সবুর শুভ, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে নগরে চার আসন। নগরের তিনটিতেই কঠিন চ্যালেঞ্জে আওয়ামী লীগ প্রার্থী ও তাঁদের জোটসঙ্গীরা। স্বতন্ত্র প্রার্থীদের কারণে কোণঠাসা নৌকা প্রতীকের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরাও অবশ্য আওয়ামী লীগের নেতা। তবে একটি আসনে অনেকটা নির্ভার নৌকার প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা ও জনসংযোগে মানুষের অংশগ্রহণের মাত্রা এবং তাঁদের সঙ্গে কথা বলে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে এ চিত্র উঠে এসেছে।
নগরের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী) আসন জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেওয়া হয়েছে। এখানে জাপার প্রার্থী সোলায়মান আলম শেঠ। কিন্তু এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সিডিএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালাম এবং আওয়ামী লীগের নেতা সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী দাপটের সঙ্গে মাঠে রয়েছেন। জাপার প্রার্থীকে প্রচারেও শক্ত অবস্থান জানান দিতে দেখা যায়নি। কারণ, কেন্দ্রীয়ভাবে জাপাকে আসনটি ছেড়ে দিলেও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবদুচ ছালাম ও বিজয় কুমার চৌধুরীর পক্ষে কাজ করছেন।
স্থানীয় ভোটার খোরশেদ আলম বলেন, এই আসনে আবদুচ ছালামের গণভিত্তি আছে। এ ক্ষেত্রে বাকিরা অনেক পিছিয়ে।
তবে জাপার প্রার্থী সোলায়মান আলম শেঠ বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমি মাঠে আছি। মানুষ ভোটের দিন আমাকেই বেছে নেবেন।’
চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং, খুলশী) আসনে নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, আওয়ামী লীগ প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু এবং আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ভোটের উত্তাপ বাড়িয়েছেন।
এখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের সঙ্গে প্রচারে অংশ নিচ্ছেন। তা ছাড়া ফরিদ মাহমুদ ও মহিউদ্দিন বাচ্চুর ভোট কাটাকাটিতে মনজুর আলম ভালো অবস্থানে থাকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বলেন, ‘এলাকায় আমার সব উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের সেবায় গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিনিয়ত মানুষ উপকৃত হচ্ছেন। আমি নির্বাচিত হলে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে ইনশাল্লাহ।’
এদিকে চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন এবং আওয়ামী লীগের প্রার্থী এম আবদুল লতিফের মধ্যে লড়াই জমবে বলে ধারণা ভোটারদের। এখানে নগর আওয়ামী লীগের অধিকাংশ নেতা সুমনের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে ভোটের মাঠে ধাক্কা খাচ্ছেন এম এ লতিফ।
তবে মোহাম্মদ আলমগীর নামের এক ভোটারের ধারণা, এলাকায় এম এ লতিফ ব্যক্তিগত উদ্যোগে অনেক কাজ করেছেন; যা অনেক ভোটার মনে রেখেছেন।
অন্যদিকে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে নগরের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে, নৌর প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সামনে ভোটের মাঠে তেমন প্রতিদ্বন্দ্বী কেউ নেই। জাপার প্রার্থী সানজীদ রশিদ চৌধুরী ভোটের মাঠে থাকলেও তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন বলে মনে করছেন না ভোটাররা। এই অবস্থায় নৌকা প্রতীকের প্রার্থী নির্ভার রয়েছেন। তবুও প্রতিদিনই প্রচার, প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন, মাঠে ঘাম ঝরাচ্ছেন।
এ বিষয়ে জাপার প্রার্থী সানজীদ রশিদ চৌধুরী বলেন, ‘ভোটের মাঠে আছি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে। প্রচারণা চালাচ্ছি। আশা করছি, ভোটাররা এই আসনে লাঙ্গলই বেছে নেবেন।’
চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে নগরে চার আসন। নগরের তিনটিতেই কঠিন চ্যালেঞ্জে আওয়ামী লীগ প্রার্থী ও তাঁদের জোটসঙ্গীরা। স্বতন্ত্র প্রার্থীদের কারণে কোণঠাসা নৌকা প্রতীকের প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরাও অবশ্য আওয়ামী লীগের নেতা। তবে একটি আসনে অনেকটা নির্ভার নৌকার প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা ও জনসংযোগে মানুষের অংশগ্রহণের মাত্রা এবং তাঁদের সঙ্গে কথা বলে স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে এ চিত্র উঠে এসেছে।
নগরের গুরুত্বপূর্ণ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী) আসন জাতীয় পার্টিকে (জাপা) ছেড়ে দেওয়া হয়েছে। এখানে জাপার প্রার্থী সোলায়মান আলম শেঠ। কিন্তু এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সিডিএ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুচ ছালাম এবং আওয়ামী লীগের নেতা সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী দাপটের সঙ্গে মাঠে রয়েছেন। জাপার প্রার্থীকে প্রচারেও শক্ত অবস্থান জানান দিতে দেখা যায়নি। কারণ, কেন্দ্রীয়ভাবে জাপাকে আসনটি ছেড়ে দিলেও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবদুচ ছালাম ও বিজয় কুমার চৌধুরীর পক্ষে কাজ করছেন।
স্থানীয় ভোটার খোরশেদ আলম বলেন, এই আসনে আবদুচ ছালামের গণভিত্তি আছে। এ ক্ষেত্রে বাকিরা অনেক পিছিয়ে।
তবে জাপার প্রার্থী সোলায়মান আলম শেঠ বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমি মাঠে আছি। মানুষ ভোটের দিন আমাকেই বেছে নেবেন।’
চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং, খুলশী) আসনে নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ, আওয়ামী লীগ প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু এবং আরেক স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ভোটের উত্তাপ বাড়িয়েছেন।
এখানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বেশির ভাগ স্বতন্ত্র প্রার্থী মনজুর আলমের সঙ্গে প্রচারে অংশ নিচ্ছেন। তা ছাড়া ফরিদ মাহমুদ ও মহিউদ্দিন বাচ্চুর ভোট কাটাকাটিতে মনজুর আলম ভালো অবস্থানে থাকতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম বলেন, ‘এলাকায় আমার সব উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের সেবায় গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো থেকে প্রতিনিয়ত মানুষ উপকৃত হচ্ছেন। আমি নির্বাচিত হলে উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে ইনশাল্লাহ।’
এদিকে চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন এবং আওয়ামী লীগের প্রার্থী এম আবদুল লতিফের মধ্যে লড়াই জমবে বলে ধারণা ভোটারদের। এখানে নগর আওয়ামী লীগের অধিকাংশ নেতা সুমনের পক্ষে অবস্থান নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এতে ভোটের মাঠে ধাক্কা খাচ্ছেন এম এ লতিফ।
তবে মোহাম্মদ আলমগীর নামের এক ভোটারের ধারণা, এলাকায় এম এ লতিফ ব্যক্তিগত উদ্যোগে অনেক কাজ করেছেন; যা অনেক ভোটার মনে রেখেছেন।
অন্যদিকে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে নগরের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে, নৌর প্রার্থী শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সামনে ভোটের মাঠে তেমন প্রতিদ্বন্দ্বী কেউ নেই। জাপার প্রার্থী সানজীদ রশিদ চৌধুরী ভোটের মাঠে থাকলেও তেমন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন বলে মনে করছেন না ভোটাররা। এই অবস্থায় নৌকা প্রতীকের প্রার্থী নির্ভার রয়েছেন। তবুও প্রতিদিনই প্রচার, প্রচারণা ও গণসংযোগ করে যাচ্ছেন, মাঠে ঘাম ঝরাচ্ছেন।
এ বিষয়ে জাপার প্রার্থী সানজীদ রশিদ চৌধুরী বলেন, ‘ভোটের মাঠে আছি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে। প্রচারণা চালাচ্ছি। আশা করছি, ভোটাররা এই আসনে লাঙ্গলই বেছে নেবেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে