ফেরিডুবির তদন্ত শেষ হয়নি ২৩ দিনেও

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০৫: ১৮

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবির ২৩ দিন পরও পেশ করা হয়নি এ ঘটনায় গঠিত দুই তদন্ত কমিটির প্রতিবেদন। আমানত শাহ নামের ওই ফেরিডুবির তদন্ত প্রতিবেদন আদৌ পেশ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

গত ২৭ অক্টোবর পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে আমানত শাহ ফেরি যানবাহন আন-লোডের সময় নদীতে ডুবে যায়। এ ঘটনায় মানিকগঞ্জ জেলা প্রশাসন ও নৌপরিবহন মন্ত্রণালয় পৃথক দুটি কমিটির তদন্ত কমিটি গঠন করে। জেলা প্রশাসন গঠিত সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার কথা ছিল। আর নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত নয় সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পেশ করার কথা ছিল সাত দিনের মধ্যে।

মানিকগঞ্জ জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ছানোয়ারুল হক বলেন, ফেরি উদ্ধারে বিলম্ব হওয়ায় দুর্ঘটনার কারণ, কারও দায়িত্ব-কর্তব্যে অবহেলা বা অন্যান্য অনুষঙ্গ ক্ষতিয়ে দেখার জন্য সময়ের প্রয়োজন। এ কারণে পূর্ব নির্ধারিত সময় বাড়িয়ে তদন্তকাজ করা হচ্ছে। অবিলম্বে তদন্ত রিপোর্ট যথাযথ কর্তৃপক্ষের কাছে পেশ করা হবে।

তবে না প্রকাশ না করার শর্তে এ কমিটির অপর এক সদস্য বলেন, ফেরিডুবির ঘটনায় দুই তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। দুর্ঘটনার কারণ সবাই নির্ণয় করতে সক্ষম হলেও দোষীদের আড়াল করতে প্রতিবেদন পেশে কালক্ষেপণ করা হচ্ছে। এমন প্রতিবেদন আধোও জমা হবে কিনা এ নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

এদিকে, বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাটের মেরিন বিভাগের কর্মকর্তা আব্দুস সাত্তার জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ক্ষতিগ্রস্ত ফেরি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত