চুয়াডাঙ্গা প্রতিনিধি
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধিতে চুয়াডাঙ্গায় পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়েছে। ভাড়া বাড়িয়েও সীমিতসংখ্যায় বাস চলায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। অনেকেই বাস না পেয়ে গন্তব্যে গিয়েছেন ইজিবাইকে করে। এ সুযোগ ইজিবাইক চালকেরাও আদায় করেছেন অতিরিক্ত ভাড়া। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই সাধারণ যাত্রীদের।
চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা-মেহেরপুর বাস কাউন্টার, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া স্ট্যান্ড, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ স্ট্যান্ড ও চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ কাউন্টার ঘুরে দেখা গেছে, প্রত্যেকটি রুটেই অন্য সময়ের তুলনায় বাস কম। সংশ্লিষ্টরা জানান, দুপুরের পর বাসা চলাচল স্বাভাবিক হবে। জানা গেছে, আগে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া ভাড়া ছিল ৮৬, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর ৫০ এবং চুয়াডাঙ্গা থেকে হাট বোয়ালিয়া ৬৪, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা ২০ এবং চুয়াডাঙ্গা থেকে হাসাদহ ৫৮ টাকা। নতুন ভাড়া অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া ভাড়া ১০৫, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর ৬৩ এবং চুয়াডাঙ্গা থেকে হাট বোয়ালিয়া ৭৯, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা ৩০ টাকা, চুয়াডাঙ্গা থেকে হাসাদহ ৭০ টাকা নেওয়া হচ্ছে।
জানা গেছে, সাধারণ সময়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ রুটে প্রতিদিন ৪৬টি ট্রিপ দেওয়া হতো। চুয়াডাঙ্গা-হাসাদহ রুটে ১৬০ ট্রিপ লোকাল ও আন্তজেলা বাস চলত। চুয়াডাঙ্গা-কুষ্টিয়া রুটে প্রতিদিন ৩৮ ট্রিপ দেওয়া হতো। জ্বালানি তেলের দাম বাড়ানোয় কমে যায় ট্রিপ সংখ্যা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঝিনাইদহগামী আনিসুর রহমান বলেন, ‘অন্য দিনের থেকে আজ বেশি ভাড়া নিয়েছে।’ আরেকযাত্রী আক্কাস আলী বলেন, ‘এভাবে ইচ্ছামতো ভাড়া বাড়লে আমাদের জন্য দুর্বিষহ হয়ে পড়বে, রাস্তাঘাটে চলাফেরা। ইজিবাইকও ভাড়া বেশি নিচ্ছে। সব মিলিয়ে যত সমস্যা আমাদের মতো সাধারণ যাত্রীদের।’
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ বাস কাউন্টারের কাউন্টার মাস্টার আসকার আলী বলেন, ‘তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় রুটে বাস কমেছিল, তবে আবার স্বাভাবিক হচ্ছে। নতুন
ভাড়া অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। কারও কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না।’
কলেজছাত্র উজ্জল হোসেন ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ক্লাস করতে আসেন। তিনি বলেন, ‘হঠাৎ বাসের ভাড়া বেড়ে যাওয়ায় আমাদের ছাত্রদের সমস্যা বেড়েছে। আমাদের দিকেও সরকারের তাকানো উচিত। আজও (রোববার) অতিরিক্ত ভাড়া নিয়েছে।’
যাত্রী ইসলাম উদ্দীন বলেন, ‘একে তো বাস কম। এরপর আবার ভাড়া বেশি। তেলের দাম বেড়েছে এ নিয়ে পরিবহনের মালিকদের কোনো চিন্তা নেই। তাঁদের কোনো ক্ষতি হবে না। ভাড়া বাড়িয়ে দিলেই হলো। সব চিন্তা যাত্রীদের।’
চুয়াডাঙ্গা-আসমানখালী রুটের যাত্রী আরিফ হোসেন বলেন, ‘সকালে বাস পাইনি। ইজিবাইকে চুয়াডাঙ্গা এসেছি, বাসের থেকে ১৫ টাকা বেশি ভাড়া লেগেছে। ভাড়া বাড়ায় হঠাৎ করেই যেন খরচের চাপ মাথায়।’ ইজিবাইক চালক রনি মিয়া বলেন, ‘ভাড়া খুব বেশি নিচ্ছি না। সবকিছুরই তো দাম বাড়ছে। তাই সবার দেখাদেখি আমিও কিছুটা বাড়াইছি।’
জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘লোকাল বাসের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রত্যেকটি মালিকের মন খারাপ। সবার ধারণা ছিল জ্বালানি তেলের দাম দুই/পাঁচ টাকা বাড়বে। কিন্তু অনেক বেশিই বাড়ানো হয়েছে। আবার ভাড়া বাড়ার কারণে সব রুটেই যাত্রী কমে গেছে।’ আবুল কালাম আরও বলেন, ‘সরকারের বাড়ানো ভাড়া যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে। বেশি নেওয়ার কোনো সুযোগ নেই।’
জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সরকার বাসের ভাড়াও বাড়িয়েছে। মালিক সমিতির সঙ্গে আমার কথা হয়েছে। তাদের বলেছি, নির্ধারিত ভাড়াই যেন নেওয়া হয়।’
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধিতে চুয়াডাঙ্গায় পরিবহন খাতে ব্যাপক প্রভাব পড়েছে। ভাড়া বাড়িয়েও সীমিতসংখ্যায় বাস চলায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। অনেকেই বাস না পেয়ে গন্তব্যে গিয়েছেন ইজিবাইকে করে। এ সুযোগ ইজিবাইক চালকেরাও আদায় করেছেন অতিরিক্ত ভাড়া। এ নিয়ে ক্ষোভের অন্ত নেই সাধারণ যাত্রীদের।
চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা-মেহেরপুর বাস কাউন্টার, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া স্ট্যান্ড, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ স্ট্যান্ড ও চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ কাউন্টার ঘুরে দেখা গেছে, প্রত্যেকটি রুটেই অন্য সময়ের তুলনায় বাস কম। সংশ্লিষ্টরা জানান, দুপুরের পর বাসা চলাচল স্বাভাবিক হবে। জানা গেছে, আগে চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া ভাড়া ছিল ৮৬, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর ৫০ এবং চুয়াডাঙ্গা থেকে হাট বোয়ালিয়া ৬৪, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা ২০ এবং চুয়াডাঙ্গা থেকে হাসাদহ ৫৮ টাকা। নতুন ভাড়া অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া ভাড়া ১০৫, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর ৬৩ এবং চুয়াডাঙ্গা থেকে হাট বোয়ালিয়া ৭৯, চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা ৩০ টাকা, চুয়াডাঙ্গা থেকে হাসাদহ ৭০ টাকা নেওয়া হচ্ছে।
জানা গেছে, সাধারণ সময়ে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ রুটে প্রতিদিন ৪৬টি ট্রিপ দেওয়া হতো। চুয়াডাঙ্গা-হাসাদহ রুটে ১৬০ ট্রিপ লোকাল ও আন্তজেলা বাস চলত। চুয়াডাঙ্গা-কুষ্টিয়া রুটে প্রতিদিন ৩৮ ট্রিপ দেওয়া হতো। জ্বালানি তেলের দাম বাড়ানোয় কমে যায় ট্রিপ সংখ্যা। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঝিনাইদহগামী আনিসুর রহমান বলেন, ‘অন্য দিনের থেকে আজ বেশি ভাড়া নিয়েছে।’ আরেকযাত্রী আক্কাস আলী বলেন, ‘এভাবে ইচ্ছামতো ভাড়া বাড়লে আমাদের জন্য দুর্বিষহ হয়ে পড়বে, রাস্তাঘাটে চলাফেরা। ইজিবাইকও ভাড়া বেশি নিচ্ছে। সব মিলিয়ে যত সমস্যা আমাদের মতো সাধারণ যাত্রীদের।’
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ বাস কাউন্টারের কাউন্টার মাস্টার আসকার আলী বলেন, ‘তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় রুটে বাস কমেছিল, তবে আবার স্বাভাবিক হচ্ছে। নতুন
ভাড়া অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে। কারও কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয় না।’
কলেজছাত্র উজ্জল হোসেন ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ক্লাস করতে আসেন। তিনি বলেন, ‘হঠাৎ বাসের ভাড়া বেড়ে যাওয়ায় আমাদের ছাত্রদের সমস্যা বেড়েছে। আমাদের দিকেও সরকারের তাকানো উচিত। আজও (রোববার) অতিরিক্ত ভাড়া নিয়েছে।’
যাত্রী ইসলাম উদ্দীন বলেন, ‘একে তো বাস কম। এরপর আবার ভাড়া বেশি। তেলের দাম বেড়েছে এ নিয়ে পরিবহনের মালিকদের কোনো চিন্তা নেই। তাঁদের কোনো ক্ষতি হবে না। ভাড়া বাড়িয়ে দিলেই হলো। সব চিন্তা যাত্রীদের।’
চুয়াডাঙ্গা-আসমানখালী রুটের যাত্রী আরিফ হোসেন বলেন, ‘সকালে বাস পাইনি। ইজিবাইকে চুয়াডাঙ্গা এসেছি, বাসের থেকে ১৫ টাকা বেশি ভাড়া লেগেছে। ভাড়া বাড়ায় হঠাৎ করেই যেন খরচের চাপ মাথায়।’ ইজিবাইক চালক রনি মিয়া বলেন, ‘ভাড়া খুব বেশি নিচ্ছি না। সবকিছুরই তো দাম বাড়ছে। তাই সবার দেখাদেখি আমিও কিছুটা বাড়াইছি।’
জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘লোকাল বাসের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রত্যেকটি মালিকের মন খারাপ। সবার ধারণা ছিল জ্বালানি তেলের দাম দুই/পাঁচ টাকা বাড়বে। কিন্তু অনেক বেশিই বাড়ানো হয়েছে। আবার ভাড়া বাড়ার কারণে সব রুটেই যাত্রী কমে গেছে।’ আবুল কালাম আরও বলেন, ‘সরকারের বাড়ানো ভাড়া যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে। বেশি নেওয়ার কোনো সুযোগ নেই।’
জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সরকার বাসের ভাড়াও বাড়িয়েছে। মালিক সমিতির সঙ্গে আমার কথা হয়েছে। তাদের বলেছি, নির্ধারিত ভাড়াই যেন নেওয়া হয়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে