খান রফিক, বরিশাল
চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে। হাসপাতালে ক্ষতিকর ও জীবাণুযুক্ত বর্জ্য কোনো রকম ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। যার মাধ্যমে পরিবেশদূষণ হওয়ার পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগ ছড়াচ্ছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শেবাচিম হাসপাতালকে চিঠি দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় শেবাচিম হাসপাতালের চিকিৎসা বর্জ্যের দ্বারা রোগজীবাণু ছড়িয়ে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল কম্পাউন্ড ঘুরে দেখা গেছে, মূল ভবনের পশ্চিমাংশে খোলা জায়গাকে ডাম্পিং হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেখানে বিভিন্ন চিকিৎসা বর্জ্য ফেলে রাখা হয়। পাখি, কুকুর, বিড়াল অনেক সময় এসব বর্জ্য চারদিকে ছড়িয়ে পরিবেশদূষণ ঘটাচ্ছে। এই অবস্থায় গত ৮ আগস্ট হাসপাতালের পরিচালককে লিখিত চিঠি দেয় পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম স্বাক্ষরিত চিঠিতে দ্রুত পরিবেশগত ছাড়পত্র নিয়ে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের কথা বলা হয়েছে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক মো. মালেক মিয়া বলেন, ‘শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের সঙ্গে গত মাসে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। ওনারা বলছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য মন্ত্রণালয়ে বাজেট চেয়ে পাঠাবেন। বাজেট এলে পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা করবেন। কিন্তু প্রকৃত অর্থে হাসপাতালের পরিবেশগত ছাড়পত্রও নাই। এটি রেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে দূষণকারী প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। এখানে পরিবেশ রক্ষায় কোনো উদ্যোগই নেই। যে কারণে দূষণ হচ্ছে ভয়াবহভাবে।’
পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন বেলার বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ‘আমরা গত মাসে ওয়াস্ট ম্যানেজমেন্টবিষয়ক কর্মসূচি নিয়ে শেবাচিম হাসপাতাল ভিজিট করে দেখেছি বর্জ্য ব্যবস্থাপনা নেই বললেই চলে। হাসপাতালের মূল ভবনের পশ্চিম পাশে একটি জায়গায় ফেলে রাখা হচ্ছে চিকিৎসা বর্জ্য। এগুলো অপসারণে দক্ষ কর্মীও নেই।’ তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা বর্জ্য যে প্রক্রিয়ায় অপসারণ করা দরকার তা হচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে মারাত্মকভাবে রোগজীবাণু ছড়াতে পারে।
এ বিষয়ে জানতে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ) বিধিমালা-২০০৮ অনুযায়ী এভাবে যেখানে সেখানে বর্জ্য ফেলে রাখা শাস্তিযোগ্য অপরাধ।
এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, শেবাচিম হাসপাতালের স্বাস্থ্যহানিকর এ বর্জ্য কোথায় যায় তার কোনো হদিস নেই। তাদের কোনো ব্যবস্থাপনাই নেই। হাসপাতালের কোনো দায়বদ্ধতাও নেই।
বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে বরিশালের মানুষকে এটি বেশ ভোগাবে। এ জন্য একটি সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার। এ ক্ষেত্রে শেবাচিম, সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে। হাসপাতালে ক্ষতিকর ও জীবাণুযুক্ত বর্জ্য কোনো রকম ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। যার মাধ্যমে পরিবেশদূষণ হওয়ার পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগ ছড়াচ্ছে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শেবাচিম হাসপাতালকে চিঠি দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ অবস্থায় শেবাচিম হাসপাতালের চিকিৎসা বর্জ্যের দ্বারা রোগজীবাণু ছড়িয়ে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল কম্পাউন্ড ঘুরে দেখা গেছে, মূল ভবনের পশ্চিমাংশে খোলা জায়গাকে ডাম্পিং হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেখানে বিভিন্ন চিকিৎসা বর্জ্য ফেলে রাখা হয়। পাখি, কুকুর, বিড়াল অনেক সময় এসব বর্জ্য চারদিকে ছড়িয়ে পরিবেশদূষণ ঘটাচ্ছে। এই অবস্থায় গত ৮ আগস্ট হাসপাতালের পরিচালককে লিখিত চিঠি দেয় পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম স্বাক্ষরিত চিঠিতে দ্রুত পরিবেশগত ছাড়পত্র নিয়ে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের কথা বলা হয়েছে।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের বরিশাল জেলার সহকারী পরিচালক মো. মালেক মিয়া বলেন, ‘শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের সঙ্গে গত মাসে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। ওনারা বলছে বর্জ্য ব্যবস্থাপনার জন্য মন্ত্রণালয়ে বাজেট চেয়ে পাঠাবেন। বাজেট এলে পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা করবেন। কিন্তু প্রকৃত অর্থে হাসপাতালের পরিবেশগত ছাড়পত্রও নাই। এটি রেড ক্যাটাগরির প্রতিষ্ঠান। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে দূষণকারী প্রতিষ্ঠান শেবাচিম হাসপাতাল। এখানে পরিবেশ রক্ষায় কোনো উদ্যোগই নেই। যে কারণে দূষণ হচ্ছে ভয়াবহভাবে।’
পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন বেলার বরিশালের সমন্বয়ক লিংকন বায়েন বলেন, ‘আমরা গত মাসে ওয়াস্ট ম্যানেজমেন্টবিষয়ক কর্মসূচি নিয়ে শেবাচিম হাসপাতাল ভিজিট করে দেখেছি বর্জ্য ব্যবস্থাপনা নেই বললেই চলে। হাসপাতালের মূল ভবনের পশ্চিম পাশে একটি জায়গায় ফেলে রাখা হচ্ছে চিকিৎসা বর্জ্য। এগুলো অপসারণে দক্ষ কর্মীও নেই।’ তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা বর্জ্য যে প্রক্রিয়ায় অপসারণ করা দরকার তা হচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে মারাত্মকভাবে রোগজীবাণু ছড়াতে পারে।
এ বিষয়ে জানতে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ) বিধিমালা-২০০৮ অনুযায়ী এভাবে যেখানে সেখানে বর্জ্য ফেলে রাখা শাস্তিযোগ্য অপরাধ।
এ ব্যাপারে সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, শেবাচিম হাসপাতালের স্বাস্থ্যহানিকর এ বর্জ্য কোথায় যায় তার কোনো হদিস নেই। তাদের কোনো ব্যবস্থাপনাই নেই। হাসপাতালের কোনো দায়বদ্ধতাও নেই।
বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে বরিশালের মানুষকে এটি বেশ ভোগাবে। এ জন্য একটি সুস্পষ্ট নীতিমালা থাকা দরকার। এ ক্ষেত্রে শেবাচিম, সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে