আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার হাজীপাড়া মহল্লার একটি মাদ্রাসার সামনে প্রতিদিনই দেখা মেলে আব্দুস ছামাদের (৬০)। শিশুদের কাছে শিঙাড়া দাদু হিসেবেই পরিচিত তিনি। তাঁর শিঙাড়ার বিশেষত্ব হলো কম দামে বেশি সংখ্যক পাওয়া যায়। স্বাদেও ভালো। মাত্র পাঁচ টাকায় তিনটি শিঙাড়া বিক্রি করেন। ১০ টাকায় মেলে ৭টি। মাদ্রাসার শিশুরাই মূলত ছামাদের মূল ক্রেতা। এ ছাড়া পাড়া-মহল্লায় ফেরি করে বিক্রি করেন। প্রতিদিন ৭০০-৮০০টি শিঙাড়া বিক্রি করেন ছামাদ। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্টপুর দক্ষিণ পাড়া মহল্লার বাসিন্দা তিনি।
কথা হলে আব্দুস ছামাদ জানান, স্ত্রী মিনু বালা প্রতিদিন ভোরবেলা শিঙারা তৈরির কাজে সহযোগিতা করেন। সকালে সেগুলো নিয়ে বেরিয়ে পড়েন ছামাদ। সঙ্গে থাকে পানির পাত্র। স্বাদে ভালো আর দামে কম হওয়ায় সব বয়সী মানুষের কাছেই কদর রয়েছে এ শিঙাড়ার। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন গ্রামে শিঙাড়া বিক্রি করেন। এর পর পৌরসভার একটি বেসরকারি মাদ্রাসার সামনে গিয়ে বসেন। সেখানে তাঁর ক্রেতা ক্ষুদে শিক্ষার্থীরা।
আবু হাসান নামের এক শিশু শিক্ষার্থী বলে, ‘ছামাদ দাদুর শিঙারা আমার খুব ভালো লাগে, তাই প্রতিদিন তাঁর কাছ থেকে কিনে খাই।’
নাসরিন সুলতানা নামে এক অভিভাবক বলেন, ‘সন্তানকে মাদ্রাসায় নিয়ে এসেছি। ২০ টাকা দিয়ে ১৪টি শিঙাড়া কিনেছি।’
আব্দুস ছামাদ বলেন, ‘আগে জিনিসপত্রের দাম কম ছিল তখন বেশি লাভ হতো। এখন তেল, ময়দা, আলুর দাম বেশি হওয়ায় লাভ কম হয়। দিনে ২০০ থেকে ২৫০ টাকা আয় হয়। এতে খুব কষ্টে সংসার চলে।’
আক্কেলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রীকৃষ্টপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম চপল বলেন, ‘অনেক আগে থেকেই আব্দুস ছামাদের শিঙাড়া খেয়ে আসছি। অল্প দামে তাঁর কাছে শিঙাড়া পাওয়া যায়। স্বাদেও ভালো।’
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার হাজীপাড়া মহল্লার একটি মাদ্রাসার সামনে প্রতিদিনই দেখা মেলে আব্দুস ছামাদের (৬০)। শিশুদের কাছে শিঙাড়া দাদু হিসেবেই পরিচিত তিনি। তাঁর শিঙাড়ার বিশেষত্ব হলো কম দামে বেশি সংখ্যক পাওয়া যায়। স্বাদেও ভালো। মাত্র পাঁচ টাকায় তিনটি শিঙাড়া বিক্রি করেন। ১০ টাকায় মেলে ৭টি। মাদ্রাসার শিশুরাই মূলত ছামাদের মূল ক্রেতা। এ ছাড়া পাড়া-মহল্লায় ফেরি করে বিক্রি করেন। প্রতিদিন ৭০০-৮০০টি শিঙাড়া বিক্রি করেন ছামাদ। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীকৃষ্টপুর দক্ষিণ পাড়া মহল্লার বাসিন্দা তিনি।
কথা হলে আব্দুস ছামাদ জানান, স্ত্রী মিনু বালা প্রতিদিন ভোরবেলা শিঙারা তৈরির কাজে সহযোগিতা করেন। সকালে সেগুলো নিয়ে বেরিয়ে পড়েন ছামাদ। সঙ্গে থাকে পানির পাত্র। স্বাদে ভালো আর দামে কম হওয়ায় সব বয়সী মানুষের কাছেই কদর রয়েছে এ শিঙাড়ার। সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বিভিন্ন গ্রামে শিঙাড়া বিক্রি করেন। এর পর পৌরসভার একটি বেসরকারি মাদ্রাসার সামনে গিয়ে বসেন। সেখানে তাঁর ক্রেতা ক্ষুদে শিক্ষার্থীরা।
আবু হাসান নামের এক শিশু শিক্ষার্থী বলে, ‘ছামাদ দাদুর শিঙারা আমার খুব ভালো লাগে, তাই প্রতিদিন তাঁর কাছ থেকে কিনে খাই।’
নাসরিন সুলতানা নামে এক অভিভাবক বলেন, ‘সন্তানকে মাদ্রাসায় নিয়ে এসেছি। ২০ টাকা দিয়ে ১৪টি শিঙাড়া কিনেছি।’
আব্দুস ছামাদ বলেন, ‘আগে জিনিসপত্রের দাম কম ছিল তখন বেশি লাভ হতো। এখন তেল, ময়দা, আলুর দাম বেশি হওয়ায় লাভ কম হয়। দিনে ২০০ থেকে ২৫০ টাকা আয় হয়। এতে খুব কষ্টে সংসার চলে।’
আক্কেলপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শ্রীকৃষ্টপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম চপল বলেন, ‘অনেক আগে থেকেই আব্দুস ছামাদের শিঙাড়া খেয়ে আসছি। অল্প দামে তাঁর কাছে শিঙাড়া পাওয়া যায়। স্বাদেও ভালো।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে