বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবার ঈদের আলোচিত দুই সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। আলোচনা চলছে এ দুই সিনেমার নায়ক শাকিব খান ও আফরান নিশোকে নিয়েও। এ দুই অভিনেতার ভক্তদের মধ্যে বিভক্তি ছিল সিনেমা দুটি মুক্তির আগে থেকেই। সেটা বেড়েছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আফরান নিশোর এক মন্তব্যকে ঘিরে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নিশো বলেন, ‘আমি তো সেই সো কল্ড হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।’ কারও নাম উল্লেখ না করলেও এমন মন্তব্যে শাকিব খানের ভক্তদের রোষানলে পড়েন নিশো। শাকিবভক্তরা ধরেই নেন, শাকিবকে ছোট করার জন্যই এমন কথা বলেছেন বড় পর্দায় সদ্য পা রাখা নিশো। সোশ্যাল মিডিয়ায় নিশোর সমালোচনায় মুখর হয়ে ওঠে অনেকে। তাঁকে বয়কটের ঘোষণাও দেন শাকিবভক্তরা। এ ঘটনার পর সিনেমাসংশ্লিষ্ট অনেকে বলছেন, কথা বলায় আরও সংযত হতে হবে নিশোকে।
সমালোচনার মুখে পড়ে এবার নিজের অবস্থান ব্যাখ্যা করলেন আফরান নিশো। জানালেন, কাউকে উদ্দেশ্য করে নয়, বরং নিজের ব্যক্তিদর্শন থেকেই এমন কথা বলেছেন তিনি। নিশো বলেন, ‘আমার নিজস্ব ফিলোসফি বা দর্শন আছে। সেখান থেকেই কথাগুলো বলা। একজন নায়ক ও অভিনেতার মধ্যে পার্থক্য আছে।
অভিনেতাদের কোনো বয়স লাগে না। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে পারেন। অন্যদিকে হিরো বা যাঁদেরকে নায়ক বলা হয়, একটি সময় শেষে তাঁদের নায়কোচিত ভাবটা আর থাকে না। তাই হিরোইজম বা হিরো আমার কাছে সো কল্ড মনে হয়।’
আমি তো সেই সো কল্ড হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।—আফরান নিশো, অভিনেতা
নিশো আরও বলেন, ‘একটা সময় সবাই বলত পর্দার নায়কেরা অসাধারণ হয়ে থাকে। অসাধারণ ব্যক্তিত্বদের একটু দূরে থাকতে হয়, আড়ালে থাকতে হয়। আমিও এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমাকেও বলা হতো, তুমি কিন্তু তোমার প্রেমের কথা বলে দিয়ো না। তাহলে মেয়ে দর্শকেরা আর পছন্দ করবে না।আমি সেই হিরোইজম ফলো করি না যে নিজের বয়স বলা যাবে না, বিয়ের কথা বলা যাবে না, সন্তানের কথা বলা যাবে না।’
নিশো জানিয়েছেন, তিনি এসব গতানুগতিক ধ্যানধারণায় বিশ্বাসী নন। দর্শকদের সঙ্গে দূরত্ব বা গোপনীয়তা নয়, বরং দর্শকদের কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করেন তিনি। নিশো বলেন, ‘আমি ওই ধরনের হিরো হতে চাই না, যে মানুষের কাছাকাছি যেতে পারবে না। আমি প্রতিদিন হল ভিজিটে যাচ্ছি। অনেকেই বলতে পারেন, এটা তো হিরোদের কাজ না। আমার দর্শন হচ্ছে, আমি যদি কোনো সিনেমা বা কোনো কনটেন্টে কাজ করি, সেটার মাধ্যমে দর্শকের সঙ্গে যোগাযোগটা সৃষ্টি করি। যে চরিত্রই করি না কেন, বাস্তবের সেই চরিত্রের সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে চাই। তাই আমাকে মাঠে থাকতে হবে এবং বন্ধুত্ব করতে হবে। এটা আমার দর্শন। কেউ যদি ভেবে থাকে কাউকে উদ্দেশ্য করে কিছু বলেছি, এটা ঠিক নয়। তারা হয়তো বুঝতে পারেনি।’
এবার ঈদের আলোচিত দুই সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’। আলোচনা চলছে এ দুই সিনেমার নায়ক শাকিব খান ও আফরান নিশোকে নিয়েও। এ দুই অভিনেতার ভক্তদের মধ্যে বিভক্তি ছিল সিনেমা দুটি মুক্তির আগে থেকেই। সেটা বেড়েছে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে আফরান নিশোর এক মন্তব্যকে ঘিরে।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নিশো বলেন, ‘আমি তো সেই সো কল্ড হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।’ কারও নাম উল্লেখ না করলেও এমন মন্তব্যে শাকিব খানের ভক্তদের রোষানলে পড়েন নিশো। শাকিবভক্তরা ধরেই নেন, শাকিবকে ছোট করার জন্যই এমন কথা বলেছেন বড় পর্দায় সদ্য পা রাখা নিশো। সোশ্যাল মিডিয়ায় নিশোর সমালোচনায় মুখর হয়ে ওঠে অনেকে। তাঁকে বয়কটের ঘোষণাও দেন শাকিবভক্তরা। এ ঘটনার পর সিনেমাসংশ্লিষ্ট অনেকে বলছেন, কথা বলায় আরও সংযত হতে হবে নিশোকে।
সমালোচনার মুখে পড়ে এবার নিজের অবস্থান ব্যাখ্যা করলেন আফরান নিশো। জানালেন, কাউকে উদ্দেশ্য করে নয়, বরং নিজের ব্যক্তিদর্শন থেকেই এমন কথা বলেছেন তিনি। নিশো বলেন, ‘আমার নিজস্ব ফিলোসফি বা দর্শন আছে। সেখান থেকেই কথাগুলো বলা। একজন নায়ক ও অভিনেতার মধ্যে পার্থক্য আছে।
অভিনেতাদের কোনো বয়স লাগে না। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে পারেন। অন্যদিকে হিরো বা যাঁদেরকে নায়ক বলা হয়, একটি সময় শেষে তাঁদের নায়কোচিত ভাবটা আর থাকে না। তাই হিরোইজম বা হিরো আমার কাছে সো কল্ড মনে হয়।’
আমি তো সেই সো কল্ড হিরো না যে বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।—আফরান নিশো, অভিনেতা
নিশো আরও বলেন, ‘একটা সময় সবাই বলত পর্দার নায়কেরা অসাধারণ হয়ে থাকে। অসাধারণ ব্যক্তিত্বদের একটু দূরে থাকতে হয়, আড়ালে থাকতে হয়। আমিও এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমাকেও বলা হতো, তুমি কিন্তু তোমার প্রেমের কথা বলে দিয়ো না। তাহলে মেয়ে দর্শকেরা আর পছন্দ করবে না।আমি সেই হিরোইজম ফলো করি না যে নিজের বয়স বলা যাবে না, বিয়ের কথা বলা যাবে না, সন্তানের কথা বলা যাবে না।’
নিশো জানিয়েছেন, তিনি এসব গতানুগতিক ধ্যানধারণায় বিশ্বাসী নন। দর্শকদের সঙ্গে দূরত্ব বা গোপনীয়তা নয়, বরং দর্শকদের কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করেন তিনি। নিশো বলেন, ‘আমি ওই ধরনের হিরো হতে চাই না, যে মানুষের কাছাকাছি যেতে পারবে না। আমি প্রতিদিন হল ভিজিটে যাচ্ছি। অনেকেই বলতে পারেন, এটা তো হিরোদের কাজ না। আমার দর্শন হচ্ছে, আমি যদি কোনো সিনেমা বা কোনো কনটেন্টে কাজ করি, সেটার মাধ্যমে দর্শকের সঙ্গে যোগাযোগটা সৃষ্টি করি। যে চরিত্রই করি না কেন, বাস্তবের সেই চরিত্রের সঙ্গে কথা বলতে, আড্ডা দিতে চাই। তাই আমাকে মাঠে থাকতে হবে এবং বন্ধুত্ব করতে হবে। এটা আমার দর্শন। কেউ যদি ভেবে থাকে কাউকে উদ্দেশ্য করে কিছু বলেছি, এটা ঠিক নয়। তারা হয়তো বুঝতে পারেনি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে