খান রফিক, বরিশাল
মেহেন্দীগঞ্জ, কাজিরহাট ও হিজলায় সরব হয়ে উঠেছে আওয়ামী লীগ। সম্মেলনকে কেন্দ্র করে দলে এই চাঙা ভাব। হিজলায় এরই মধ্যে কিছুটা পরিবর্তন এনে নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। এদিকে ১০ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া মেহেন্দীগঞ্জের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলর নির্ধারণে তৃণমূলের মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মেহেন্দীগঞ্জেও নতুন মোড়কে পুরোনোরাই নেতৃত্বে আসতে পারেন। অতিথিদের বরণে পৌর শহরে ৫০টি তোরণ নির্মাণ করা হয়েছে। একই অবস্থা কাজিরহাট থানা আওয়ামী লীগের সম্মেলনেও। জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। অনুষ্ঠানে কেন্দ্রীয় কয়েকজন নেতাও উপস্থিত থাকবেন। যদিও দলীয় পদ থেকে বহিষ্কার হওয়া স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ নিজ এলাকার সম্মেলনেও থাকার সুযোগ পাচ্ছেন না।
জানা গেছে, মেহেন্দীগঞ্জে সভাপতি প্রার্থী রয়েছেন বর্তমান সভাপতি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান এবং মাহেব হোসেন সরদার। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাহাব আহমেদ, মোস্তাফিজুর রহমান রিপন, আ. জব্বার, মিজানুর রহমান আরজু এবং খোরশেদ আলম ভুলু। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পুরোনো কমিটির সভাপতি ও সম্পাদককে রেখেই এখানে কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্মেলনে দল থেকে বহিষ্কৃত স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের অনুসারীদের সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি। কাউন্সিলর তালিকায়ও এমপির অনেক অনুসারী বাদ পড়েছেন। সবকিছু মিলিয়ে এ উপজেলায় সৃষ্টি হতে যাওয়া নেতৃত্বে নতুনত্ব থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নেতা-কর্মীদের মধ্যে।
উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ান বলেন, নিয়ম অনুযায়ী কাউন্সিলর কারা হবেন, এর একটি তালিকা ইউনিয়নের সভাপতি-সম্পাদক দেবেন। কিন্তু এবার আর উপজেলা আওয়ামী লীগ তাঁর কাছে তালিকা চায়নি। সাধারণ সম্পাদক পদপ্রার্থী খোরশেদ আলম ভুলু বলেন, নিয়ম হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ কাউন্সিলর নির্ধারণ করবে। কিন্তু এখানে কী হচ্ছে, তা জানা নেই।
সভাপতির দায়িত্বে থাকা মইদুল ইসলামের মতে, সভাপতি-সম্পাদক পদে প্রার্থী অনেক। তিনি প্রার্থী কি না তা জানেন না। মাইদুল দাবি করেন, ইউনিয়ন আওয়ামী লীগ কাউন্সিলরদের তালিকা পাঠিয়েছে। ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কাজিরহাট থানা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন। এখানেও পুরোনো আদলে কিছুটা পরিবর্তন এনে নতুন কমিটি গঠনের গুঞ্জন রয়েছে।
বর্তমান সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া পুরোনো আদলে নতুন নেতৃত্ব হবে কি না এ প্রসঙ্গে বলেন, এটি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ইচ্ছা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, জাঁকজমকপূর্ণভাবে সম্মেলন হবে মেহেন্দীগঞ্জ ও কাজিরহাটে। কর্মীদের আশা, নতুন নেতৃত্ব আসবে দুই উপজেলায়। কাউন্সিলরের তালিকা তৃণমূলের মতামতেই করা হয়েছে।
মেহেন্দীগঞ্জ, কাজিরহাট ও হিজলায় সরব হয়ে উঠেছে আওয়ামী লীগ। সম্মেলনকে কেন্দ্র করে দলে এই চাঙা ভাব। হিজলায় এরই মধ্যে কিছুটা পরিবর্তন এনে নতুন নেতৃত্ব গঠন করা হয়েছে। এদিকে ১০ বছর পর আজ বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া মেহেন্দীগঞ্জের ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলর নির্ধারণে তৃণমূলের মতামত না নেওয়ার অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মেহেন্দীগঞ্জেও নতুন মোড়কে পুরোনোরাই নেতৃত্বে আসতে পারেন। অতিথিদের বরণে পৌর শহরে ৫০টি তোরণ নির্মাণ করা হয়েছে। একই অবস্থা কাজিরহাট থানা আওয়ামী লীগের সম্মেলনেও। জানা গেছে, মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। অনুষ্ঠানে কেন্দ্রীয় কয়েকজন নেতাও উপস্থিত থাকবেন। যদিও দলীয় পদ থেকে বহিষ্কার হওয়া স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ নিজ এলাকার সম্মেলনেও থাকার সুযোগ পাচ্ছেন না।
জানা গেছে, মেহেন্দীগঞ্জে সভাপতি প্রার্থী রয়েছেন বর্তমান সভাপতি মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান এবং মাহেব হোসেন সরদার। সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাহাব আহমেদ, মোস্তাফিজুর রহমান রিপন, আ. জব্বার, মিজানুর রহমান আরজু এবং খোরশেদ আলম ভুলু। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, পুরোনো কমিটির সভাপতি ও সম্পাদককে রেখেই এখানে কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সম্মেলনে দল থেকে বহিষ্কৃত স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের অনুসারীদের সুযোগ না পাওয়ার সম্ভাবনাই বেশি। কাউন্সিলর তালিকায়ও এমপির অনেক অনুসারী বাদ পড়েছেন। সবকিছু মিলিয়ে এ উপজেলায় সৃষ্টি হতে যাওয়া নেতৃত্বে নতুনত্ব থাকা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে নেতা-কর্মীদের মধ্যে।
উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম দেওয়ান বলেন, নিয়ম অনুযায়ী কাউন্সিলর কারা হবেন, এর একটি তালিকা ইউনিয়নের সভাপতি-সম্পাদক দেবেন। কিন্তু এবার আর উপজেলা আওয়ামী লীগ তাঁর কাছে তালিকা চায়নি। সাধারণ সম্পাদক পদপ্রার্থী খোরশেদ আলম ভুলু বলেন, নিয়ম হচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগ কাউন্সিলর নির্ধারণ করবে। কিন্তু এখানে কী হচ্ছে, তা জানা নেই।
সভাপতির দায়িত্বে থাকা মইদুল ইসলামের মতে, সভাপতি-সম্পাদক পদে প্রার্থী অনেক। তিনি প্রার্থী কি না তা জানেন না। মাইদুল দাবি করেন, ইউনিয়ন আওয়ামী লীগ কাউন্সিলরদের তালিকা পাঠিয়েছে। ২৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া কাজিরহাট থানা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী রয়েছেন। এখানেও পুরোনো আদলে কিছুটা পরিবর্তন এনে নতুন কমিটি গঠনের গুঞ্জন রয়েছে।
বর্তমান সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া পুরোনো আদলে নতুন নেতৃত্ব হবে কি না এ প্রসঙ্গে বলেন, এটি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর ইচ্ছা। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, জাঁকজমকপূর্ণভাবে সম্মেলন হবে মেহেন্দীগঞ্জ ও কাজিরহাটে। কর্মীদের আশা, নতুন নেতৃত্ব আসবে দুই উপজেলায়। কাউন্সিলরের তালিকা তৃণমূলের মতামতেই করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে