দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে গত মে থেকে আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অভিযান শুরুর পর থেকে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নবায়নে গতি বেড়েছে। এই সময়ের মধ্যে নিবন্ধন ফি বাবদ জেলায় মোট রাজস্ব আদায় হয়েছে ২৫ লাখ টাকার বেশি।
সরকার গত মে মাসে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে জেলায় এই অভিযান শুরু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুরে নিবন্ধন রয়েছে এমন হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৬৫। মে মাসে অভিযান শুরুর পর থেকে নিবন্ধন নবায়নে গতি বেড়েছে। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের নিবন্ধন গ্রহণে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। মে থেকে এখন পর্যন্ত ৩৩টি ক্লিনিক ও ৬০টি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেছে। এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে থেকে দুটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এতে নিবন্ধন নবায়ন ও নতুন নিবন্ধন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
এ পর্যন্ত অভিযান চালিয়ে নিবন্ধন ছাড়া নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। নিবন্ধনসহ মানোন্নয়নের জন্য সময় দেওয়া হয়েছে আরও ২২টি প্রতিষ্ঠানকে। পরিচালিত অভিযানে মোট জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদরে স্থাপিত প্রতিটি ক্লিনিকের নিবন্ধন ফি ৪০ হাজার এবং উপজেলায় স্থাপিত ক্লিনিকের নিবন্ধন ফি ২৫ হাজার। অন্যদিকে জেলা সদরে স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন ফি ২০ হাজার এবং উপজেলায় স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন ফি ১৫ হাজার।
দিনাজপুর জেলা সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, ‘সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুরেও আমাদের অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ২২টি প্রতিষ্ঠান। এ ছাড়া আরও ২২টি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’
দিনাজপুরে গত মে থেকে আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অভিযান শুরুর পর থেকে হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন নবায়নে গতি বেড়েছে। এই সময়ের মধ্যে নিবন্ধন ফি বাবদ জেলায় মোট রাজস্ব আদায় হয়েছে ২৫ লাখ টাকার বেশি।
সরকার গত মে মাসে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে জেলায় এই অভিযান শুরু হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, দিনাজপুরে নিবন্ধন রয়েছে এমন হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৬৫। মে মাসে অভিযান শুরুর পর থেকে নিবন্ধন নবায়নে গতি বেড়েছে। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের নিবন্ধন গ্রহণে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। মে থেকে এখন পর্যন্ত ৩৩টি ক্লিনিক ও ৬০টি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন নবায়নের জন্য আবেদন করেছে। এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানের মধ্যে থেকে দুটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেছে। এতে নিবন্ধন নবায়ন ও নতুন নিবন্ধন বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।
এ পর্যন্ত অভিযান চালিয়ে নিবন্ধন ছাড়া নীতিমালা ভেঙে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২২টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। নিবন্ধনসহ মানোন্নয়নের জন্য সময় দেওয়া হয়েছে আরও ২২টি প্রতিষ্ঠানকে। পরিচালিত অভিযানে মোট জরিমানা আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদরে স্থাপিত প্রতিটি ক্লিনিকের নিবন্ধন ফি ৪০ হাজার এবং উপজেলায় স্থাপিত ক্লিনিকের নিবন্ধন ফি ২৫ হাজার। অন্যদিকে জেলা সদরে স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন ফি ২০ হাজার এবং উপজেলায় স্থাপিত প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন ফি ১৫ হাজার।
দিনাজপুর জেলা সিভিল সার্জন এ এইচ এম বোরহানুল ইসলাম সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, ‘সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক দিনাজপুরেও আমাদের অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ২২টি প্রতিষ্ঠান। এ ছাড়া আরও ২২টি প্রতিষ্ঠানকে নিবন্ধনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে