নিজস্ব প্রতিবেদক, সিলেট
আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট-পর্ব। গত বছর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, ছিল দেখার মতো উচ্ছ্বাস। এবারও সিলেটে থাকবে উন্মাদনা, থাকবে উচ্ছ্বাস। প্রতিবারের মতো এবারও শুরুতেই টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে।
গত বুধ ও বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে বিক্রিকালে এমন অভিযোগ করেন টিকিট কিনতে আসা দর্শকেরা। সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামে সকাল থেকে টিকিট বিক্রির বুথে ভিড় করেন শুক্রবার ম্যাচের টিকিট কিনতে আসা দর্শকেরা। সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরুর আধঘণ্টার মধ্যে ২০০ টাকা দামের টিকিট শেষ হয়েছে বলে কাউন্টার থেকে জানানো হলে ক্ষোভ ঝাড়তে থাকেন লাইনে দাঁড়ানো থাকা ক্রিকেট দর্শকেরা।
টিকিট কিনতে আসা সাধারণ দর্শকেরা জানান, ভিক্ষুক ও পঞ্চাশোর্ধ্ব নারীদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে টিকিট হাতিয়ে নিচ্ছেন কালোবাজারিরা। এ সময় মহিলাদের লাইনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে কথা বললে তারা কিসের ম্যাচ বা কোথায় খেলা হবে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কালোবাজারির মূল হোতারা। ৪০০ টাকা দামের টিকিট বিক্রি শুরু হলে সেটা দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। তখন অনেকেই বিক্ষুব্ধভাবে স্লোগান দিতে থাকেন। ক্রেতাদের অভিযোগ, টিকিট বুথের দায়িত্বে যাঁরা আছেন, তারাও কালোবাজারে জড়িত। টিকিট কিনতে আসা দক্ষিণ সুরমার আবুল ফয়েজ বলেন, ‘আমরা সকালে এসেছি টিকিট কিনতে। তবে আধা ঘণ্টা পর কাউন্টার থেকে জানানো হয়েছে ২০০ টাকার টিকিট নেই। এত টিকিট গেল কোথায়?’
টিকিট বিক্রির অনিয়মের বিষয়ে জানতে চাইলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট বিক্রি করছে থার্ড পার্টি (তৃতীয় পক্ষ)। এখানে কীভাবে বিক্রি করছে তারা আমরা জানি না। বিসিবির ঢাকার লোকজন ভালো বলতে পারবে।’
আজ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট-পর্ব। গত বছর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়, ছিল দেখার মতো উচ্ছ্বাস। এবারও সিলেটে থাকবে উন্মাদনা, থাকবে উচ্ছ্বাস। প্রতিবারের মতো এবারও শুরুতেই টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে।
গত বুধ ও বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে বিক্রিকালে এমন অভিযোগ করেন টিকিট কিনতে আসা দর্শকেরা। সরেজমিনে দেখা যায়, সিলেট নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামে সকাল থেকে টিকিট বিক্রির বুথে ভিড় করেন শুক্রবার ম্যাচের টিকিট কিনতে আসা দর্শকেরা। সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরুর আধঘণ্টার মধ্যে ২০০ টাকা দামের টিকিট শেষ হয়েছে বলে কাউন্টার থেকে জানানো হলে ক্ষোভ ঝাড়তে থাকেন লাইনে দাঁড়ানো থাকা ক্রিকেট দর্শকেরা।
টিকিট কিনতে আসা সাধারণ দর্শকেরা জানান, ভিক্ষুক ও পঞ্চাশোর্ধ্ব নারীদের বিকল্প লাইনে দাঁড় করিয়ে টিকিট হাতিয়ে নিচ্ছেন কালোবাজারিরা। এ সময় মহিলাদের লাইনে দাঁড়ানো কয়েকজনের সঙ্গে কথা বললে তারা কিসের ম্যাচ বা কোথায় খেলা হবে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন কালোবাজারির মূল হোতারা। ৪০০ টাকা দামের টিকিট বিক্রি শুরু হলে সেটা দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যায়। তখন অনেকেই বিক্ষুব্ধভাবে স্লোগান দিতে থাকেন। ক্রেতাদের অভিযোগ, টিকিট বুথের দায়িত্বে যাঁরা আছেন, তারাও কালোবাজারে জড়িত। টিকিট কিনতে আসা দক্ষিণ সুরমার আবুল ফয়েজ বলেন, ‘আমরা সকালে এসেছি টিকিট কিনতে। তবে আধা ঘণ্টা পর কাউন্টার থেকে জানানো হয়েছে ২০০ টাকার টিকিট নেই। এত টিকিট গেল কোথায়?’
টিকিট বিক্রির অনিয়মের বিষয়ে জানতে চাইলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট বিক্রি করছে থার্ড পার্টি (তৃতীয় পক্ষ)। এখানে কীভাবে বিক্রি করছে তারা আমরা জানি না। বিসিবির ঢাকার লোকজন ভালো বলতে পারবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে