মিজান মাহী, দুর্গাপুর
দুই-তিন বছর ধরে চাহিদার তুলনায় দেশে পেঁয়াজসংকট। তাই বাজারে পেঁয়াজের দামও বেশি। কৃষি অধিদপ্তরের তৎপরতায় পেঁয়াজের এ ঘাটতি পূরণে কৃষকেরা গত বছর রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নিচু জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদ করেছিলেন। এতে বেশ লাভবান হয়েছিলেন তাঁরা।
গত বছর স্বল্পমাত্রায় বিনা চাষে পেঁয়াজ আবাদ করা হলেও এবার লাভের আশায় পেঁয়াজ বীজ বপনের হিড়িক পড়ে গেছে।
দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিনা চাষে পেঁয়াজ চাষের জন্য প্রথমত কোনো চাষ দিতে হয় না। সার ও সেচ অর্ধেকেরও কম লাগে। এতে উৎপাদন খরচ কম, কিন্তু উৎপাদন বেশি হয়। ফলে নিচু জমিতে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এ পদ্ধতিতে পেঁয়াজ আবাদ বাড়ছে কয়েক গুণ। নভেম্বর মাসের শেষের দিকে নিচু জমির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেজা জমিতে পেঁয়াজের বীজ বপন করেন কৃষকেরা। এরপর খড় অথবা আগাছা দিয়ে পেঁয়াজের বীজ ঢেকে দেওয়া হয়।
উপজেলার পানানগর গ্রামের রহিদুল ইসলাম বলেন, এই এলাকার কৃষকেরা জমির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেজা স্যাঁতসেঁতে জমিতে আগাছা পরিষ্কার করে নেন। পরে চাষ ছাড়াই সহজে পেঁয়াজ কুঁড়ি রোপণ করেন।
দেবীপুর গ্রামের স্কুলশিক্ষক আফজাল হোসেন বলেন, তিনি গত বছর ১০ কাঠা জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদ করেছিলেন। এবার আরও বেশিতে জমিতে পেঁয়াজ চাষের প্রস্তুতি নিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, নিচু জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদের খরচ তুলনামূলক অনেক কম। এ জন্য এ অঞ্চলের কৃষকদের মধ্যে বিনা চাষে পেঁয়াজ আবাদ জনপ্রিয় হয়ে উঠছে। গত বছর উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদ করা হয়। বাজারে পেঁয়াজের দাম ভালো থাকায় কৃষকেরা বেশ লাভবান হয়েছিলেন। এ বছর গত বছরের চেয়ে কয়েক গুণ জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদ করবেন কৃষকেরা।
দুই-তিন বছর ধরে চাহিদার তুলনায় দেশে পেঁয়াজসংকট। তাই বাজারে পেঁয়াজের দামও বেশি। কৃষি অধিদপ্তরের তৎপরতায় পেঁয়াজের এ ঘাটতি পূরণে কৃষকেরা গত বছর রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নিচু জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদ করেছিলেন। এতে বেশ লাভবান হয়েছিলেন তাঁরা।
গত বছর স্বল্পমাত্রায় বিনা চাষে পেঁয়াজ আবাদ করা হলেও এবার লাভের আশায় পেঁয়াজ বীজ বপনের হিড়িক পড়ে গেছে।
দুর্গাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিনা চাষে পেঁয়াজ চাষের জন্য প্রথমত কোনো চাষ দিতে হয় না। সার ও সেচ অর্ধেকেরও কম লাগে। এতে উৎপাদন খরচ কম, কিন্তু উৎপাদন বেশি হয়। ফলে নিচু জমিতে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এ পদ্ধতিতে পেঁয়াজ আবাদ বাড়ছে কয়েক গুণ। নভেম্বর মাসের শেষের দিকে নিচু জমির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেজা জমিতে পেঁয়াজের বীজ বপন করেন কৃষকেরা। এরপর খড় অথবা আগাছা দিয়ে পেঁয়াজের বীজ ঢেকে দেওয়া হয়।
উপজেলার পানানগর গ্রামের রহিদুল ইসলাম বলেন, এই এলাকার কৃষকেরা জমির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেজা স্যাঁতসেঁতে জমিতে আগাছা পরিষ্কার করে নেন। পরে চাষ ছাড়াই সহজে পেঁয়াজ কুঁড়ি রোপণ করেন।
দেবীপুর গ্রামের স্কুলশিক্ষক আফজাল হোসেন বলেন, তিনি গত বছর ১০ কাঠা জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদ করেছিলেন। এবার আরও বেশিতে জমিতে পেঁয়াজ চাষের প্রস্তুতি নিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, নিচু জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদের খরচ তুলনামূলক অনেক কম। এ জন্য এ অঞ্চলের কৃষকদের মধ্যে বিনা চাষে পেঁয়াজ আবাদ জনপ্রিয় হয়ে উঠছে। গত বছর উপজেলার প্রায় ৩০ হেক্টর জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদ করা হয়। বাজারে পেঁয়াজের দাম ভালো থাকায় কৃষকেরা বেশ লাভবান হয়েছিলেন। এ বছর গত বছরের চেয়ে কয়েক গুণ জমিতে বিনা চাষে পেঁয়াজ আবাদ করবেন কৃষকেরা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে