সম্পাদকীয়
ডিবি পুলিশের হঠাৎ মনে হলো, কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকে নিরাপত্তা দেওয়া দরকার। তাঁদের অবস্থানের জায়গায় পুলিশ মোতায়েন করা যেত। সেটা না করে এই নেতাদের তুলে আনা হলো ডিবি অফিসে। সেখানেই তাঁদের রাখা হলো ‘নিরাপদে’। তাঁরা নিজেরা কি এই আতিথেয়তা চেয়েছিলেন? কিন্তু ডিবি অফিসেই তো থাকতে হলো তাঁদের। আইন তো বলে না যে নিরাপদ হেফাজতের অর্থ মিন্টো রোডের ডিবি কার্যালয়!
একসময় এই ডিবি কার্যালয় থেকেই ছাত্রনেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন; অর্থাৎ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের নিরাপদ আশ্রয়ে থেকে তাঁরা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।
সাদা চোখে দেখলে এর মধ্যে কোনো গল্প নেই। কিন্তু একটু সন্দেহের চোখে দেখলে স্পষ্ট হবে, এই ঘোষণা ‘স্বেচ্ছায়’ দিতে হলে ডিবি কার্যালয়ের সহায়তার কোনো প্রয়োজন নেই। ডিবি অফিসে বসে এই ঘোষণা কেউ দেবে না।
ডিবির কার্যালয় মাঝে মাঝেই যেসব ঘটনার জন্ম দেয়, তা নিয়ে বহু আগে থেকেই হাসাহাসি হয়। হঠাৎ দেখা গেল বিরোধীদলীয় কোনো নেতাকে ধরে আনা হচ্ছে ডিবি অফিসে, তারপর তাঁকে বসিয়ে দেওয়া হচ্ছে খাবার টেবিলে। ডিবি অফিসে যাচ্ছেন নায়িকা, গায়কেরা। সবার সংকটের সমাধান যেন রয়েছে ডিবি অফিসে।
যাঁরা ডিবি অফিসে যাচ্ছেন, তাঁদের সবাই স্বেচ্ছায় যাচ্ছেন না। তাঁদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর যখন ডিবি অফিসের খাবার টেবিলে তাঁদের দেখা যায়, তখন মনে হয়, এ কেমন রসিকতা? ডিবি অফিস তো কোনো গেস্টহাউস কিংবা রেস্তোরাঁ নয় যে সেই অফিসে ধরে নিয়ে যাওয়া মানুষকে কীভাবে আপ্যায়ন করা হবে, তা দেখতে হবে জাতিকে!
গত ২৮ জুলাই রোববার কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাশতা করার কয়েকটি ছবি ফেসবুকে দেন সদ্য সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম।’
খুব ভালো কথা। কিন্তু তাঁরা যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, এ তথ্যটি কোথা থেকে পাওয়া গেল? তাঁরা নিজেরাই কি ডিবিপ্রধানকে বলেছেন যে ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি? আমাদের ডিবি কার্যালয়ে নিয়ে যান!’ ঘটনাটা সে রকম হওয়ার কত শতাংশ সম্ভাবনা আছে? দেশের কতজন মানুষ সেই গল্প বিশ্বাস করবে? অনেকেই মজা করে ডিবি অফিসকে ‘ভাতের হোটেল’ নামে অভিহিত করছেন। এটা মোটেই ডিবি অফিসের মর্যাদা বাড়াচ্ছে না।
আদালত বলেছেন, ‘ডিবি অফিসে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।’ আদালতের বলা ‘মশকরা’ শব্দটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। সত্যিই তো, ডিবি অফিস কেন মশকরা করার জায়গা হয়ে উঠবে? ১৪ দলের বৈঠকেও ডিবিপ্রধান হারুনকে নিয়ে সমালোচনা হয়েছে।
ডিবিপ্রধান পরিবর্তিত হয়েছে। নতুন প্রধানকে বলব ডিবি অফিসটাকে নতুন করে আর রেস্তোরাঁ বানাবেন না।
ডিবি পুলিশের হঠাৎ মনে হলো, কোটা সংস্কার আন্দোলনের কয়েকজন নেতাকে নিরাপত্তা দেওয়া দরকার। তাঁদের অবস্থানের জায়গায় পুলিশ মোতায়েন করা যেত। সেটা না করে এই নেতাদের তুলে আনা হলো ডিবি অফিসে। সেখানেই তাঁদের রাখা হলো ‘নিরাপদে’। তাঁরা নিজেরা কি এই আতিথেয়তা চেয়েছিলেন? কিন্তু ডিবি অফিসেই তো থাকতে হলো তাঁদের। আইন তো বলে না যে নিরাপদ হেফাজতের অর্থ মিন্টো রোডের ডিবি কার্যালয়!
একসময় এই ডিবি কার্যালয় থেকেই ছাত্রনেতারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন; অর্থাৎ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের নিরাপদ আশ্রয়ে থেকে তাঁরা স্বেচ্ছায় আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন।
সাদা চোখে দেখলে এর মধ্যে কোনো গল্প নেই। কিন্তু একটু সন্দেহের চোখে দেখলে স্পষ্ট হবে, এই ঘোষণা ‘স্বেচ্ছায়’ দিতে হলে ডিবি কার্যালয়ের সহায়তার কোনো প্রয়োজন নেই। ডিবি অফিসে বসে এই ঘোষণা কেউ দেবে না।
ডিবির কার্যালয় মাঝে মাঝেই যেসব ঘটনার জন্ম দেয়, তা নিয়ে বহু আগে থেকেই হাসাহাসি হয়। হঠাৎ দেখা গেল বিরোধীদলীয় কোনো নেতাকে ধরে আনা হচ্ছে ডিবি অফিসে, তারপর তাঁকে বসিয়ে দেওয়া হচ্ছে খাবার টেবিলে। ডিবি অফিসে যাচ্ছেন নায়িকা, গায়কেরা। সবার সংকটের সমাধান যেন রয়েছে ডিবি অফিসে।
যাঁরা ডিবি অফিসে যাচ্ছেন, তাঁদের সবাই স্বেচ্ছায় যাচ্ছেন না। তাঁদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর যখন ডিবি অফিসের খাবার টেবিলে তাঁদের দেখা যায়, তখন মনে হয়, এ কেমন রসিকতা? ডিবি অফিস তো কোনো গেস্টহাউস কিংবা রেস্তোরাঁ নয় যে সেই অফিসে ধরে নিয়ে যাওয়া মানুষকে কীভাবে আপ্যায়ন করা হবে, তা দেখতে হবে জাতিকে!
গত ২৮ জুলাই রোববার কোটা আন্দোলনের ছয় সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাশতা করার কয়েকটি ছবি ফেসবুকে দেন সদ্য সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সঙ্গে কথা বললাম।’
খুব ভালো কথা। কিন্তু তাঁরা যে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, এ তথ্যটি কোথা থেকে পাওয়া গেল? তাঁরা নিজেরাই কি ডিবিপ্রধানকে বলেছেন যে ‘আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি? আমাদের ডিবি কার্যালয়ে নিয়ে যান!’ ঘটনাটা সে রকম হওয়ার কত শতাংশ সম্ভাবনা আছে? দেশের কতজন মানুষ সেই গল্প বিশ্বাস করবে? অনেকেই মজা করে ডিবি অফিসকে ‘ভাতের হোটেল’ নামে অভিহিত করছেন। এটা মোটেই ডিবি অফিসের মর্যাদা বাড়াচ্ছে না।
আদালত বলেছেন, ‘ডিবি অফিসে ধরে নিয়ে যাবেন, তারপর খাবার টেবিলে বসাবেন। এভাবে জাতির সঙ্গে মশকরা করবেন না।’ আদালতের বলা ‘মশকরা’ শব্দটি এখানে খুবই গুরুত্বপূর্ণ। সত্যিই তো, ডিবি অফিস কেন মশকরা করার জায়গা হয়ে উঠবে? ১৪ দলের বৈঠকেও ডিবিপ্রধান হারুনকে নিয়ে সমালোচনা হয়েছে।
ডিবিপ্রধান পরিবর্তিত হয়েছে। নতুন প্রধানকে বলব ডিবি অফিসটাকে নতুন করে আর রেস্তোরাঁ বানাবেন না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে