বিনোদন ডেস্ক
অস্কারের ৯৫তম অনুষ্ঠানটি হবে আগামী বছরের ১২ মার্চ, হলিউডের ডলবি থিয়েটারে। গত আসরে উইল স্মিথের চড়কাণ্ড গোটা অনুষ্ঠানের বারোটা বাজিয়ে দিয়েছিল। সিনেমা, পুরস্কার, তারকা সমাগম—সব ছাপিয়ে আলোচনায় ছিল ক্রিস রককে উইল স্মিথের থাপ্পড় দেওয়ার ঘটনা। এ ঘটনায় অস্কার অনুষ্ঠানের সৌন্দর্যহানি হয়েছে তো বটেই, রেটিংও কমেছে অনেক। এমন অপ্রত্যাশিত কোনো ঘটনা যাতে ৯৫তম আসরে না ঘটে, সে জন্য অস্কার মঞ্চে আবারও ফিরিয়ে আনা হয়েছে জিমি কিমেলকে। আগামী আসরটি তিনিই উপস্থাপনা করবেন।
এর আগে ২০১৭ সালে ৮৯তম ও ২০১৮ সালে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডসে এ দায়িত্ব পালন করেছিলেন এমি অ্যাওয়ার্ডজয়ী এই উপস্থাপক। পাঁচ বছর পর অস্কারের মঞ্চে যখন ফিরবেন জিমি, তখন তাঁর কাঁধে থাকবে অস্কারের সুনাম পুনরুদ্ধারের দায়িত্ব। জিমিও বুঝতে পারছেন সেটা, তাই বলছেন, ‘তৃতীয়বারের মতো অস্কারের সঞ্চালক হওয়ার ডাক পাওয়া হয়তো বিরাট সম্মান, এটা একটা ফাঁদও হতে পারে। যা-ই হোক, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য একাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’
তবে যার ওপর চড়কাণ্ডের বদনাম ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জিমি কিমেলও বিতর্কমুক্ত লোক নন। ২০১৪ সালে আরেকটি চড়কাণ্ড ঘটেছিল জিমি কিমেলের টক শোতে। সেই পর্বে জিমির অতিথি ছিলেন কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভেরগারা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে বিভিন্ন মানুষের করা কমেন্ট সোফিয়াকে পড়ে শোনাচ্ছিলেন জিমি। একপর্যায়ে তাঁকে সপাটে থাপ্পড় মারেন সোফিয়া। এরপর সেট থেকে বেরিয়ে যান।
যদিও পরে জানা যায়, পুরো ব্যাপারটিই ছিল পরিকল্পিত। শোর টিআরপি বাড়াতে, শো আরও বেশি আলোচিত করতে অনেক সময় এমন ‘নাটকীয়’ পরিস্থিতি তৈরি করা হয়। জিমিও করেছিলেন। তবে সেটা তখন ভালোভাবে নেননি অনেকেই। এ বছর আরেকটি ঘটনার কারণেও বেশ বিতর্কে পড়েছিলেন জিমি। এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেত্রী কিন্টা ব্রুনসন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মাতালের ভঙ্গিতে মঞ্চের মেঝেতে শুয়ে গড়াগড়ি দিচ্ছিলেন জিমি। বিষয়টি স্রেফ মজা করার জন্য হলেও ভালোভাবে নেননি কিন্টা ব্রুনসনের ভক্তরা। এখন দেখার বিষয়, নানা কারণে ‘বিতর্কিত’ জিমি কিমেল অস্কারের ‘বদনাম’ ঘোচাতে পারেন কি না।
অস্কারের ৯৫তম অনুষ্ঠানটি হবে আগামী বছরের ১২ মার্চ, হলিউডের ডলবি থিয়েটারে। গত আসরে উইল স্মিথের চড়কাণ্ড গোটা অনুষ্ঠানের বারোটা বাজিয়ে দিয়েছিল। সিনেমা, পুরস্কার, তারকা সমাগম—সব ছাপিয়ে আলোচনায় ছিল ক্রিস রককে উইল স্মিথের থাপ্পড় দেওয়ার ঘটনা। এ ঘটনায় অস্কার অনুষ্ঠানের সৌন্দর্যহানি হয়েছে তো বটেই, রেটিংও কমেছে অনেক। এমন অপ্রত্যাশিত কোনো ঘটনা যাতে ৯৫তম আসরে না ঘটে, সে জন্য অস্কার মঞ্চে আবারও ফিরিয়ে আনা হয়েছে জিমি কিমেলকে। আগামী আসরটি তিনিই উপস্থাপনা করবেন।
এর আগে ২০১৭ সালে ৮৯তম ও ২০১৮ সালে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডসে এ দায়িত্ব পালন করেছিলেন এমি অ্যাওয়ার্ডজয়ী এই উপস্থাপক। পাঁচ বছর পর অস্কারের মঞ্চে যখন ফিরবেন জিমি, তখন তাঁর কাঁধে থাকবে অস্কারের সুনাম পুনরুদ্ধারের দায়িত্ব। জিমিও বুঝতে পারছেন সেটা, তাই বলছেন, ‘তৃতীয়বারের মতো অস্কারের সঞ্চালক হওয়ার ডাক পাওয়া হয়তো বিরাট সম্মান, এটা একটা ফাঁদও হতে পারে। যা-ই হোক, আমাকে প্রস্তাব দেওয়ার জন্য একাডেমি কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ।’
তবে যার ওপর চড়কাণ্ডের বদনাম ঢাকার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জিমি কিমেলও বিতর্কমুক্ত লোক নন। ২০১৪ সালে আরেকটি চড়কাণ্ড ঘটেছিল জিমি কিমেলের টক শোতে। সেই পর্বে জিমির অতিথি ছিলেন কলম্বিয়ান অভিনেত্রী সোফিয়া ভেরগারা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে বিভিন্ন মানুষের করা কমেন্ট সোফিয়াকে পড়ে শোনাচ্ছিলেন জিমি। একপর্যায়ে তাঁকে সপাটে থাপ্পড় মারেন সোফিয়া। এরপর সেট থেকে বেরিয়ে যান।
যদিও পরে জানা যায়, পুরো ব্যাপারটিই ছিল পরিকল্পিত। শোর টিআরপি বাড়াতে, শো আরও বেশি আলোচিত করতে অনেক সময় এমন ‘নাটকীয়’ পরিস্থিতি তৈরি করা হয়। জিমিও করেছিলেন। তবে সেটা তখন ভালোভাবে নেননি অনেকেই। এ বছর আরেকটি ঘটনার কারণেও বেশ বিতর্কে পড়েছিলেন জিমি। এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অভিনেত্রী কিন্টা ব্রুনসন যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মাতালের ভঙ্গিতে মঞ্চের মেঝেতে শুয়ে গড়াগড়ি দিচ্ছিলেন জিমি। বিষয়টি স্রেফ মজা করার জন্য হলেও ভালোভাবে নেননি কিন্টা ব্রুনসনের ভক্তরা। এখন দেখার বিষয়, নানা কারণে ‘বিতর্কিত’ জিমি কিমেল অস্কারের ‘বদনাম’ ঘোচাতে পারেন কি না।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে