওয়ায় ২০ হাজার টাকা দিয়ে সমঝোতা করা হয়েছে।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, ঘটনার সত্যতা রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বড়াইগ্রাম ইউএনও মারিয়াম খাতুন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গ্রাম পুলিশ সদস্য বেলাল হোসেনকে কার্যালয়ে ডাকা হয়েছিল। চাল নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে এ-সংক্রান্ত প্রশ্ন করা হলে চুপ থাকেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচির তালিকায় নাম আছে দুই নারীর। তবে কখনো চাল পাননি। সম্প্রতি তাঁরা বিষয়টি জেনেছেন। এরপর খোঁজ নিয়ে এক নারী দেখলেন, তাঁর চাল ২১ মাস ধরে অন্যজন তুলছেন। অপর নারী জানতে পারেন, তাঁর নামের চালও তুলছেন অন্য কেউ। নাটোরের বড়াইগ্রাম উপজেলা সদর ও মাঝগাঁও ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। মাঝগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল জব্বার ও গ্রাম পুলিশের সদস্য বেলাল হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আছিয়া বেগম গ্রাম পুলিশ সদস্যকে অভিযুক্ত করে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। আছিয়া বেগম (৩১) উপজেলার দাঁইড়পাড়া গ্রামের শমসের প্রামাণিকের স্ত্রী। বর্তমানে উপজেলার উপলশহর আশ্রয়ণ প্রকল্পে বাস করেন। ভুক্তভোগী আরেক নারী উপজেলার মাঝগাঁও ইউনিয়নের চুলকাটি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী মমতাজ বেগম।
আছিয়া বেগমের স্বামী শমসের প্রামাণিক বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী দুই বছর আগে তিনি তাঁর স্ত্রীর নামে ভিজিডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করেন। পরে জানানো হয় কার্ড অনুমোদন হয়নি। কয়েক দিন আগে এক প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন স্ত্রীর নাম ভিজিডি কার্ডের তালিকায় আছে। সেই কার্ড দিয়ে বড়াইগ্রাম সদর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য বেলাল হোসেন চাল তুলছেন।
শসসের প্রামাণিক আরও বলেন, ‘আমি ইউপি চেয়ারম্যান মমিন আলীকে বিষয়টি জানাই। তিনি আমাকে কার্ড ও ৩০ কেজি চাউল দিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন।’
আছিয়া বেগম বলেন, ‘আমার কার্ডের চাউল যারা তুলে নিছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও চাউল ফেরত চাই।’ এদিকে মাঝগাঁও ইউনিয়নের চুলকাটি গ্রামের মমতাজ বেগম বলেন, তিনি উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার অফিসে যোগাযোগ করলে জানতে পারেন ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জব্বার ২১ মাস ধরে তাঁর নামের কার্ডের চাল অন্য একজনকে দিচ্ছেন। পরবর্তী সময়ে তিনি বড়াইগ্রাম ইউএনওকে বিষয়টি জানালে আব্দুল জব্বার গত বুধবার রাত ১২টার দিকে স্থানীয় কয়েকজনকে নিয়ে ২০ হাজার টাকা দিয়ে গেছেন।
বড়াইগ্রাম সদর ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার আগে এই কার্ড হয়েছে। আমি জানতে পেরে আছিয়া বেগমকে সহযোগিতা করেছি।’
বড়াইগ্রাম সদর ইউপি চেয়ারম্যান মমিন আলী বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। ইউএনও অফিস থেকে জানানোর পরে ভুক্তভোগী নারীকে কার্ড ও ৩০ কেজি চাউল দিয়েছি। তাঁকে ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিতে বলেছি।’
মাঝগাঁও ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, মমতাজ বেগমের বাড়ি ঢুলিয়া গ্রাম উল্লেখ ছিল। যার কারণে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে একজনকে ওই চাল দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চালের প্রকৃত মালিককে খুঁজে পাওয়ায় ২০ হাজার টাকা দিয়ে সমঝোতা করা হয়েছে।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম বলেন, ঘটনার সত্যতা রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বড়াইগ্রাম ইউএনও মারিয়াম খাতুন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার গ্রাম পুলিশ সদস্য বেলাল হোসেনকে কার্যালয়ে ডাকা হয়েছিল। চাল নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তাঁকে এ-সংক্রান্ত প্রশ্ন করা হলে চুপ থাকেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে