কুড়িগ্রাম ও চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রামে জমে উঠেছে ঈদের বাজার। শহরের বিভিন্ন শপিংমল ও কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষ। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা বেশি দাম রাখছেন। তবে ফুটপাতে সাধ্যের মধ্যে পোশাক কিনতে পারছেন নিম্ন আয়ের মানুষ।
ব্যবসায়ীরা জানান, করোনাভাইরাসের কারণে দুই বছর ঈদবাজারে বেচাকেনা তেমন না হওয়ার লোকসান এ বছর পুষিয়ে নিচ্ছেন। কুড়িগ্রাম শহর ও চিলমারী উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতাদের পদচারণে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। দিনের থেকে রাতেই ক্রেতা বেশি দেখা যায় বিপণিবিতানগুলোতে।
অনেক স্থানে মার্কেটের ভেতরের দোকানগুলোর থেকে রাস্তার পাশের বিপণিবিতানগুলোতে ক্রেতার ভিড় বেশি। সড়কের পাশে অস্থায়ী খোলা দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। নিজেদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনছেন।
শুধু পোশাকই নয়। নতুন জুতা, গয়না, প্রসাধনসামগ্রীতে বেচাকেনা বেড়েছে। মেয়েদের প্রসাধনী ও রূপচর্চার সামগ্রী বেশি বিক্রি হচ্ছে। জেলা শহরের কালিবাড়ী মার্কেটের রাস্তার পাশের দোকান থেকে নিজের সন্তানের পোশাক কিনছেন রিকশাচালক খোকন মিয়া। তিনি বলেন, ‘আমার ছোট মেয়ের জন্য জামা কিনতেছি। মার্কেটের দোকানে অনেক দাম। এখানে কম দামে কিনতে পারছি।’
জেলা সদরের হলোখানা চরের বাসিন্দা শিউলি বেগম বলেন, ‘আমার ছেলের বয়স ১২ বছর। মার্কেটের ভেতরে একটা প্যান্ট দেখলাম ৯০০ টাকা দাম চাইছে। খোলা এই দোকানে ৪০০ টাকায় কিনতে পারছি।’ কুড়িগ্রাম সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী মুকুল রহমান বলেন, ‘কয়েক দিন ধরে বেচাকেনা একটু বাড়ছে। আশা করছি করোনার ক্ষতি এ বছর উঠে আসবে।’
কুড়িগ্রামের ফুটপাতের দোকানগুলোতে মেয়েদের ঈদের পোশাক ৫০০ থেকে শুরু করে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছেলেদের টি-শার্ট ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাচ্চাদের পোশাক সর্বোচ্চ ৫৫০ আর সর্বনিম্ন ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কম মূল্যে বিক্রি হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের থ্রি-পিস, শাড়ি ইত্যাদি।
চিলমারী উপজেলার থানাহাট বাজারসহ ছয়টি ইউনিয়নের হাটবাজারে ক্রেতা-বিক্রেতারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। করোনাভাইরাসের কারণে দুই বছর পর এবার ঈদের কেনাকাটায় প্রাণ ফিরে পেয়েছে। তবে কাপড়ের দাম বেশি হওয়ায় ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। রমনা মডেল ইউনিয়নের আমিনুল ইসলাম ক্রেতা বলেন, ‘আমাদের চাহিদামতো সব ধরনের পোশাক আছে। কিন্তু দাম বেশি মনে হচ্ছে। দুই মেয়ের নতুন জামাকাপড় কিনলাম। যদি কাপড়ের দাম কম হতো, তাহলে মানুষ স্বস্তি পেত।’
চিলমারীর থানাহাট বাজারের জিসান ফ্যাশন কর্নারের মালিক মো. জায়েদ ইসলাম (নয়ন) বলেন, ‘আমার দোকানে পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের পোশাক রয়েছে। আশা করছি আজ-কালের মধ্যে বিক্রি বেশি হবে।’
থানাহাট বাজারের মিতু টেইলার্সের ফাইদুল ইসলাম জানান, দিনরাত কাজ করছি, অবসর নাই। পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট, মেয়েদের বিভিন্ন ডিজাইনের জামা-পাজামা তৈরি করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় নারী, পুরুষ মিলে সবাই গভীর রাত পর্যন্ত স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘ব্যাংক-বিমা, ব্যবসা-প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য পুলিশের ছয়টি দল কাজ করছে। পাশাপাশি চেকপোস্ট ও টহলরত পুলিশের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।’
কুড়িগ্রামে জমে উঠেছে ঈদের বাজার। শহরের বিভিন্ন শপিংমল ও কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষ। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা বেশি দাম রাখছেন। তবে ফুটপাতে সাধ্যের মধ্যে পোশাক কিনতে পারছেন নিম্ন আয়ের মানুষ।
ব্যবসায়ীরা জানান, করোনাভাইরাসের কারণে দুই বছর ঈদবাজারে বেচাকেনা তেমন না হওয়ার লোকসান এ বছর পুষিয়ে নিচ্ছেন। কুড়িগ্রাম শহর ও চিলমারী উপজেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতাদের পদচারণে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। দিনের থেকে রাতেই ক্রেতা বেশি দেখা যায় বিপণিবিতানগুলোতে।
অনেক স্থানে মার্কেটের ভেতরের দোকানগুলোর থেকে রাস্তার পাশের বিপণিবিতানগুলোতে ক্রেতার ভিড় বেশি। সড়কের পাশে অস্থায়ী খোলা দোকানে ভিড় করছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। নিজেদের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবারের সদস্যদের জন্য পোশাক কিনছেন।
শুধু পোশাকই নয়। নতুন জুতা, গয়না, প্রসাধনসামগ্রীতে বেচাকেনা বেড়েছে। মেয়েদের প্রসাধনী ও রূপচর্চার সামগ্রী বেশি বিক্রি হচ্ছে। জেলা শহরের কালিবাড়ী মার্কেটের রাস্তার পাশের দোকান থেকে নিজের সন্তানের পোশাক কিনছেন রিকশাচালক খোকন মিয়া। তিনি বলেন, ‘আমার ছোট মেয়ের জন্য জামা কিনতেছি। মার্কেটের দোকানে অনেক দাম। এখানে কম দামে কিনতে পারছি।’
জেলা সদরের হলোখানা চরের বাসিন্দা শিউলি বেগম বলেন, ‘আমার ছেলের বয়স ১২ বছর। মার্কেটের ভেতরে একটা প্যান্ট দেখলাম ৯০০ টাকা দাম চাইছে। খোলা এই দোকানে ৪০০ টাকায় কিনতে পারছি।’ কুড়িগ্রাম সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী মুকুল রহমান বলেন, ‘কয়েক দিন ধরে বেচাকেনা একটু বাড়ছে। আশা করছি করোনার ক্ষতি এ বছর উঠে আসবে।’
কুড়িগ্রামের ফুটপাতের দোকানগুলোতে মেয়েদের ঈদের পোশাক ৫০০ থেকে শুরু করে ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছেলেদের টি-শার্ট ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বাচ্চাদের পোশাক সর্বোচ্চ ৫৫০ আর সর্বনিম্ন ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কম মূল্যে বিক্রি হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের থ্রি-পিস, শাড়ি ইত্যাদি।
চিলমারী উপজেলার থানাহাট বাজারসহ ছয়টি ইউনিয়নের হাটবাজারে ক্রেতা-বিক্রেতারা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। করোনাভাইরাসের কারণে দুই বছর পর এবার ঈদের কেনাকাটায় প্রাণ ফিরে পেয়েছে। তবে কাপড়ের দাম বেশি হওয়ায় ক্রেতাদের হিমশিম খেতে হচ্ছে। রমনা মডেল ইউনিয়নের আমিনুল ইসলাম ক্রেতা বলেন, ‘আমাদের চাহিদামতো সব ধরনের পোশাক আছে। কিন্তু দাম বেশি মনে হচ্ছে। দুই মেয়ের নতুন জামাকাপড় কিনলাম। যদি কাপড়ের দাম কম হতো, তাহলে মানুষ স্বস্তি পেত।’
চিলমারীর থানাহাট বাজারের জিসান ফ্যাশন কর্নারের মালিক মো. জায়েদ ইসলাম (নয়ন) বলেন, ‘আমার দোকানে পাঞ্জাবি ও ছোট বাচ্চাদের পোশাক রয়েছে। আশা করছি আজ-কালের মধ্যে বিক্রি বেশি হবে।’
থানাহাট বাজারের মিতু টেইলার্সের ফাইদুল ইসলাম জানান, দিনরাত কাজ করছি, অবসর নাই। পাঞ্জাবি, পাজামা, শার্ট, প্যান্ট, মেয়েদের বিভিন্ন ডিজাইনের জামা-পাজামা তৈরি করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় নারী, পুরুষ মিলে সবাই গভীর রাত পর্যন্ত স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন। কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘ব্যাংক-বিমা, ব্যবসা-প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য পুলিশের ছয়টি দল কাজ করছে। পাশাপাশি চেকপোস্ট ও টহলরত পুলিশের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে