দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ, উত্তাল নদ-নদীতে জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধি আর তীব্র স্রোতের কারণে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শাহাবুদ্দীন মাস্টারের বাড়ির উত্তর পাশে, ৪ নম্বর ওয়ার্ডে সেনবাড়ির পশ্চিম পাশে, মজুমদারবাড়ির লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের ফসলি জমি এবং মাছের ঘের। বাঁধ ভেঙে যাওয়ায় এবং বিকল্প পথ না থাকায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
জানা গেছে, উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ও আঙ্গারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের একই অবস্থা। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আলগী, নলদোয়ানি, হাজিরহাট, লেবুখালী, মৌকরণ, কার্তিকপাশা, পাড়-কার্তিক পাশা, আঙ্গারিয়া, বাহেরচর, শ্রীরামপুর, রাজাখালী, সন্তোষদীসহ অন্তত ১০-১২টি গ্রাম।
লেবুখালী গ্রামের মৎস্যচাষি মো. আমির হোসেন বলেন, ‘নিজের পুকুর না থাকায় খাস খাল ইজারা নিয়ে মাছ চাষ করি। মৌকরণ খাস খালের বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাওয়ায় আমার সব মাছ বের হয়ে গেছে। এখন কীভাবে ইজারার টাকা জমা দেব?’ রাজাখালী গ্রামের সৈয়দ শাহাবউদ্দীন বলেন, এ বছর সার ও ট্রাক্টর খরচ আগের থেকে অনেক বেড়েছে। এরপর সময়মতো বৃষ্টি না হওয়ায় আমন ধান রোপণে বিলম্ব হয়েছে। এখন আবার এ দুর্যোগ। বেড়িবাঁধ মেরামত করা না হলে ভবিষ্যতে ফসলের মারাত্মক ক্ষতি হবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে মাছচাষিরা আবেদন করলে কোনো অনুদান এলে তাঁদের দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত তাঁরা ভাঙা বাঁধগুলো মেরামত করবেন। এটা তো প্রাকৃতিক দুর্যোগ। ক্ষতি পুষিয়ে নিতে মৎস্যচাষিদের সহায়তা করা হবে বলে জানান তিনি।
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণ, উত্তাল নদ-নদীতে জোয়ারে অস্বাভাবিক পানি বৃদ্ধি আর তীব্র স্রোতের কারণে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি গ্রাম। দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শাহাবুদ্দীন মাস্টারের বাড়ির উত্তর পাশে, ৪ নম্বর ওয়ার্ডে সেনবাড়ির পশ্চিম পাশে, মজুমদারবাড়ির লঞ্চঘাট এলাকাসহ বিভিন্ন জায়গায় বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের ফসলি জমি এবং মাছের ঘের। বাঁধ ভেঙে যাওয়ায় এবং বিকল্প পথ না থাকায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
জানা গেছে, উপজেলার লেবুখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ও আঙ্গারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের একই অবস্থা। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আলগী, নলদোয়ানি, হাজিরহাট, লেবুখালী, মৌকরণ, কার্তিকপাশা, পাড়-কার্তিক পাশা, আঙ্গারিয়া, বাহেরচর, শ্রীরামপুর, রাজাখালী, সন্তোষদীসহ অন্তত ১০-১২টি গ্রাম।
লেবুখালী গ্রামের মৎস্যচাষি মো. আমির হোসেন বলেন, ‘নিজের পুকুর না থাকায় খাস খাল ইজারা নিয়ে মাছ চাষ করি। মৌকরণ খাস খালের বাঁধ ভেঙে পানিতে তলিয়ে যাওয়ায় আমার সব মাছ বের হয়ে গেছে। এখন কীভাবে ইজারার টাকা জমা দেব?’ রাজাখালী গ্রামের সৈয়দ শাহাবউদ্দীন বলেন, এ বছর সার ও ট্রাক্টর খরচ আগের থেকে অনেক বেড়েছে। এরপর সময়মতো বৃষ্টি না হওয়ায় আমন ধান রোপণে বিলম্ব হয়েছে। এখন আবার এ দুর্যোগ। বেড়িবাঁধ মেরামত করা না হলে ভবিষ্যতে ফসলের মারাত্মক ক্ষতি হবে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে মাছচাষিরা আবেদন করলে কোনো অনুদান এলে তাঁদের দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। দ্রুত তাঁরা ভাঙা বাঁধগুলো মেরামত করবেন। এটা তো প্রাকৃতিক দুর্যোগ। ক্ষতি পুষিয়ে নিতে মৎস্যচাষিদের সহায়তা করা হবে বলে জানান তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে