বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে রিয়েলিটি শো একসময় রমরমা ছিল। এখনকার জনপ্রিয় শিল্পীদের অনেকেই উঠে এসেছেন রিয়েলিটি শোর হাত ধরে। তবে কয়েক বছর ধরে এ উদ্যোগে ভাটা পড়েছে। বন্ধ হয়ে গেছে সাড়া জাগানো অনেক রিয়েলিটি শো। চ্যানেল আই সেরাকণ্ঠও প্রায় হারিয়ে যেতে বসেছিল। কয়েক বছর বন্ধ থাকার পর অবশেষে ফিরল সংগীত নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’। আজ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতাটির সপ্তম আসরের প্রচার।
গত বছরের ডিসেম্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় ‘ঐক্য ডটকম ডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন ৭’-এর আনুষ্ঠানিক কার্যক্রম। প্রাথমিক অডিশন শেষে ১৮০ জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড অডিশন শুরু হয় ঢাকায়। বর্তমানে চলছে গ্র্যান্ড অডিশনের শুটিং পর্ব। গ্র্যান্ড অডিশনের পর্বগুলো আজ থেকে দেখতে পারবেন দর্শক। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে সেরাকণ্ঠ। এরপর উন্মুক্ত করা হবে চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মে।
এবারের আসরে মূল বিচারকের দায়িত্বে আছেন রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। গ্র্যান্ড অডিশনে বন্যা ও সামিনা বিচার কার্যক্রম চালাচ্ছেন, রুনা লায়লাকে বিচারকের আসনে দেখা যাবে সুপার রাউন্ড থেকে। এবারের সিজনটির উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান। প্রতিযোগীদের নিয়ে সেরাকণ্ঠের পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এবার অনেক মেধাবী ছেলেমেয়ে পেয়েছি। যাঁরা বিভিন্ন ঘরানার গান দিয়ে বিচারকদের মুগ্ধ করেছেন। বিচারকেরাও তাঁদের পেয়ে খুশি। এবারের প্রতিযোগী, জাজ প্যানেল এবং সামগ্রিক আয়োজন দর্শকেরা পছন্দ করবেন বলে আশা করছি।’
বাংলাদেশে রিয়েলিটি শো একসময় রমরমা ছিল। এখনকার জনপ্রিয় শিল্পীদের অনেকেই উঠে এসেছেন রিয়েলিটি শোর হাত ধরে। তবে কয়েক বছর ধরে এ উদ্যোগে ভাটা পড়েছে। বন্ধ হয়ে গেছে সাড়া জাগানো অনেক রিয়েলিটি শো। চ্যানেল আই সেরাকণ্ঠও প্রায় হারিয়ে যেতে বসেছিল। কয়েক বছর বন্ধ থাকার পর অবশেষে ফিরল সংগীত নিয়ে দেশের অন্যতম জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’। আজ থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতাটির সপ্তম আসরের প্রচার।
গত বছরের ডিসেম্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় ‘ঐক্য ডটকম ডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন ৭’-এর আনুষ্ঠানিক কার্যক্রম। প্রাথমিক অডিশন শেষে ১৮০ জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড অডিশন শুরু হয় ঢাকায়। বর্তমানে চলছে গ্র্যান্ড অডিশনের শুটিং পর্ব। গ্র্যান্ড অডিশনের পর্বগুলো আজ থেকে দেখতে পারবেন দর্শক। প্রতি বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে সেরাকণ্ঠ। এরপর উন্মুক্ত করা হবে চ্যানেলটির ডিজিটাল প্ল্যাটফর্মে।
এবারের আসরে মূল বিচারকের দায়িত্বে আছেন রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। গ্র্যান্ড অডিশনে বন্যা ও সামিনা বিচার কার্যক্রম চালাচ্ছেন, রুনা লায়লাকে বিচারকের আসনে দেখা যাবে সুপার রাউন্ড থেকে। এবারের সিজনটির উপস্থাপনায় থাকছেন শান্তা জাহান। প্রতিযোগীদের নিয়ে সেরাকণ্ঠের পরিচালক ইজাজ খান স্বপন বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা এবার অনেক মেধাবী ছেলেমেয়ে পেয়েছি। যাঁরা বিভিন্ন ঘরানার গান দিয়ে বিচারকদের মুগ্ধ করেছেন। বিচারকেরাও তাঁদের পেয়ে খুশি। এবারের প্রতিযোগী, জাজ প্যানেল এবং সামগ্রিক আয়োজন দর্শকেরা পছন্দ করবেন বলে আশা করছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে