বাগেরহাট প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাগেরহাটে আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী। এত দিন ধরে তাঁদের কবজায় থাকা বিভিন্ন খাল-নদী ও মৎস্যঘেরগুলো বিএনপির নেতা-কর্মীরা দখল করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অন্যান্য ঘেরেও লুটপাট ও চাঁদাবাজি চলছে। এসব থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হলেও তা খুব একটা কাজে আসছে না।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগেরহাটের ৯ উপজেলার সবগুলোতেই ঘের ঘিরে নৈরাজ্য চলছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে সদর, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলায়। সদর উপজেলার হোজির নদ দখল করে মাছ চাষ করতেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এখন ডেমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হাওলাদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রসুল শেখসহ দলটির লোকজন এই দখল নিয়েছেন। জানতে চাইলে আজাদ বলেন, ‘এটা তো বড় নদী। গোড়ার দিকে হেদায়েতপুরে বিএনপি যারা করে, তারা বেড় দিছে। আর আগাটা আমাগো আয়ত্তে আছে।’
ডেমা ইউনিয়নে ব্যক্তিগত ঘেরও দখল করে নেওয়া হচ্ছে। সেখানকার এক সাবেক ইউপি সদস্য সজিব তরফদার ৫ আগস্ট সরকার পতনের পর টানা কয়েক দিন এলাকায় শটগান নিয়ে ঘুরেছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁর দলীয় পদ নিশ্চিত হওয়া যায়নি। তাঁর ভাই সোহেল তরফদারও যুবদল নেতা। সজিবসহ স্থানীয় বিএনপি নামধারী নেতা-কর্মীদের মাধ্যমে ওই এলাকায় দেড় শতাধিক ঘের থেকে মাছ ধরে নেওয়া, ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু ভয়ে তাঁদের বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
ঘেরমালিকেরা বলছেন, এখানকার মানুষের প্রধান পেশা মাছ চাষ। এখানে ৫ আগস্ট রাত থেকে পাঁচ-ছয়টি দলের ঘের দখল ও মাছ লুট শুরু হয়। প্রথমে একটি দল ঘেরে গিয়ে কর্মচারীদের হুমকি দিয়ে বের করে দিচ্ছে। পরে সেখান থেকে মাছ ধরে বিক্রি করছে। আরেক পক্ষ ঘেরমালিকের কাছে চাঁদা দাবি করছে। চাঁদা পাওয়ার পর ঘের ছেড়ে দিয়ে আসছে। একই ঘের থেকে দু-তিন পক্ষের মাছ ধরে নিয়ে আসার ঘটনাও ঘটেছে।
নাম প্রকাশ না করা এক ঘেরমালিক বলেন, ‘আমরা ১১ জন মিলে নিজেদের জমিতে একসঙ্গে মাছ চাষ করি। কেউ রাজনীতিতে না থাকলেও ৫ আগস্টের পর আমাদের ঘের দখল করে নেয়। পরে সজিব মেম্বারের লোকদের ৫০ হাজার টাকা দিয়ে ঘের ছাড়াতে হইছে।’
দলীয় নেতা-কর্মীদের এসব অন্যায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করার পাশাপাশি ব্যবস্থাও নিচ্ছে বিএনপি। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত শুক্রবার সজিব তরফদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সজিবকে বহিষ্কার ও তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখতে সবাইকে বলা হয়েছে।
আকরাম হোসেন বলেন, ‘আরও যাঁদের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অন্যায়কে আমরা সমর্থন ও প্রশ্রয় দেব না।’
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাগেরহাটে আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী। এত দিন ধরে তাঁদের কবজায় থাকা বিভিন্ন খাল-নদী ও মৎস্যঘেরগুলো বিএনপির নেতা-কর্মীরা দখল করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অন্যান্য ঘেরেও লুটপাট ও চাঁদাবাজি চলছে। এসব থেকে নেতা-কর্মীদের বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হলেও তা খুব একটা কাজে আসছে না।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাগেরহাটের ৯ উপজেলার সবগুলোতেই ঘের ঘিরে নৈরাজ্য চলছে। তবে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে সদর, মোরেলগঞ্জ, রামপাল ও মোংলায়। সদর উপজেলার হোজির নদ দখল করে মাছ চাষ করতেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এখন ডেমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজাদ হাওলাদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রসুল শেখসহ দলটির লোকজন এই দখল নিয়েছেন। জানতে চাইলে আজাদ বলেন, ‘এটা তো বড় নদী। গোড়ার দিকে হেদায়েতপুরে বিএনপি যারা করে, তারা বেড় দিছে। আর আগাটা আমাগো আয়ত্তে আছে।’
ডেমা ইউনিয়নে ব্যক্তিগত ঘেরও দখল করে নেওয়া হচ্ছে। সেখানকার এক সাবেক ইউপি সদস্য সজিব তরফদার ৫ আগস্ট সরকার পতনের পর টানা কয়েক দিন এলাকায় শটগান নিয়ে ঘুরেছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁর দলীয় পদ নিশ্চিত হওয়া যায়নি। তাঁর ভাই সোহেল তরফদারও যুবদল নেতা। সজিবসহ স্থানীয় বিএনপি নামধারী নেতা-কর্মীদের মাধ্যমে ওই এলাকায় দেড় শতাধিক ঘের থেকে মাছ ধরে নেওয়া, ঘের দখল ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু ভয়ে তাঁদের বিষয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
ঘেরমালিকেরা বলছেন, এখানকার মানুষের প্রধান পেশা মাছ চাষ। এখানে ৫ আগস্ট রাত থেকে পাঁচ-ছয়টি দলের ঘের দখল ও মাছ লুট শুরু হয়। প্রথমে একটি দল ঘেরে গিয়ে কর্মচারীদের হুমকি দিয়ে বের করে দিচ্ছে। পরে সেখান থেকে মাছ ধরে বিক্রি করছে। আরেক পক্ষ ঘেরমালিকের কাছে চাঁদা দাবি করছে। চাঁদা পাওয়ার পর ঘের ছেড়ে দিয়ে আসছে। একই ঘের থেকে দু-তিন পক্ষের মাছ ধরে নিয়ে আসার ঘটনাও ঘটেছে।
নাম প্রকাশ না করা এক ঘেরমালিক বলেন, ‘আমরা ১১ জন মিলে নিজেদের জমিতে একসঙ্গে মাছ চাষ করি। কেউ রাজনীতিতে না থাকলেও ৫ আগস্টের পর আমাদের ঘের দখল করে নেয়। পরে সজিব মেম্বারের লোকদের ৫০ হাজার টাকা দিয়ে ঘের ছাড়াতে হইছে।’
দলীয় নেতা-কর্মীদের এসব অন্যায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করার পাশাপাশি ব্যবস্থাও নিচ্ছে বিএনপি। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত শুক্রবার সজিব তরফদারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সজিবকে বহিষ্কার ও তাঁর সঙ্গে সাংগঠনিক কোনো সম্পর্ক না রাখতে সবাইকে বলা হয়েছে।
আকরাম হোসেন বলেন, ‘আরও যাঁদের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পাওয়া যাচ্ছে, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অন্যায়কে আমরা সমর্থন ও প্রশ্রয় দেব না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে