বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশভাগের পর ১৯৪৮ সালে কয়েকটি জেলায় খাদ্যসংকট দেখা দিয়েছিল। ফুড কর্ডন প্রথা চালু করেছিল সরকার। ফলে এক জেলা থেকে অন্য জেলায় কোনো খাদ্যশস্য নেওয়া যেত না। সে সময় ফরিদপুর ও ঢাকা জেলার মানুষ ধান কাটার মৌসুমে দল বেঁধে দিনমজুর হিসেবে যেত খুলনা ও বরিশালে।
তারা ধান কেটে গোলায় তুলে দিত। পরিবর্তে একটা অংশ পেত তারা। এদের বলা হতো ‘দাওয়াল’। পাকিস্তান সরকার তাদের ওপর অন্যায় নিয়ম চাপিয়ে দেয়। নতুন নিয়ম চালু করে দাওয়ালদের ধান নিয়ে যেতে বাধা দেওয়া হয়। সেই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেন তরুণ শেখ মুজিব। শুরু হয় পাকিস্তান সরকারের অন্যায় নিয়মের বিরুদ্ধে আন্দোলন।
ওই সময়ের প্রেক্ষাপটে সিনেমা বানাচ্ছেন পিকলু চৌধুরী। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির নাম ‘দাওয়াল’। অভিনয় করছেন সৌম্য জ্যোতি, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শরিফ সিরাজ, মোহাম্মদ বারী, এ কে আজাদ সেতু, নিতাই কর্মকার প্রমুখ। সংগীত আয়োজনে ইমন চৌধুরী। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে কে অভিনয় করছেন, তা জানাননি নির্মাতা। কিছুদিন পর সংবাদ সম্মেলন করে সিনেমার চরিত্র ও শিল্পীদের পরিচয় করিয়ে দিতে চান তিনি।
একটি সূত্র জানিয়েছে, দাওয়ালে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন সৌম্য জ্যোতি। এর আগে মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ সিনেমায়ও বঙ্গবন্ধুর চরিত্রে দেখা গেছে সৌম্যকে।
নির্মাতার সঙ্গে কথা বলে জানা গেল, সম্প্রতি শেষ হয়েছে শুটিং। মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও লালমনিরহাটে দৃশ্যধারণ শেষে এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। সিনেমাটি নিয়ে পিকলু চৌধুরী বলেন, ‘১৯৪৮ সালে কর্ডন প্রথা নিয়ে ব্যাপক আন্দোলন হয়। সেই প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে দাওয়াল। যেকোনো পিরিয়ডিক্যাল সিনেমা পর্দায় ফুটিয়ে তোলা কঠিন। সর্বোচ্চ চেষ্টা করেছি সেই সময়টা ফুটিয়ে তুলতে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি আমরা। বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তাদের কিছু স্থাপনা আছে, যেখানে এখনো সেই সময়ের আমেজ পাওয়া যায়। আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি সিনেমাটি।’
দেশভাগের পর ১৯৪৮ সালে কয়েকটি জেলায় খাদ্যসংকট দেখা দিয়েছিল। ফুড কর্ডন প্রথা চালু করেছিল সরকার। ফলে এক জেলা থেকে অন্য জেলায় কোনো খাদ্যশস্য নেওয়া যেত না। সে সময় ফরিদপুর ও ঢাকা জেলার মানুষ ধান কাটার মৌসুমে দল বেঁধে দিনমজুর হিসেবে যেত খুলনা ও বরিশালে।
তারা ধান কেটে গোলায় তুলে দিত। পরিবর্তে একটা অংশ পেত তারা। এদের বলা হতো ‘দাওয়াল’। পাকিস্তান সরকার তাদের ওপর অন্যায় নিয়ম চাপিয়ে দেয়। নতুন নিয়ম চালু করে দাওয়ালদের ধান নিয়ে যেতে বাধা দেওয়া হয়। সেই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেন তরুণ শেখ মুজিব। শুরু হয় পাকিস্তান সরকারের অন্যায় নিয়মের বিরুদ্ধে আন্দোলন।
ওই সময়ের প্রেক্ষাপটে সিনেমা বানাচ্ছেন পিকলু চৌধুরী। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির নাম ‘দাওয়াল’। অভিনয় করছেন সৌম্য জ্যোতি, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, শরিফ সিরাজ, মোহাম্মদ বারী, এ কে আজাদ সেতু, নিতাই কর্মকার প্রমুখ। সংগীত আয়োজনে ইমন চৌধুরী। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে কে অভিনয় করছেন, তা জানাননি নির্মাতা। কিছুদিন পর সংবাদ সম্মেলন করে সিনেমার চরিত্র ও শিল্পীদের পরিচয় করিয়ে দিতে চান তিনি।
একটি সূত্র জানিয়েছে, দাওয়ালে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন সৌম্য জ্যোতি। এর আগে মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’ সিনেমায়ও বঙ্গবন্ধুর চরিত্রে দেখা গেছে সৌম্যকে।
নির্মাতার সঙ্গে কথা বলে জানা গেল, সম্প্রতি শেষ হয়েছে শুটিং। মানিকগঞ্জ, কিশোরগঞ্জ ও লালমনিরহাটে দৃশ্যধারণ শেষে এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। সিনেমাটি নিয়ে পিকলু চৌধুরী বলেন, ‘১৯৪৮ সালে কর্ডন প্রথা নিয়ে ব্যাপক আন্দোলন হয়। সেই প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে দাওয়াল। যেকোনো পিরিয়ডিক্যাল সিনেমা পর্দায় ফুটিয়ে তোলা কঠিন। সর্বোচ্চ চেষ্টা করেছি সেই সময়টা ফুটিয়ে তুলতে। দেশের প্রত্যন্ত অঞ্চলে শুটিং করেছি আমরা। বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। তাদের কিছু স্থাপনা আছে, যেখানে এখনো সেই সময়ের আমেজ পাওয়া যায়। আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি সিনেমাটি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে