পাবনা ও চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছে। গ্রামের খালটি দখলমুক্ত করে সেটি খননের কাজ শুরু করেছে প্রশাসন। ৯০০ ফুটের অধিক দীর্ঘ খালটি খননে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা। এতে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গ্রামবাসী।
গতকাল মঙ্গলবার সকালে খৈরাশ গ্রামে খাল খননকাজের উদ্বোধন করেন ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম হোসাইন। এ সময় ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আলী, সাংবাদিক ইশারত আলী, শাহীন রহমান, এম এ আলীম আব্দুল্লাহসহ অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খালের খননকাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী। তাঁরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টিভি চ্যানেল ও পত্রিকায় দুর্ভোগের খবর তুলে ধরায় প্রশাসন খাল পুনরুদ্ধারে ব্যবস্থা নিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এ নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।
ডিবিগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মোজাফফর আলী বলেন, আড়াই কিলোমিটার একটি রাস্তা নিয়ে বছরের পর বছর দুর্বিষহ জীবন যাপন করছে খৈরাশ গ্রামের মানুষ। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদাপানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। খাল দখল হয়ে যাওয়ায় পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখন খালটির খননকাজ শেষ হলে আর জলাবদ্ধতা হবে না। রাস্তাও নষ্ট হবে না।
ডিবিগ্রাম ইউপির চেয়ারম্যান শামীম হোসাইন বলেন, জলাবদ্ধতা আর রাস্তার কারণে এলাকার কৃষিকাজসহ আর্থসামাজিক উন্নয়ন থমকে গিয়েছিল। জলাবদ্ধতার কারণে গ্রামের রাস্তাটিও নির্মাণ করা যায়নি। পাবনা ও নাটোরের অন্তত ১৫টি গ্রামের মানুষের দুর্ভোগ ছিল চরমে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন হবে। ভবিষ্যতে রাস্তাটিও পাকাকরণের মাধ্যমে সব দুর্ভোগের অবসান ঘটবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম বলেন, অনেক সমস্যাই তাঁদের নজরে আসে না বা তাঁরা জানতে পারেন না। সাংবাদিকেরা সে বিষয়গুলো অর্থাৎ মানুষের দুর্ভোগের কথাগুলো তুলে ধরলে তাঁরা ব্যবস্থা নিতে পারেন। খৈরাশ গ্রামের সমস্যাও তেমনি একটি বিষয়। সাংবাদিকেরা তুলে ধরেছেন বলেই ব্যবস্থা নিতে পেরেছেন তিনি। আশা করছেন খৈরাশ গ্রামের মানুষ দীর্ঘদিনের দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবে।
পাবনার চাটমোহরের ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছে। গ্রামের খালটি দখলমুক্ত করে সেটি খননের কাজ শুরু করেছে প্রশাসন। ৯০০ ফুটের অধিক দীর্ঘ খালটি খননে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ টাকা। এতে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গ্রামবাসী।
গতকাল মঙ্গলবার সকালে খৈরাশ গ্রামে খাল খননকাজের উদ্বোধন করেন ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামীম হোসাইন। এ সময় ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ, স্থানীয় ইউপি সদস্য মোজাফফর আলী, সাংবাদিক ইশারত আলী, শাহীন রহমান, এম এ আলীম আব্দুল্লাহসহ অন্য জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খালের খননকাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত এলাকাবাসী। তাঁরা সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, টিভি চ্যানেল ও পত্রিকায় দুর্ভোগের খবর তুলে ধরায় প্রশাসন খাল পুনরুদ্ধারে ব্যবস্থা নিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এ নিয়ে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।
ডিবিগ্রাম ইউনিয়নের ইউপি সদস্য মোজাফফর আলী বলেন, আড়াই কিলোমিটার একটি রাস্তা নিয়ে বছরের পর বছর দুর্বিষহ জীবন যাপন করছে খৈরাশ গ্রামের মানুষ। বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদাপানির মধ্য দিয়ে চলাচল করতে হয়। খাল দখল হয়ে যাওয়ায় পানি বের হতে না পেরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এখন খালটির খননকাজ শেষ হলে আর জলাবদ্ধতা হবে না। রাস্তাও নষ্ট হবে না।
ডিবিগ্রাম ইউপির চেয়ারম্যান শামীম হোসাইন বলেন, জলাবদ্ধতা আর রাস্তার কারণে এলাকার কৃষিকাজসহ আর্থসামাজিক উন্নয়ন থমকে গিয়েছিল। জলাবদ্ধতার কারণে গ্রামের রাস্তাটিও নির্মাণ করা যায়নি। পাবনা ও নাটোরের অন্তত ১৫টি গ্রামের মানুষের দুর্ভোগ ছিল চরমে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন হবে। ভবিষ্যতে রাস্তাটিও পাকাকরণের মাধ্যমে সব দুর্ভোগের অবসান ঘটবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈকত ইসলাম বলেন, অনেক সমস্যাই তাঁদের নজরে আসে না বা তাঁরা জানতে পারেন না। সাংবাদিকেরা সে বিষয়গুলো অর্থাৎ মানুষের দুর্ভোগের কথাগুলো তুলে ধরলে তাঁরা ব্যবস্থা নিতে পারেন। খৈরাশ গ্রামের সমস্যাও তেমনি একটি বিষয়। সাংবাদিকেরা তুলে ধরেছেন বলেই ব্যবস্থা নিতে পেরেছেন তিনি। আশা করছেন খৈরাশ গ্রামের মানুষ দীর্ঘদিনের দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে