বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে জনবলসংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। উপজেলার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭২ পদের মধ্যে শূন্য রয়েছে ৭৭টি।
এ ছাড়া শিক্ষা অফিসের ১২ পদের ৮টি শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমের তদারকি চলছে ঢিমেতালে। তবে প্রাথমিকের সহকারী শিক্ষকের শূন্য পদগুলো শিগগিরই পূরণ হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ আজকের পত্রিকাকে বলেন, সারা দেশে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে, খুব শিগগির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককের শূন্য পদগুলো পূরণ হবে।
হাসান মোহাম্মদ আরও বলেন, ‘সিলেট বিভাগে শিক্ষা অফিসার ও অন্যান্য পদের কর্মচারীর সংকট রয়েছে। যে কারণে চাহিদা থাকলেও শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের পদগুলো পূরণ করা যাচ্ছে না। তারপরও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টির সমাধানে চেষ্টা করছেন। আশা করি, অচিরেই এর সমাধান আসবে।’
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদের মধ্যে ২২টি, সহকারী শিক্ষকের ৪১৯ পদের মধ্যে ৩৭টি ও প্রাক্-প্রাথমিক শিক্ষকের ৭৫টি পদের মধ্যে শূন্য রয়েছে ১৫টি। তা ছাড়া, বিদ্যালয়ের দপ্তরির ৭৫টি পদের মধ্যে ৩টি পদ শূন্য রয়েছে।
সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে, খুব শিগগির শূন্য পদগুলো পূরণ হবে।
এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে শিক্ষা কর্মকর্তা ছাড়া মাত্র দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ৩টি পদ। মাত্র একজন হিসাব সহকারী চালাচ্ছেন ৩ কম্পিউটার অপারেটর ও একটি উচ্চমান সহকারীর কাজ। এমএলএসএস না থাকায় এ কাজও করতে হচ্ছে তাঁকে।
শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষকসংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করার ফলে শিক্ষকদের শ্রেণিকক্ষের পাঠদান চালাতে খুব বেগ পেতে হচ্ছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
হবিগঞ্জের বাহুবলে জনবলসংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। উপজেলার ১০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৭২ পদের মধ্যে শূন্য রয়েছে ৭৭টি।
এ ছাড়া শিক্ষা অফিসের ১২ পদের ৮টি শূন্য থাকায় শিক্ষা কার্যক্রমের তদারকি চলছে ঢিমেতালে। তবে প্রাথমিকের সহকারী শিক্ষকের শূন্য পদগুলো শিগগিরই পূরণ হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জোনায়েদ আজকের পত্রিকাকে বলেন, সারা দেশে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে আছে, খুব শিগগির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককের শূন্য পদগুলো পূরণ হবে।
হাসান মোহাম্মদ আরও বলেন, ‘সিলেট বিভাগে শিক্ষা অফিসার ও অন্যান্য পদের কর্মচারীর সংকট রয়েছে। যে কারণে চাহিদা থাকলেও শিক্ষা কর্মকর্তা কার্যালয়ের পদগুলো পূরণ করা যাচ্ছে না। তারপরও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টির সমাধানে চেষ্টা করছেন। আশা করি, অচিরেই এর সমাধান আসবে।’
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১০৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদের মধ্যে ২২টি, সহকারী শিক্ষকের ৪১৯ পদের মধ্যে ৩৭টি ও প্রাক্-প্রাথমিক শিক্ষকের ৭৫টি পদের মধ্যে শূন্য রয়েছে ১৫টি। তা ছাড়া, বিদ্যালয়ের দপ্তরির ৭৫টি পদের মধ্যে ৩টি পদ শূন্য রয়েছে।
সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে, খুব শিগগির শূন্য পদগুলো পূরণ হবে।
এ ছাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে শিক্ষা কর্মকর্তা ছাড়া মাত্র দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার ৩টি পদ। মাত্র একজন হিসাব সহকারী চালাচ্ছেন ৩ কম্পিউটার অপারেটর ও একটি উচ্চমান সহকারীর কাজ। এমএলএসএস না থাকায় এ কাজও করতে হচ্ছে তাঁকে।
শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষকসংকটের কারণে অতিরিক্ত দায়িত্ব পালন করার ফলে শিক্ষকদের শ্রেণিকক্ষের পাঠদান চালাতে খুব বেগ পেতে হচ্ছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে