নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রক্ষণশীল এক পরিবারে তাঁর বেড়ে ওঠা। বাবা মসজিদের ইমাম। এমন এক পরিবারের মেয়ে কি না খেলবে কাবাডি! পরিবার তো বটেই, আপত্তি এল এলাকার অনেক মানুষের কাছ থেকেও। কিন্তু কাবাডির প্রেমে মজে থাকা মেয়েটি বেছে নিল অন্য উপায়। কোচিংয়ের নাম করে পেছনের দরজা দিয়ে পালানো সেই জুলি আক্তার আজ করপোরেট নারী লিগের জয়ী দল ঢাকা টুয়েলভের গর্বিত এক খেলোয়াড়।
গতকাল টেকনো মিডিয়াকে ২৩-২২ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতা ঢাকা টুয়েলভের দলে আলাদা নজর কেড়েছেন দুই খেলোয়াড়—জুলি ও মায়া আক্তার। কাবাডির মতো বেশ কায়িকশ্রমের খেলাটা তাঁরা আপন করে নিয়েছেন ধর্মীয় নিয়মকানুনের মধ্যে থেকেই। তবে জুলির গল্পটা একটু অন্য রকম। কাবাডির প্রতি ভালোবাসায় নিজের পরিবারের বাধা যেমন পেরিয়েছেন, তেমন সমাজের অনেক সমালোচনার স্তরও পেছনে ফেলে সামনে এগিয়েছেন।
বরিশাল সদরের আলহাজ দলিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা খেলাধুলায় বেশ ভালো। সেই স্কুলের ‘বড় আপু’দের খেলা দেখে জুলির মনে তৈরি হলো কাবাডির প্রতি ভালোবাসা। পরিবারকে জানাতেই প্রথম বাধা এল সেখান থেকেই। সোজা ‘না’ করে দিলেন মা। বাধ্য হয়ে কোচিংয়ের নাম করে খেলা চালিয়ে গেলেন জুলি। আইজিপি কাপ খেলতে প্রথমবার যখন ঢাকায় এলেন, তখনো মাকে বলেছিলেন, ‘এটাই শেষ। আর কখনো খেলব না!’
এসএসসি পরীক্ষা শেষ করা জুলির সামনে এখন জুনিয়র কাবাডি বিশ্বকাপ খেলার হাতছানি। ঢাকায় আসতে যে মেয়েকে শত কাকুতি-মিনতি করতে হয়েছে পরিবারের কাছে, সেই মেয়ে বিদেশে গিয়ে বিশ্বকাপে খেলবে, পরিবার রাজি হবে তো? এবার বেশ আত্মবিশ্বাসী জুলি। গতকাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বয়স আমার হয়েছে। আর আজকের (গতকাল) ম্যাচটা বাবা-মা হয়তো দেখেছেন। আশা করি তাঁরা এবার আমাকে একটু হলেও সমর্থন দেবেন।’
করপোরেট লিগে খেলতে তিন মাসের বেশি সময় ধরে পরিবারের বাইরে রেইডার পজিশনে খেলা জুলি। ক্যাম্পে থাকা অন্য সতীর্থদের সঙ্গে সুখী একটা পরিবারের মতো ছিলেন এত দিন। লিগজয়ী খেলোয়াড় হয়ে এবার ফিরবেন নিজের পরিবারের কাছে। বিশ্বকাপের দলে ডাক পেলে আবারও ফিরতে হবে ঢাকায়। লিগ মাতানো জুলির স্বপ্ন এবার জাতীয় দলে খেলা। বললেন, ‘জাতীয় দলের হয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কাবাডিতে যদি পারিশ্রমিকটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমার মতো আরও অনেক মেয়ে সাহস পাবে কাবাডিতে আসার।’
রক্ষণশীল এক পরিবারে তাঁর বেড়ে ওঠা। বাবা মসজিদের ইমাম। এমন এক পরিবারের মেয়ে কি না খেলবে কাবাডি! পরিবার তো বটেই, আপত্তি এল এলাকার অনেক মানুষের কাছ থেকেও। কিন্তু কাবাডির প্রেমে মজে থাকা মেয়েটি বেছে নিল অন্য উপায়। কোচিংয়ের নাম করে পেছনের দরজা দিয়ে পালানো সেই জুলি আক্তার আজ করপোরেট নারী লিগের জয়ী দল ঢাকা টুয়েলভের গর্বিত এক খেলোয়াড়।
গতকাল টেকনো মিডিয়াকে ২৩-২২ পয়েন্টে হারিয়ে শিরোপা জেতা ঢাকা টুয়েলভের দলে আলাদা নজর কেড়েছেন দুই খেলোয়াড়—জুলি ও মায়া আক্তার। কাবাডির মতো বেশ কায়িকশ্রমের খেলাটা তাঁরা আপন করে নিয়েছেন ধর্মীয় নিয়মকানুনের মধ্যে থেকেই। তবে জুলির গল্পটা একটু অন্য রকম। কাবাডির প্রতি ভালোবাসায় নিজের পরিবারের বাধা যেমন পেরিয়েছেন, তেমন সমাজের অনেক সমালোচনার স্তরও পেছনে ফেলে সামনে এগিয়েছেন।
বরিশাল সদরের আলহাজ দলিল উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা খেলাধুলায় বেশ ভালো। সেই স্কুলের ‘বড় আপু’দের খেলা দেখে জুলির মনে তৈরি হলো কাবাডির প্রতি ভালোবাসা। পরিবারকে জানাতেই প্রথম বাধা এল সেখান থেকেই। সোজা ‘না’ করে দিলেন মা। বাধ্য হয়ে কোচিংয়ের নাম করে খেলা চালিয়ে গেলেন জুলি। আইজিপি কাপ খেলতে প্রথমবার যখন ঢাকায় এলেন, তখনো মাকে বলেছিলেন, ‘এটাই শেষ। আর কখনো খেলব না!’
এসএসসি পরীক্ষা শেষ করা জুলির সামনে এখন জুনিয়র কাবাডি বিশ্বকাপ খেলার হাতছানি। ঢাকায় আসতে যে মেয়েকে শত কাকুতি-মিনতি করতে হয়েছে পরিবারের কাছে, সেই মেয়ে বিদেশে গিয়ে বিশ্বকাপে খেলবে, পরিবার রাজি হবে তো? এবার বেশ আত্মবিশ্বাসী জুলি। গতকাল তিনি আজকের পত্রিকাকে বললেন, ‘নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতো বয়স আমার হয়েছে। আর আজকের (গতকাল) ম্যাচটা বাবা-মা হয়তো দেখেছেন। আশা করি তাঁরা এবার আমাকে একটু হলেও সমর্থন দেবেন।’
করপোরেট লিগে খেলতে তিন মাসের বেশি সময় ধরে পরিবারের বাইরে রেইডার পজিশনে খেলা জুলি। ক্যাম্পে থাকা অন্য সতীর্থদের সঙ্গে সুখী একটা পরিবারের মতো ছিলেন এত দিন। লিগজয়ী খেলোয়াড় হয়ে এবার ফিরবেন নিজের পরিবারের কাছে। বিশ্বকাপের দলে ডাক পেলে আবারও ফিরতে হবে ঢাকায়। লিগ মাতানো জুলির স্বপ্ন এবার জাতীয় দলে খেলা। বললেন, ‘জাতীয় দলের হয়ে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই। কাবাডিতে যদি পারিশ্রমিকটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমার মতো আরও অনেক মেয়ে সাহস পাবে কাবাডিতে আসার।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে