আসাদুজ্জামান রিপন, নরসিংদী
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই স্থাপন করা হয়েছে মাছের খাদ্য তৈরির কারখানা। কারখানার দুর্গন্ধে টিকতে পারছেন না বলে অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের। এ ছাড়া কারখানার মাত্রাতিরিক্ত শব্দে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।
সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়টির ২০ ফুট পশ্চিম পাশে গড়ে তোলা হয়েছে নামবিহীন এ খাদ্য তৈরির কারখানাটি। এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকদের নিষেধের পরও কারখানাটি একেবারেই বিদ্যালয় ঘেঁষে করা হয়েছে। বিদ্যালয়ে ক্লাস চলাকালে চালু থাকে কারখানাটির উৎপাদন কার্যক্রম। এতে বিভিন্ন ধরনের বর্জ্যের দুর্গন্ধে এবং মেশিনের বিকট আওয়াজে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে মাছের খাদ্য তৈরির পচা উপকরণ বিদ্যালয়সংলগ্ন খোলা মাঠে রোদে শুকাতে দেওয়া হয় এবং কারখানায় তৈরি করা মাছের খাদ্যের দুর্গন্ধে বাতাস হচ্ছে দূষিত। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। ফলে বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশের ক্ষতি এবং নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এই বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ১২০ জন ছাত্রছাত্রী রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ওই কারখানার দুর্গন্ধে ও মেশিনের আওয়াজে তাদের ক্লাসে লেখাপড়া করতে কষ্ট হচ্ছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম বলেন, ‘এখানে কারখানা না করার জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও আমরা শিক্ষকেরা নিষেধ করেছি।
বিদ্যালয়ের কোনো ধরনের ক্ষতি হবে না—এ কথা বলে তাঁরা কারখানা করেছেন। আমরা বিষয়টি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
পুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার হাসান উল হক এলিছ বলেন, ‘ওই মাছের খাদ্যের ফ্যাক্টরিকে পরিষদ কর্তৃক ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে কি না, তা রেজিস্টার খাতা দেখে বলতে পারব।’
ওই কারখানার মালিক পক্ষের মনির হোসেন ও শহিদুল্লাহ মোবাইল ফোনে বলেন, ‘এই পর্যন্ত কেউ অভিযোগ করেননি। বিদ্যালয়ের ক্ষতি হলে আমরা কারখানা চালাব না।’
এ বিষয়ে জানতে চাইলে শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল ছগীর আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে আমাকে কেউ বলেনি। বিদ্যালয়টি পরিদর্শন করে দেখা হবে।’
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈ আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই স্থাপন করা হয়েছে মাছের খাদ্য তৈরির কারখানা। কারখানার দুর্গন্ধে টিকতে পারছেন না বলে অভিযোগ শিক্ষক ও শিক্ষার্থীদের। এ ছাড়া কারখানার মাত্রাতিরিক্ত শব্দে ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম।
সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়টির ২০ ফুট পশ্চিম পাশে গড়ে তোলা হয়েছে নামবিহীন এ খাদ্য তৈরির কারখানাটি। এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকদের নিষেধের পরও কারখানাটি একেবারেই বিদ্যালয় ঘেঁষে করা হয়েছে। বিদ্যালয়ে ক্লাস চলাকালে চালু থাকে কারখানাটির উৎপাদন কার্যক্রম। এতে বিভিন্ন ধরনের বর্জ্যের দুর্গন্ধে এবং মেশিনের বিকট আওয়াজে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে মাছের খাদ্য তৈরির পচা উপকরণ বিদ্যালয়সংলগ্ন খোলা মাঠে রোদে শুকাতে দেওয়া হয় এবং কারখানায় তৈরি করা মাছের খাদ্যের দুর্গন্ধে বাতাস হচ্ছে দূষিত। এতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। ফলে বিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশের ক্ষতি এবং নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। এই বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ১২০ জন ছাত্রছাত্রী রয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, ওই কারখানার দুর্গন্ধে ও মেশিনের আওয়াজে তাদের ক্লাসে লেখাপড়া করতে কষ্ট হচ্ছে।
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে কুলসুম বলেন, ‘এখানে কারখানা না করার জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও আমরা শিক্ষকেরা নিষেধ করেছি।
বিদ্যালয়ের কোনো ধরনের ক্ষতি হবে না—এ কথা বলে তাঁরা কারখানা করেছেন। আমরা বিষয়টি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি।’
পুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার হাসান উল হক এলিছ বলেন, ‘ওই মাছের খাদ্যের ফ্যাক্টরিকে পরিষদ কর্তৃক ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে কি না, তা রেজিস্টার খাতা দেখে বলতে পারব।’
ওই কারখানার মালিক পক্ষের মনির হোসেন ও শহিদুল্লাহ মোবাইল ফোনে বলেন, ‘এই পর্যন্ত কেউ অভিযোগ করেননি। বিদ্যালয়ের ক্ষতি হলে আমরা কারখানা চালাব না।’
এ বিষয়ে জানতে চাইলে শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল ছগীর আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে আমাকে কেউ বলেনি। বিদ্যালয়টি পরিদর্শন করে দেখা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে