নিরাপত্তাসহ ৯ দফা দাবিতে মমেকে ক্লাস বর্জন

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২২, ০৭: ৪৭

নিরাপত্তা জোরদারসহ নয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাস ও অধ্যক্ষের কক্ষের সামনে ঘণ্টাব্যাপী আন্দোলন করেন তাঁরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে প্রথম দিনের মতো আন্দোলন স্থগিত করেন ছাত্র-ছাত্রীরা।

ইন্টার্ন চিকিৎসক অনুপম দত্ত অর্ঘ বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, ক্যাম্পাস থেকে বাণিজ্যিক ব্যানার অপসারণ, লেডিস হোস্টেলের নামকরণ, বয়েজ হোস্টেলের সকল হলের ইলেকট্রিক্যাল বোর্ড, বয়েজ হোস্টেলের নতুন ভবনের নামকরণ, কলেজ ক্যানটিন ও হোস্টেল ক্যানটিন ডেকোরেশন, লেডিস হোস্টেলের ক্যানটিন সংস্কার, হোস্টেলের রিডিং রুম সুসজ্জিত এবং স্পোর্টস উইকের (এক্সুয়াল) আয়োজন শিগগিরই করতে হবে।

মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী নাঈমুর রশিদ বলেন, দীর্ঘদিন ধরে নিরাপত্তাসহ নানা সমস্যার কথা কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। কিন্তু তাঁরা কর্ণপাত না করায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জয়শ্রী রায়, সাদিয়া বিনতে রহিম বলেন, ‘এই ক্যাম্পাসটি আমাদের বাড়ির মতো। কিন্তু সেখানে আমাদের নিজের ইচ্ছা মতো চলতে পারি না। সন্ধ্যা হলেই বহিরাগতরা আড্ডায় মেতে উঠে। এ ছাড়া হোস্টেল ও কলেজের ক্যানটিনের খাবারগুলো মানসম্মত না।’

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, শিক্ষার্থীরা যেসব দাবিতে হঠাৎ করে আন্দোলনে নেমেছে তা আগে কোনো দিন বলেনি। বহিরাগত বলতে আমার আপনার এবং শিক্ষার্থীদের স্বজনরাই আসে। তারপরেও যেহেতু তাঁরা আন্দোলন করছে, তাঁদের সমস্ত দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত