সাখাওয়াত ফাহাদ, ঢাকা
প্রায় সাড়ে চার বছর সমীক্ষা করে দেশের ৪৮টি নদীর দখলদারদের নামের তালিকা করে জাতীয় নদী রক্ষা কমিশন। এ সমীক্ষায় নদীর তীরবর্তী এলাকা দখল করে রাখা ৩৭ হাজার ৩৯৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়। কিন্তু যথাযথভাবে সমীক্ষা হয়নি দাবি করে দখলদারদের নাম প্রকাশ করতে চাইছে না নদী রক্ষা কমিশন। ফলে গচ্চা যাচ্ছে প্রকল্পটির জন্য ব্যয় করা ৩৩ কোটি টাকা।
কমিশন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জুনে ‘নদীদূষণ ও অবৈধ দখলদারি থেকে ৪৮ নদী রক্ষা’ নামের এ সমীক্ষার কাজ শুরু করে জাতীয় নদী রক্ষা কমিশন। গত ৩১ ডিসেম্বরে সমীক্ষার প্রতিবেদন কমিশনে জমা দেন প্রকল্পসংশ্লিষ্টরা। তবে প্রতিবেদনে দখলদারদের নাম প্রকাশকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছেন কমিশন ও প্রকল্পের কর্তাব্যক্তিরা।
আদালতের রায় এবং যথাযথ আইন অনুযায়ী সমীক্ষা হয়নি দাবি করে নদী দখলদারদের তালিকা প্রকাশ করতে চাইছে না কমিশন। অন্যদিকে তালিকায় অনেক প্রভাবশালীদের নাম থাকায় কমিশন তা প্রকাশ করতে চাইছে না বলে দাবি প্রকল্পসংশ্লিষ্টদের।
সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বরিশাল ও ঝালকাঠি এলাকার কীর্তনখোলা নদীতে সবচেয়ে বেশি ৪ হাজার ৭০৭টি অবৈধ স্থাপনা পাওয়া গেছে। এ ছাড়া বুড়িগঙ্গা নদীতে ৮৯৪টি, ধলেশ্বরীতে ৮৮৬, তুরাগ নদে ৬৬১, শীতলক্ষ্যায় ৪৬৮, করতোয়ায় ৮০৭, কক্সবাজারের বাঁকখালীতে ২১৮, গোমতীতে ২ হাজার ১২০, কর্ণফুলীতে ২ হাজার ৪৯৩ ও সাঙ্গু নদীতে ৩৩৩টি স্থাপনা পাওয়া গেছে। বাকি নদীগুলোর তীরবর্তী এলাকাতেই প্রায় শতাধিক অবৈধ স্থাপনা পাওয়া গেছে।
সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদন জমার আগে গত বছরের ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় নদীর দখলদার এবং ১০ মিটারের মধ্যে নির্মিত স্থাপনার নাম চূড়ান্ত প্রতিবেদনে প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় নদী রক্ষা কমিশন। এ সভায় কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী, সদস্য মালিক ফিদা আবদুল্লাহ খান ও নির্বাহী পরিচালক মনজুরুল কাদের তালিকা না প্রকাশের পক্ষে মত দেন। তাঁদের যুক্তি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সমীক্ষা করায় এটি প্রকাশ করলে আইনি ও প্রশাসনিক সমস্যা হতে পারে।
সমীক্ষার দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ইকরামুল হক বলেন, ‘প্রকল্পের শুরু থেকেই টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী কাজ হয়েছে। উনি (কমিশনের চেয়ারম্যান) হয়তো মনে করছেন, তালিকায় অনেকে আছে, যাদের নাম প্রকাশ করলে ওনার অসুবিধা হবে। তালিকায় অবৈধ স্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নাম তুলে ধরা হয়েছে। যেখানে কাউকে পাওয়া যায়নি, সেখানে স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে। এসব নাম সংগ্রহ করাও কঠিন। যাদের নাম আছে, তারা সবাই প্রভাবশালী।’
কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, প্রতিবেদনে কিছু ভুলভ্রান্তি আছে। সেগুলো সংশোধন করে স্থাপনার নামসহ প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রকল্পের লোকেরা সুবিধার জন্য পানি আইনের ভিত্তিতে কাজ করেছে। এটা হাইকোর্টের রায় অনুযায়ী সিএস খতিয়ান ধরে কাজ করার কথা ছিল।
কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার দায়িত্বে থাকাকালীন এ প্রকল্প শুরু হয়। কমিশনের বর্তমান চেয়ারম্যান আইনের অপব্যাখ্যা দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সমীক্ষায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সিএস, আরএস খতিয়ানসহ পানি আইন, বন্দর আইন ও ভূমি আইনের সহায়তা নেওয়া হয়েছে। এমনকি জিপিএসের ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণের জন্য মহাকাশবিষয়ক গবেষণা সংস্থা স্পারসোর সহযোগিতা নিয়েছে প্রকল্পের কর্মীরা।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদীর দখলদার মানে নদীর পাড়, প্রবাহ, ফোরশোরের ওপর দখলদার। যতটুকু জেনেছি, সমীক্ষাটি নদীর পাড় ও ফোরশোর দখলদারদের ওপরে করা হয়েছে। প্রকল্পের শেষে এসে কমিশন বলছে, এটা ঠিকভাবে করা হয়নি। জনগণের টাকা তো এভাবে হেসেখেলে নষ্ট করার বিষয় না।’
প্রায় সাড়ে চার বছর সমীক্ষা করে দেশের ৪৮টি নদীর দখলদারদের নামের তালিকা করে জাতীয় নদী রক্ষা কমিশন। এ সমীক্ষায় নদীর তীরবর্তী এলাকা দখল করে রাখা ৩৭ হাজার ৩৯৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়। কিন্তু যথাযথভাবে সমীক্ষা হয়নি দাবি করে দখলদারদের নাম প্রকাশ করতে চাইছে না নদী রক্ষা কমিশন। ফলে গচ্চা যাচ্ছে প্রকল্পটির জন্য ব্যয় করা ৩৩ কোটি টাকা।
কমিশন সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জুনে ‘নদীদূষণ ও অবৈধ দখলদারি থেকে ৪৮ নদী রক্ষা’ নামের এ সমীক্ষার কাজ শুরু করে জাতীয় নদী রক্ষা কমিশন। গত ৩১ ডিসেম্বরে সমীক্ষার প্রতিবেদন কমিশনে জমা দেন প্রকল্পসংশ্লিষ্টরা। তবে প্রতিবেদনে দখলদারদের নাম প্রকাশকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান নিয়েছেন কমিশন ও প্রকল্পের কর্তাব্যক্তিরা।
আদালতের রায় এবং যথাযথ আইন অনুযায়ী সমীক্ষা হয়নি দাবি করে নদী দখলদারদের তালিকা প্রকাশ করতে চাইছে না কমিশন। অন্যদিকে তালিকায় অনেক প্রভাবশালীদের নাম থাকায় কমিশন তা প্রকাশ করতে চাইছে না বলে দাবি প্রকল্পসংশ্লিষ্টদের।
সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বরিশাল ও ঝালকাঠি এলাকার কীর্তনখোলা নদীতে সবচেয়ে বেশি ৪ হাজার ৭০৭টি অবৈধ স্থাপনা পাওয়া গেছে। এ ছাড়া বুড়িগঙ্গা নদীতে ৮৯৪টি, ধলেশ্বরীতে ৮৮৬, তুরাগ নদে ৬৬১, শীতলক্ষ্যায় ৪৬৮, করতোয়ায় ৮০৭, কক্সবাজারের বাঁকখালীতে ২১৮, গোমতীতে ২ হাজার ১২০, কর্ণফুলীতে ২ হাজার ৪৯৩ ও সাঙ্গু নদীতে ৩৩৩টি স্থাপনা পাওয়া গেছে। বাকি নদীগুলোর তীরবর্তী এলাকাতেই প্রায় শতাধিক অবৈধ স্থাপনা পাওয়া গেছে।
সমীক্ষার চূড়ান্ত প্রতিবেদন জমার আগে গত বছরের ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় নদীর দখলদার এবং ১০ মিটারের মধ্যে নির্মিত স্থাপনার নাম চূড়ান্ত প্রতিবেদনে প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় নদী রক্ষা কমিশন। এ সভায় কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী, সদস্য মালিক ফিদা আবদুল্লাহ খান ও নির্বাহী পরিচালক মনজুরুল কাদের তালিকা না প্রকাশের পক্ষে মত দেন। তাঁদের যুক্তি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সমীক্ষা করায় এটি প্রকাশ করলে আইনি ও প্রশাসনিক সমস্যা হতে পারে।
সমীক্ষার দায়িত্বে থাকা প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ইকরামুল হক বলেন, ‘প্রকল্পের শুরু থেকেই টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী কাজ হয়েছে। উনি (কমিশনের চেয়ারম্যান) হয়তো মনে করছেন, তালিকায় অনেকে আছে, যাদের নাম প্রকাশ করলে ওনার অসুবিধা হবে। তালিকায় অবৈধ স্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের নাম তুলে ধরা হয়েছে। যেখানে কাউকে পাওয়া যায়নি, সেখানে স্থাপনার নাম উল্লেখ করা হয়েছে। এসব নাম সংগ্রহ করাও কঠিন। যাদের নাম আছে, তারা সবাই প্রভাবশালী।’
কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেন, প্রতিবেদনে কিছু ভুলভ্রান্তি আছে। সেগুলো সংশোধন করে স্থাপনার নামসহ প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রকল্পের লোকেরা সুবিধার জন্য পানি আইনের ভিত্তিতে কাজ করেছে। এটা হাইকোর্টের রায় অনুযায়ী সিএস খতিয়ান ধরে কাজ করার কথা ছিল।
কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার দায়িত্বে থাকাকালীন এ প্রকল্প শুরু হয়। কমিশনের বর্তমান চেয়ারম্যান আইনের অপব্যাখ্যা দিচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সমীক্ষায় আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সিএস, আরএস খতিয়ানসহ পানি আইন, বন্দর আইন ও ভূমি আইনের সহায়তা নেওয়া হয়েছে। এমনকি জিপিএসের ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণের জন্য মহাকাশবিষয়ক গবেষণা সংস্থা স্পারসোর সহযোগিতা নিয়েছে প্রকল্পের কর্মীরা।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নদীর দখলদার মানে নদীর পাড়, প্রবাহ, ফোরশোরের ওপর দখলদার। যতটুকু জেনেছি, সমীক্ষাটি নদীর পাড় ও ফোরশোর দখলদারদের ওপরে করা হয়েছে। প্রকল্পের শেষে এসে কমিশন বলছে, এটা ঠিকভাবে করা হয়নি। জনগণের টাকা তো এভাবে হেসেখেলে নষ্ট করার বিষয় না।’
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
৯ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১১ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে