মো. মফিজুর রহমান, ফরিদপুর
দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ফরিদপুরের তিন শতাধিক পরিবার। যেখানে একসময় ফসল হতো, এখন সেখানে দীর্ঘসময় পানি জমে তৈরি হয়েছে নোংরা পরিবেশ। এমন অবস্থা ফরিদপুর শহরের ডিক্রীরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাটসংলগ্ন আইজউদ্দিন মাতুব্বরের ডাগি গ্রামে। তবে স্থানীয় প্রশাসন শিগগিরই এই জলাবদ্ধতা নিরশনের আশ্বাস দিয়েছে।
ওই এলাকায় গিয়ে দেখা যায়, পাশের পদ্মা নদী থেকে বেশ কয়েক জন বালু ব্যবসায়ী ট্রলার ও জাহাজ থেকে বালু তুলে সিঅ্যান্ডবি ঘাট (আইজউদ্দিন মাতুব্বর গ্রাম) এলাকায় রাখেন। আর এই বালু থেকে বের হওয়া পানি এলাকাটিতে ছড়ি পড়ে জলাবদ্ধতা সৃষ্টি করে।
এ ছাড়া বৃষ্টির পানিতে অবস্থার আরও অবনতি হয়েছে। এভাবে চার বছরেরও বেশি সময় এলাকাটি জলবদ্ধ অবস্থায় আছে। সেখানকার বাসিন্দাদের অনেকেই নিরুপায় হয়ে বাড়ি থেকে বের হতে বাঁশের সাঁকো তৈরি করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের পথগুলো নানাভাবে দখল হয়ে গেছে। এ ছাড়া বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়টি অনেকবার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বলা হয়েছে।
জলাবদ্ধ এলাকার বাসিন্দা আবুল কালাম, আসমা বেগম, মোমেনা বেগম, হায়দার খানসহ কয়েকজন বলেন, এই গ্রামের পাশের মাঠে ধানসহ বিভিন্ন ফসল হতো। কিন্তু ৪ / ৫ বছর ধরে সারা বছর পানি জমে থাকে। সেখানে কোনো চাষাবাদ করা যায় না। এ ছাড়া প্রত্যেকটি বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এখানকার ছেলে–মেয়েরা সব সময় বিভিন্ন রোগে ভুগছে।
স্থানীয় ইউপি সদস্য পাঞ্জু শেখ বলেন, বালুর ও বৃষ্টির পানি নিষ্কাশনের পথ অনেক আগেই নষ্ট হয়ে গেছে। পানিনিষ্কাশনের পথগুলোর রক্ষণাবেক্ষণের কাজ হয় না। ফলে দীর্ঘদিনের এই জলাবদ্ধতার নিরসন হয় না। এ ছাড়া বর্ষার সময় পানি বের হওয়া তেমন কোনো পথ থাকে না। ফলে জলাবদ্ধতা আরও প্রকট হয়।
স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমুল হাসান বলেন, এই জলাবদ্ধতায় তাঁরা বাস করতে পারছেন না। শিশুদের নিয়ে বিপদে রয়েছেন, পশু-পাখি পালন করা যাচ্ছে না। দ্রুত এই জলাবদ্ধতার সমাধান না করতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে না।
ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির বলেন, বিষয়টি উপজেলা উন্নয়ন সভায় তোলা হয়েছে, স্থানীয় প্রশাসন দ্রুত জলাবদ্ধতা নিরশন করা হবে বলে আশ্বাস দিয়েছে।
সম্প্রতি এলাকাটি পরিদর্শন করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। তিনি বলেন, এই এলাকার বাসিন্দাদের জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। নানাবিধ সমস্যার কারণে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। তা ছাড়া পানি নিষ্কাশনের পথগুলো অত্যন্ত নাজুক। তাঁরা শিগগিরই এই জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করবেন।
দীর্ঘদিনের জলাবদ্ধতায় চরম দুর্ভোগে ফরিদপুরের তিন শতাধিক পরিবার। যেখানে একসময় ফসল হতো, এখন সেখানে দীর্ঘসময় পানি জমে তৈরি হয়েছে নোংরা পরিবেশ। এমন অবস্থা ফরিদপুর শহরের ডিক্রীরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাটসংলগ্ন আইজউদ্দিন মাতুব্বরের ডাগি গ্রামে। তবে স্থানীয় প্রশাসন শিগগিরই এই জলাবদ্ধতা নিরশনের আশ্বাস দিয়েছে।
ওই এলাকায় গিয়ে দেখা যায়, পাশের পদ্মা নদী থেকে বেশ কয়েক জন বালু ব্যবসায়ী ট্রলার ও জাহাজ থেকে বালু তুলে সিঅ্যান্ডবি ঘাট (আইজউদ্দিন মাতুব্বর গ্রাম) এলাকায় রাখেন। আর এই বালু থেকে বের হওয়া পানি এলাকাটিতে ছড়ি পড়ে জলাবদ্ধতা সৃষ্টি করে।
এ ছাড়া বৃষ্টির পানিতে অবস্থার আরও অবনতি হয়েছে। এভাবে চার বছরেরও বেশি সময় এলাকাটি জলবদ্ধ অবস্থায় আছে। সেখানকার বাসিন্দাদের অনেকেই নিরুপায় হয়ে বাড়ি থেকে বের হতে বাঁশের সাঁকো তৈরি করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের পথগুলো নানাভাবে দখল হয়ে গেছে। এ ছাড়া বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ বিষয়টি অনেকবার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বলা হয়েছে।
জলাবদ্ধ এলাকার বাসিন্দা আবুল কালাম, আসমা বেগম, মোমেনা বেগম, হায়দার খানসহ কয়েকজন বলেন, এই গ্রামের পাশের মাঠে ধানসহ বিভিন্ন ফসল হতো। কিন্তু ৪ / ৫ বছর ধরে সারা বছর পানি জমে থাকে। সেখানে কোনো চাষাবাদ করা যায় না। এ ছাড়া প্রত্যেকটি বাড়ির চারপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে গেছে। এখানকার ছেলে–মেয়েরা সব সময় বিভিন্ন রোগে ভুগছে।
স্থানীয় ইউপি সদস্য পাঞ্জু শেখ বলেন, বালুর ও বৃষ্টির পানি নিষ্কাশনের পথ অনেক আগেই নষ্ট হয়ে গেছে। পানিনিষ্কাশনের পথগুলোর রক্ষণাবেক্ষণের কাজ হয় না। ফলে দীর্ঘদিনের এই জলাবদ্ধতার নিরসন হয় না। এ ছাড়া বর্ষার সময় পানি বের হওয়া তেমন কোনো পথ থাকে না। ফলে জলাবদ্ধতা আরও প্রকট হয়।
স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজমুল হাসান বলেন, এই জলাবদ্ধতায় তাঁরা বাস করতে পারছেন না। শিশুদের নিয়ে বিপদে রয়েছেন, পশু-পাখি পালন করা যাচ্ছে না। দ্রুত এই জলাবদ্ধতার সমাধান না করতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে না।
ডিক্রীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির বলেন, বিষয়টি উপজেলা উন্নয়ন সভায় তোলা হয়েছে, স্থানীয় প্রশাসন দ্রুত জলাবদ্ধতা নিরশন করা হবে বলে আশ্বাস দিয়েছে।
সম্প্রতি এলাকাটি পরিদর্শন করেন ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম। তিনি বলেন, এই এলাকার বাসিন্দাদের জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। নানাবিধ সমস্যার কারণে বৃষ্টির পানি দ্রুত নামতে পারছে না। তা ছাড়া পানি নিষ্কাশনের পথগুলো অত্যন্ত নাজুক। তাঁরা শিগগিরই এই জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করবেন।
প্রবৃদ্ধির শীর্ষে থেকেও বাংলাদেশের পোশাক রপ্তানি যুক্তরাষ্ট্রের বাজারে শ্রেষ্ঠত্ব অর্জনের দৌড়ে পিছিয়ে রয়েছে। ২০১৪ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের রপ্তানি ৫০ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে
১৫ ঘণ্টা আগেদুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ করহারসহ ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা-বাণিজ্য। রয়েছে সামাজিক সমস্যাও।
১৭ ঘণ্টা আগেজমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৫ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগে