পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
রাস্তা খুঁড়ে রাখা হয়েছে ছয় মাস ধরে। কোথাও কোথাও বালু ফেলা হয়েছে স্তূপ করে। এখনো পাকাকরণের কাজ শেষ না করায় পথচারীরা দুর্ভোগে রয়েছেন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার রাস্তায়।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন-৩ প্রকল্পের (আইআরআইডিপি-৩) আওতায় শ্রীরামপুর ইউনিয়নের কাউয়ামারী বাজার থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বাড়ি পর্যন্ত ১ হাজার ২৩৫ মিটার রাস্তা পাকাকরণের কাজ গত বছরের অক্টোবরে শুরু হয়। এ ছাড়া একটি বক্স কালভার্ট এবং একটি ড্রেন নির্মাণের কাজ করা হচ্ছে। ১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দের জনবহুল রাস্তাটির কাজ অজানা কারণে বন্ধ থাকায় ইউনিয়নের বানিয়াডাঙ্গী, আজিজপুর ও ডাঙ্গাপাড়া এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের মানুষ চরম দুর্ভোগে রয়েছে।
এ ছাড়া মোশাররফ হোসেন প্রধান কলেজ, কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চবিদ্যালয়, কাউয়ামারী বালিকা উচ্চবিদ্যালয় ও কাউয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী পড়েছে ভোগান্তিতে। রাস্তা খুঁড়ে বালু ফেলে রাখায় কোনো যানবাহন চলতে পারে না, এ কারণে কৃষকেরা কৃষিপণ্য বিক্রির জন্য বাজারে নিতে পারেন না। রাস্তাটি এভাবে ফেলে রাখায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফী আক্তার, মুন আক্তার মুন্নি ও লামিয়া আক্তার বলে, ‘বালুর ওপর দিয়ে হেঁটে বিদ্যালয়ে যাই। পোশাক ময়লা হয়, ক্লান্ত হয়ে যাই। রাস্তাটির কাজ দ্রুত শেষ করার অনুরোধ করছি।’
ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা কৃষক আব্দুল জব্বার, আজিজপুর গ্রামের যুবক সেলিম হোসেন ও কাউয়ামারী বাজারের মুদিদোকানি সেরাজুল ইসলাম বলেন, ‘রাস্তাটির জন্য আমাদের কষ্টের শেষ নেই। কৃষিপণ্য বিক্রি করতে বাজারে নেওয়া সম্ভব হয় না। কাজ না করলে এভাবে রাখার মানে কী?’
মোশাররফ হোসেন প্রধান কলেজের অধ্যক্ষ রেজা আহমেদ প্রধান বলেন, ‘রাস্তাটি খুঁড়ে ফেলে রাখায় এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুব সমস্যায় পড়েছে।’
রাস্তাটির পাকাকরণ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা প্রকৌশলী মাহবুব-উল আলম বলেন, দ্রুত নির্মাণকাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাস্তা খুঁড়ে রাখা হয়েছে ছয় মাস ধরে। কোথাও কোথাও বালু ফেলা হয়েছে স্তূপ করে। এখনো পাকাকরণের কাজ শেষ না করায় পথচারীরা দুর্ভোগে রয়েছেন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর গ্রামের ডাঙ্গাপাড়া এলাকার রাস্তায়।
জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন-৩ প্রকল্পের (আইআরআইডিপি-৩) আওতায় শ্রীরামপুর ইউনিয়নের কাউয়ামারী বাজার থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের বাড়ি পর্যন্ত ১ হাজার ২৩৫ মিটার রাস্তা পাকাকরণের কাজ গত বছরের অক্টোবরে শুরু হয়। এ ছাড়া একটি বক্স কালভার্ট এবং একটি ড্রেন নির্মাণের কাজ করা হচ্ছে। ১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দের জনবহুল রাস্তাটির কাজ অজানা কারণে বন্ধ থাকায় ইউনিয়নের বানিয়াডাঙ্গী, আজিজপুর ও ডাঙ্গাপাড়া এলাকার প্রায় পাঁচ হাজার পরিবারের মানুষ চরম দুর্ভোগে রয়েছে।
এ ছাড়া মোশাররফ হোসেন প্রধান কলেজ, কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চবিদ্যালয়, কাউয়ামারী বালিকা উচ্চবিদ্যালয় ও কাউয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী পড়েছে ভোগান্তিতে। রাস্তা খুঁড়ে বালু ফেলে রাখায় কোনো যানবাহন চলতে পারে না, এ কারণে কৃষকেরা কৃষিপণ্য বিক্রির জন্য বাজারে নিতে পারেন না। রাস্তাটি এভাবে ফেলে রাখায় মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
কাউয়ামারী আপ্তার উদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফী আক্তার, মুন আক্তার মুন্নি ও লামিয়া আক্তার বলে, ‘বালুর ওপর দিয়ে হেঁটে বিদ্যালয়ে যাই। পোশাক ময়লা হয়, ক্লান্ত হয়ে যাই। রাস্তাটির কাজ দ্রুত শেষ করার অনুরোধ করছি।’
ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা কৃষক আব্দুল জব্বার, আজিজপুর গ্রামের যুবক সেলিম হোসেন ও কাউয়ামারী বাজারের মুদিদোকানি সেরাজুল ইসলাম বলেন, ‘রাস্তাটির জন্য আমাদের কষ্টের শেষ নেই। কৃষিপণ্য বিক্রি করতে বাজারে নেওয়া সম্ভব হয় না। কাজ না করলে এভাবে রাখার মানে কী?’
মোশাররফ হোসেন প্রধান কলেজের অধ্যক্ষ রেজা আহমেদ প্রধান বলেন, ‘রাস্তাটি খুঁড়ে ফেলে রাখায় এলাকার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুব সমস্যায় পড়েছে।’
রাস্তাটির পাকাকরণ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ঠিকাদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা প্রকৌশলী মাহবুব-উল আলম বলেন, দ্রুত নির্মাণকাজ শেষ করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে