মো. মাসুম, টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার প্রধান সড়কের মালিরঅংক বাজার-সংলগ্ন ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেতুর পাটাতনে মরিচা ধরে ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
সেতুটি দিয়ে যাতায়াত করতে গেলে যানজটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। ভাঙা পাটাতনে যানবাহনের টায়ার আটকে প্রতিদিন কোনো-না কোনো দুর্ঘটনা ঘটছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কার বা রাস্তা অথবা পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসী ও যানবাহনের চালকদের। স্থানীয়দের দাবি, খালটি আগেই ভরাট হয়ে গেছে। তাই এখানে সেতুর প্রয়োজন নেই, রাস্তা করে দেওয়া হোক।
সরেজমিন দেখা গেছে, মাওয়া-লৌহজং থেকে টঙ্গিবাড়ী-মুন্সিগঞ্জ যাতায়াতের আঞ্চলিক প্রধান সড়কের মালিরঅংক বাজারের প্রবেশমুখে মেয়াদোত্তীর্ণ এই সেতুর পাটাতনে মরিচা ধরে ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন মেরামত না করায় সেতুটি নাজুক অবস্থায় রয়েছে। সেতুটি সরু হওয়ায় দুটি ছোট গাড়ি পাশাপাশি যেতে পারে না। এতে যানবাহনের জটলা লেগে থাকে।
মালিরঅংক বাজারের দোকানি মো. ইদ্রিস শেখ বলেন, খাল ভরাট হয়ে গেছে, এখানে সেতুর দরকার কী? সেতু ভেঙে রাস্তা নির্মাণ করা হোক।
অটোরিকশার চালক শরিফ হোসেন জানান, সেতুর পাটাতন ভাঙার কারণে লৌহার প্লেটের ফাঁকে পড়ে টায়ার কেটে যায়। তাঁর গাড়ির টায়ার অনেকবার নষ্ট হয়ে গেছে।
বেজগাঁও ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, যেহেতু এখানে খাল ভরাট হয়ে গেছে। আমার ব্যক্তিগত মতামত বেইলি সেতু ভেঙে রাস্তা হলে ভালো হয়।
বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা জানান, মালিরঅংক বেইলি সেতুর ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেতু ভেঙে রাস্তা নির্মাণের জন্য বলা হয়েছিল। তিনি জানান ম্যাপে এ খাল আছে। আমি দেখেছি, সেতুর নিচের খালটি ভরাট হয়ে গেছে। এখন বড় করে কালভার্ট নির্মাণ করে রাস্তা হলে সাধারণ মানুষের চলাচলে অনেক সুবিধা হয়। বর্তমানে যে যানজট লেগে থাকে, তা থাকবে না।
মুন্সিগঞ্জ জেলা সড়ক ও জনপথ উপবিভাগের প্রকৌশলী ফাহিম রহমান খান জানান, মালিরঅংক বেইলি সেতু ভেঙে রাস্তা করার পরিকল্পনা আছে। এ ছাড়া সেতু যে ভাঙা বা ফাটল—বিষয়টি অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার প্রধান সড়কের মালিরঅংক বাজার-সংলগ্ন ঝুঁকিপূর্ণ বেইলি সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সেতুর পাটাতনে মরিচা ধরে ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।
সেতুটি দিয়ে যাতায়াত করতে গেলে যানজটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। ভাঙা পাটাতনে যানবাহনের টায়ার আটকে প্রতিদিন কোনো-না কোনো দুর্ঘটনা ঘটছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কার বা রাস্তা অথবা পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসী ও যানবাহনের চালকদের। স্থানীয়দের দাবি, খালটি আগেই ভরাট হয়ে গেছে। তাই এখানে সেতুর প্রয়োজন নেই, রাস্তা করে দেওয়া হোক।
সরেজমিন দেখা গেছে, মাওয়া-লৌহজং থেকে টঙ্গিবাড়ী-মুন্সিগঞ্জ যাতায়াতের আঞ্চলিক প্রধান সড়কের মালিরঅংক বাজারের প্রবেশমুখে মেয়াদোত্তীর্ণ এই সেতুর পাটাতনে মরিচা ধরে ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন মেরামত না করায় সেতুটি নাজুক অবস্থায় রয়েছে। সেতুটি সরু হওয়ায় দুটি ছোট গাড়ি পাশাপাশি যেতে পারে না। এতে যানবাহনের জটলা লেগে থাকে।
মালিরঅংক বাজারের দোকানি মো. ইদ্রিস শেখ বলেন, খাল ভরাট হয়ে গেছে, এখানে সেতুর দরকার কী? সেতু ভেঙে রাস্তা নির্মাণ করা হোক।
অটোরিকশার চালক শরিফ হোসেন জানান, সেতুর পাটাতন ভাঙার কারণে লৌহার প্লেটের ফাঁকে পড়ে টায়ার কেটে যায়। তাঁর গাড়ির টায়ার অনেকবার নষ্ট হয়ে গেছে।
বেজগাঁও ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. মিজানুর রহমান বলেন, যেহেতু এখানে খাল ভরাট হয়ে গেছে। আমার ব্যক্তিগত মতামত বেইলি সেতু ভেঙে রাস্তা হলে ভালো হয়।
বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা জানান, মালিরঅংক বেইলি সেতুর ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেতু ভেঙে রাস্তা নির্মাণের জন্য বলা হয়েছিল। তিনি জানান ম্যাপে এ খাল আছে। আমি দেখেছি, সেতুর নিচের খালটি ভরাট হয়ে গেছে। এখন বড় করে কালভার্ট নির্মাণ করে রাস্তা হলে সাধারণ মানুষের চলাচলে অনেক সুবিধা হয়। বর্তমানে যে যানজট লেগে থাকে, তা থাকবে না।
মুন্সিগঞ্জ জেলা সড়ক ও জনপথ উপবিভাগের প্রকৌশলী ফাহিম রহমান খান জানান, মালিরঅংক বেইলি সেতু ভেঙে রাস্তা করার পরিকল্পনা আছে। এ ছাড়া সেতু যে ভাঙা বা ফাটল—বিষয়টি অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে