পীরগঞ্জ প্রতিনিধি
পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী আটজনের মধ্যে চারজনই বয়সে নবীন। তাঁরা ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত ১১ নভেম্বর পীরগঞ্জের ১৫ ইউপির মধ্যে ১০টিতে নির্বাচন হয়। এতে আওয়ামী লীগ থেকে নবীন চারজনসহ আটজন জয়ী হন। নবীনেরা হলেন চৈত্রকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহ, ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ও পাঁচগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মিয়া। তাঁরা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে এবারই প্রথম নির্বাচন করে সফল হয়েছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল বলেন, ‘আমি সভাপতি হিসেবে কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সব সময়ই যোগাযোগ রক্ষা করেছি। ফলে তারা প্রায় ৪ হাজার বেশি ভোটে আমাকে নির্বাচিত করেছে।’
আরেক বিজয়ী প্রার্থী সাদেকুল বলেন, ‘আমি নৌকা প্রতীক পাওয়ায় সবাই আমাকে সহায়তা করেছেন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ছিল ভেন্ডাবাড়ীতে। এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৬ জন আবেদন করেন। কিন্তু কেউই বিদ্রোহী প্রার্থী হননি। নেতা-কর্মীদের মূল্যায়ন করলে রাজনীতির মাঠে তার উত্তম প্রতিদান পাওয়া সম্ভব।’
এদিকে উপজেলার বড়দরগা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এবং মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।
পরাজয়ের কারণ হিসেবে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরাজিত প্রার্থীদেরই দুষছেন। কারণ হিসেবে জানা গেছে, তাঁরা নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং কর্মীদের মূল্যায়ন করেননি। রাজনীতির মাঠে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
শামছুল ইসলাম মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওয়ার সময় বলেছিলেন তিনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন না। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। ফলে বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ মন্জু নির্বাচিত হন। বড়দরগা ইউনিয়নেও একই অবস্থা। সেখানে নুরুল হক নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক না রাখায় ক্ষুব্ধরা স্বতন্ত্র প্রার্থী মাফিয়া আক্তার শিলাকে নির্বাচিত করেন।
পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে বিজয়ী আটজনের মধ্যে চারজনই বয়সে নবীন। তাঁরা ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
গত ১১ নভেম্বর পীরগঞ্জের ১৫ ইউপির মধ্যে ১০টিতে নির্বাচন হয়। এতে আওয়ামী লীগ থেকে নবীন চারজনসহ আটজন জয়ী হন। নবীনেরা হলেন চৈত্রকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহ, ভেন্ডাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম ও পাঁচগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু মিয়া। তাঁরা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনে এবারই প্রথম নির্বাচন করে সফল হয়েছেন।
নবনির্বাচিত চেয়ারম্যান আমিনুল বলেন, ‘আমি সভাপতি হিসেবে কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সব সময়ই যোগাযোগ রক্ষা করেছি। ফলে তারা প্রায় ৪ হাজার বেশি ভোটে আমাকে নির্বাচিত করেছে।’
আরেক বিজয়ী প্রার্থী সাদেকুল বলেন, ‘আমি নৌকা প্রতীক পাওয়ায় সবাই আমাকে সহায়তা করেছেন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী ছিল ভেন্ডাবাড়ীতে। এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ১৬ জন আবেদন করেন। কিন্তু কেউই বিদ্রোহী প্রার্থী হননি। নেতা-কর্মীদের মূল্যায়ন করলে রাজনীতির মাঠে তার উত্তম প্রতিদান পাওয়া সম্ভব।’
এদিকে উপজেলার বড়দরগা ইউনিয়নে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক এবং মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুল আলম দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন।
পরাজয়ের কারণ হিসেবে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরাজিত প্রার্থীদেরই দুষছেন। কারণ হিসেবে জানা গেছে, তাঁরা নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং কর্মীদের মূল্যায়ন করেননি। রাজনীতির মাঠে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
শামছুল ইসলাম মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওয়ার সময় বলেছিলেন তিনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন না। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। ফলে বিদ্রোহী প্রার্থী নুর মোহাম্মদ মন্জু নির্বাচিত হন। বড়দরগা ইউনিয়নেও একই অবস্থা। সেখানে নুরুল হক নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক না রাখায় ক্ষুব্ধরা স্বতন্ত্র প্রার্থী মাফিয়া আক্তার শিলাকে নির্বাচিত করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ ঘণ্টা আগে