বোরহান জাবেদ, ঢাকা
প্রথম ওয়ানডের আগে অনুশীলনেই আভাসটা পাওয়া গিয়েছিল। ম্যাচের দুদিন আগে হওয়া সেই অনুশীলনে সম্ভাব্য যে টপ অর্ডার ব্যাটিং অনুশীলন করেছে, সেখানে ছিলেন না সাকিব আল হাসান। তিনি ব্যাটিং অনুশীলন করেছেন টপ অর্ডারের পালা শেষে।
ইংল্যান্ডের বিপক্ষে পরশু প্রথম ওয়ানডেতেও সেই অনুশীলনেরই পুনরাবৃত্তি। সাকিব ব্যাটিং করেছেন মিডল অর্ডারে। ব্যাটিং অর্ডারের মাঝে নামা সাকিবের কাছে অবশ্য নতুন নয়। বরং ক্যারিয়ারের বেশির ভাগ সময় এই বাঁহাতি ব্যাটার মিডল অর্ডারেই ব্যাটিং করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচে খেলেছেন সাকিব, এই জায়গায় ১২৬ ইনিংসে সবচেয়ে বেশি ৩৮৬০ রান করেছেন। গড় ৩৫.০৯, ৯ ওয়ানডে সেঞ্চুরির পাঁচটিই এই পজিশনে।
তবে ২০১৮ থেকে একপ্রকার নিজের আগ্রহেই তিনে ব্যাটিং করছেন সাকিব। টপ অর্ডারে ব্যাটিং নিয়ে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তিনি বলেছিলেন, ‘(দলের) সবাইকে আমাদের বোঝাতে হয়েছিল। যদি রান না করতাম, তবে তারা ভাবত পাঁচেই আমার নামা উচিত। পাঁচে নামতেও আমাকে অনেক মানুষকে বোঝাতে হয়েছে। হ্যাঁ, এখন যেখানে নামছি কাজে দিচ্ছে।’
‘প্রিয়’ তিন নম্বর পজিশনে সাকিব এখনো পর্যন্ত ৩৬ ইনিংসে ৪৯.৬৪ গড়ে রান করেছেন ১৫৩৯। বোঝাই যাচ্ছে, তিনে কতটা সফল সাকিব। এই পজিশনে তাঁর চেয়ে বেশি রান নেই বাংলাদেশের আর কারও। ২০১৯ বিশ্বকাপে সাকিবের অবিশ্বাস্য ব্যাটিংও এ তিনে খেলেই।
বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের প্রথম পর্ব শেষ হওয়ার পর তিনে ব্যাটিং শুরু করেছিলেন সাকিব। দ্বিতীয় পর্বে হাথুরু ফেরার পর প্রথম ম্যাচেই আবার মিডল অর্ডারে ফিরে গেলেন সাকিব। প্রথম ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে নাজমুল হোসেন শান্ত অবশ্য এটাকে দলের কৌশল হিসেবেই বলেছেন। সাকিব কেন পাঁচে নেমেছেন এই প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন, ‘ডানহাতি-বাঁহাতি সমন্বয়ের কারণেই সাকিব ভাই পাঁচে নেমেছেন।’ গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও একই কথা বলেছেন সাংবাদিকদের, ‘তখন শান্ত যদি
আউট হতো তাহলে অবশ্যই চারে ও নেমে যেত।’
ডানহাতি-বাঁহাতি ভাবনা থেকে এমন সিদ্ধান্ত সঠিক বলছেন মোহাম্মদ আশরাফুল। তিনে ব্যাটিং করে ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান তাঁর। তবে শুধু ডানহাতি-বাঁহাতি নয়, সাকিবকে মিডল অর্ডারে পাঠানোর পেছনে নিয়মিত অনুশীলন করতে না পারাটা সামনে আনছেন আশরাফুল, ‘এখন তো ও (সাকিব) দেশে থাকে না। যখনই বিরতি থাকে, দেশের বাইরে চলে যায়। দেশে থাকলে প্রস্তুতিটা নিতে পারত। এখন ওভাবে করতে পারছে না। খেলার দুদিন আগে এসে খেলতে নামছে। নতুন বলে খেলতে হলে অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। তিন নম্বরে খেলতে হলে যে অনুশীলনের দরকার হয়, ও সেটা করতে পারছে না। এই কারণে হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে চিন্তা করছে, নতুন বলে না দিয়ে বল একটু পুরোনো হলে খেলুক।’
তবে এক ম্যাচেই সাকিবের তিন নম্বর ব্যাটিং পজিশনের শেষ দেখতে চান না আশরাফুল। তিনি বলেন, ‘একটা ম্যাচ দিয়ে তো আসলে বিবেচনা করা যায় না। আরও অন্তত দুই-তিন ম্যাচ গেলে ওকে নিয়ে দলের পরিকল্পনা বোঝা যাবে।’ আশরাফুলের মতো একই মত নাজমুল আবেদীন ফাহিমেরও। বিকেএসপির এই ক্রিকেট উপদেষ্টা সাকিবের মিডল অর্ডারে খেলা নিয়ে বলেছেন, ‘আরও খেলুক, তারপর পরিকল্পনা বোঝা যাবে। তবে এটা ঠিক, দলের ভালোর পরিকল্পনা থেকেই ওকে হয়তো একটু নিচে নামানো হয়েছে।’
সাকিব এখন থেকে নিয়মিতই পাঁচে বা মিডল অর্ডারে খেলবেন, নাকি গত ম্যাচের মতো পরিস্থিতির ওপর নির্ভর করছে? এ প্রশ্নে পাপন বলেছেন, ‘আমি নিজে ওকে জিজ্ঞেস করেছি তিনে ব্যাটিং করতে চাও কি না। সে বলেছে দলের জন্য যেখোনে দরকার সেখানে করতে রাজি, এটা পরিষ্কার বার্তা।’
প্রথম ওয়ানডের আগে অনুশীলনেই আভাসটা পাওয়া গিয়েছিল। ম্যাচের দুদিন আগে হওয়া সেই অনুশীলনে সম্ভাব্য যে টপ অর্ডার ব্যাটিং অনুশীলন করেছে, সেখানে ছিলেন না সাকিব আল হাসান। তিনি ব্যাটিং অনুশীলন করেছেন টপ অর্ডারের পালা শেষে।
ইংল্যান্ডের বিপক্ষে পরশু প্রথম ওয়ানডেতেও সেই অনুশীলনেরই পুনরাবৃত্তি। সাকিব ব্যাটিং করেছেন মিডল অর্ডারে। ব্যাটিং অর্ডারের মাঝে নামা সাকিবের কাছে অবশ্য নতুন নয়। বরং ক্যারিয়ারের বেশির ভাগ সময় এই বাঁহাতি ব্যাটার মিডল অর্ডারেই ব্যাটিং করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচে খেলেছেন সাকিব, এই জায়গায় ১২৬ ইনিংসে সবচেয়ে বেশি ৩৮৬০ রান করেছেন। গড় ৩৫.০৯, ৯ ওয়ানডে সেঞ্চুরির পাঁচটিই এই পজিশনে।
তবে ২০১৮ থেকে একপ্রকার নিজের আগ্রহেই তিনে ব্যাটিং করছেন সাকিব। টপ অর্ডারে ব্যাটিং নিয়ে ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে দুর্দান্ত এক সেঞ্চুরি করে তিনি বলেছিলেন, ‘(দলের) সবাইকে আমাদের বোঝাতে হয়েছিল। যদি রান না করতাম, তবে তারা ভাবত পাঁচেই আমার নামা উচিত। পাঁচে নামতেও আমাকে অনেক মানুষকে বোঝাতে হয়েছে। হ্যাঁ, এখন যেখানে নামছি কাজে দিচ্ছে।’
‘প্রিয়’ তিন নম্বর পজিশনে সাকিব এখনো পর্যন্ত ৩৬ ইনিংসে ৪৯.৬৪ গড়ে রান করেছেন ১৫৩৯। বোঝাই যাচ্ছে, তিনে কতটা সফল সাকিব। এই পজিশনে তাঁর চেয়ে বেশি রান নেই বাংলাদেশের আর কারও। ২০১৯ বিশ্বকাপে সাকিবের অবিশ্বাস্য ব্যাটিংও এ তিনে খেলেই।
বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের প্রথম পর্ব শেষ হওয়ার পর তিনে ব্যাটিং শুরু করেছিলেন সাকিব। দ্বিতীয় পর্বে হাথুরু ফেরার পর প্রথম ম্যাচেই আবার মিডল অর্ডারে ফিরে গেলেন সাকিব। প্রথম ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে নাজমুল হোসেন শান্ত অবশ্য এটাকে দলের কৌশল হিসেবেই বলেছেন। সাকিব কেন পাঁচে নেমেছেন এই প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন, ‘ডানহাতি-বাঁহাতি সমন্বয়ের কারণেই সাকিব ভাই পাঁচে নেমেছেন।’ গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও একই কথা বলেছেন সাংবাদিকদের, ‘তখন শান্ত যদি
আউট হতো তাহলে অবশ্যই চারে ও নেমে যেত।’
ডানহাতি-বাঁহাতি ভাবনা থেকে এমন সিদ্ধান্ত সঠিক বলছেন মোহাম্মদ আশরাফুল। তিনে ব্যাটিং করে ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রান তাঁর। তবে শুধু ডানহাতি-বাঁহাতি নয়, সাকিবকে মিডল অর্ডারে পাঠানোর পেছনে নিয়মিত অনুশীলন করতে না পারাটা সামনে আনছেন আশরাফুল, ‘এখন তো ও (সাকিব) দেশে থাকে না। যখনই বিরতি থাকে, দেশের বাইরে চলে যায়। দেশে থাকলে প্রস্তুতিটা নিতে পারত। এখন ওভাবে করতে পারছে না। খেলার দুদিন আগে এসে খেলতে নামছে। নতুন বলে খেলতে হলে অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। তিন নম্বরে খেলতে হলে যে অনুশীলনের দরকার হয়, ও সেটা করতে পারছে না। এই কারণে হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে চিন্তা করছে, নতুন বলে না দিয়ে বল একটু পুরোনো হলে খেলুক।’
তবে এক ম্যাচেই সাকিবের তিন নম্বর ব্যাটিং পজিশনের শেষ দেখতে চান না আশরাফুল। তিনি বলেন, ‘একটা ম্যাচ দিয়ে তো আসলে বিবেচনা করা যায় না। আরও অন্তত দুই-তিন ম্যাচ গেলে ওকে নিয়ে দলের পরিকল্পনা বোঝা যাবে।’ আশরাফুলের মতো একই মত নাজমুল আবেদীন ফাহিমেরও। বিকেএসপির এই ক্রিকেট উপদেষ্টা সাকিবের মিডল অর্ডারে খেলা নিয়ে বলেছেন, ‘আরও খেলুক, তারপর পরিকল্পনা বোঝা যাবে। তবে এটা ঠিক, দলের ভালোর পরিকল্পনা থেকেই ওকে হয়তো একটু নিচে নামানো হয়েছে।’
সাকিব এখন থেকে নিয়মিতই পাঁচে বা মিডল অর্ডারে খেলবেন, নাকি গত ম্যাচের মতো পরিস্থিতির ওপর নির্ভর করছে? এ প্রশ্নে পাপন বলেছেন, ‘আমি নিজে ওকে জিজ্ঞেস করেছি তিনে ব্যাটিং করতে চাও কি না। সে বলেছে দলের জন্য যেখোনে দরকার সেখানে করতে রাজি, এটা পরিষ্কার বার্তা।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে