ফেনী প্রতিনিধি
ফেনীর পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবনের নির্মাণকাজ শেষের আগেই ভেঙে পড়েছে ছাদ। সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড চাড়িপুর এলাকায় গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৬০ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী সদর উপজেলায় চারটি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ চলমান রয়েছে। এর মধ্যে ১৫ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী পৌরসভার চাড়িপুর এলাকার পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজ। প্রায় তিন মাস আগে শুরু হওয়া কাজ অনেকটা এগিয়ে গেছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তর হোসেন ও শাহানা আক্তার বলে, ‘মঙ্গলবার দুপুরে ক্লাস চলা অবস্থায় হঠাৎ বিকট শব্দে নতুন ওয়াশ ভবনের নিচতলার একটি ছাদ ভেঙে পড়ে। এতে শিক্ষার্থী ও শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়ে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘কাজের মান শুরু থেকে খুবই খারাপ ছিল। ভবনে তিন নম্বর ইট ও নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে। বারবার বলার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি আমলে নেয়নি। ফলস্ ছাদে রডের পরিমাণ কম ছিল। সিমেন্ট কম দিয়ে বালি বেশি ব্যবহার করায় নির্মাণের দু’দিন পরই ভেঙে পড়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম স্বপন জানান, তিনি তাঁর কাজে ইট, বালু, সিমেন্ট ও রডসহ সকল উপকরণ নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করছেন। সম্প্রতি মিস্ত্রিদের অবহেলায় একটি ফলস্ ছাদ ভেঙে পড়েছে। সেটি পুনরায় ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। একই সঙ্গে ইটের পূর্বের গাঁথুনিগুলোও ভেঙে নতুন করে করা হচ্ছে।’
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনী সদর কার্যালয়ের উপসচিব-সহকারী প্রকৌশলী মো. হাসান পারভেজ জানান, সম্প্রতি নিচতলার একটি ফলস্ ছাদ নির্মাণের দুদিন পর ভেঙে পড়েছে। তিনি বিষয়টি জানতে পেরে দ্রুত পুরো ভবনের সকল ছাদ ভেঙে নতুন করে করার নির্দেশ দিয়েছেন। কলাম, পিলার বিম, ছাদ ও সেপটিক ট্যাংকের কাজ শেষে বর্তমানে ফলস্ ছাদ ও ইটের গাঁথুনির কাজ চলমান রয়েছে।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল ভবনের একটি ফলস্ ছাদ ভেঙে পড়ার বিষয়টি তিনি শুনেছেন। ডেপুটেশনে অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি। দুয়েক দিনের মধ্যে তিনি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন।
ফেনীর পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবনের নির্মাণকাজ শেষের আগেই ভেঙে পড়েছে ছাদ। সদর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড চাড়িপুর এলাকায় গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৬০ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী সদর উপজেলায় চারটি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ চলমান রয়েছে। এর মধ্যে ১৫ লাখ টাকার বেশি অর্থায়নে ফেনী পৌরসভার চাড়িপুর এলাকার পশ্চিম চাড়িপুর কাজি হরমুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ভবন নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজ। প্রায় তিন মাস আগে শুরু হওয়া কাজ অনেকটা এগিয়ে গেছে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অন্তর হোসেন ও শাহানা আক্তার বলে, ‘মঙ্গলবার দুপুরে ক্লাস চলা অবস্থায় হঠাৎ বিকট শব্দে নতুন ওয়াশ ভবনের নিচতলার একটি ছাদ ভেঙে পড়ে। এতে শিক্ষার্থী ও শিক্ষকেরা আতঙ্কিত হয়ে পড়ে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘কাজের মান শুরু থেকে খুবই খারাপ ছিল। ভবনে তিন নম্বর ইট ও নিম্নমানের রড ব্যবহার করা হচ্ছে। বারবার বলার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান বিষয়টি আমলে নেয়নি। ফলস্ ছাদে রডের পরিমাণ কম ছিল। সিমেন্ট কম দিয়ে বালি বেশি ব্যবহার করায় নির্মাণের দু’দিন পরই ভেঙে পড়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স স্বাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম স্বপন জানান, তিনি তাঁর কাজে ইট, বালু, সিমেন্ট ও রডসহ সকল উপকরণ নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যবহার করছেন। সম্প্রতি মিস্ত্রিদের অবহেলায় একটি ফলস্ ছাদ ভেঙে পড়েছে। সেটি পুনরায় ভেঙে আবার নতুন করে করা হচ্ছে। একই সঙ্গে ইটের পূর্বের গাঁথুনিগুলোও ভেঙে নতুন করে করা হচ্ছে।’
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ফেনী সদর কার্যালয়ের উপসচিব-সহকারী প্রকৌশলী মো. হাসান পারভেজ জানান, সম্প্রতি নিচতলার একটি ফলস্ ছাদ নির্মাণের দুদিন পর ভেঙে পড়েছে। তিনি বিষয়টি জানতে পেরে দ্রুত পুরো ভবনের সকল ছাদ ভেঙে নতুন করে করার নির্দেশ দিয়েছেন। কলাম, পিলার বিম, ছাদ ও সেপটিক ট্যাংকের কাজ শেষে বর্তমানে ফলস্ ছাদ ও ইটের গাঁথুনির কাজ চলমান রয়েছে।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল গনি আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুল ভবনের একটি ফলস্ ছাদ ভেঙে পড়ার বিষয়টি তিনি শুনেছেন। ডেপুটেশনে অন্য একটি কাজে ব্যস্ত থাকায় তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি। দুয়েক দিনের মধ্যে তিনি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেবেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে