অভয়নগর প্রতিনিধি
অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার কার্যালয় ও মন্দিরে হামলা চালানো হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অর্জুন সেন অভিযোগ করেছেন।
আওয়ামী লীগের এই প্রার্থী জানান, তালতলা খেয়াঘাট, মধ্যপুর ও বিভাগদী গ্রামে তাঁর তিনটি নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তাঁর বাড়িতেও ইট–পাটকেল নিক্ষেপ ও বাড়ি সংলগ্ন জগধাত্রী মন্দিরে হামলা চালানো হয়।
ঘটনার পর গতকাল শুক্রবার এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগধাত্রী মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার সেন বলেন, ‘আমার বসতবাড়ি মন্দিরের পাশে। রাত সাড়ে ৩টার দিকে আমার বাড়ির টিনের চালে ইট–পাটকেল পড়তে থাকে। এ সময় প্রতিবেশীদের ডেকে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মন্দিরের বারান্দায় আগুন জ্বলছে। নির্বাচন কেন্দ্র করে যারা মন্দিরে অগ্নিসংযোগ করেছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
প্রত্যক্ষদর্শী এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভোরে মন্দিরের পাশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ তৈয়েবুর রহমান ও এম এম আজিম উদ্দিনের ১০–১৫ জন কর্মীকে লাঠি হাতে ঘোরাঘুরি করতে দেখেছি।’
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অর্জুন সেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ তৈয়েবুর রহমান ও অপর প্রার্থী এম এম আজিম উদ্দিন নিজেদের পরাজয় নিশ্চিত ভেবে আমার তিনটি নির্বাচনী অফিসে আগুন ও বাড়িতে ইট–পাটকেল নিক্ষেপ করেছে।’
অভিযোগের বিষয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ তৈয়েবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অপর চেয়ারম্যান প্রার্থী এম এম আজিম উদ্দিন বলেন, ‘নির্বাচনী অফিস ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নৌকার প্রার্থী ও মন্দির কমিটি অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।’
অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীর প্রচার কার্যালয় ও মন্দিরে হামলা চালানো হয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অর্জুন সেন অভিযোগ করেছেন।
আওয়ামী লীগের এই প্রার্থী জানান, তালতলা খেয়াঘাট, মধ্যপুর ও বিভাগদী গ্রামে তাঁর তিনটি নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তাঁর বাড়িতেও ইট–পাটকেল নিক্ষেপ ও বাড়ি সংলগ্ন জগধাত্রী মন্দিরে হামলা চালানো হয়।
ঘটনার পর গতকাল শুক্রবার এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জগধাত্রী মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার সেন বলেন, ‘আমার বসতবাড়ি মন্দিরের পাশে। রাত সাড়ে ৩টার দিকে আমার বাড়ির টিনের চালে ইট–পাটকেল পড়তে থাকে। এ সময় প্রতিবেশীদের ডেকে ঘর থেকে বেরিয়ে এসে দেখি মন্দিরের বারান্দায় আগুন জ্বলছে। নির্বাচন কেন্দ্র করে যারা মন্দিরে অগ্নিসংযোগ করেছে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
প্রত্যক্ষদর্শী এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ভোরে মন্দিরের পাশে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ তৈয়েবুর রহমান ও এম এম আজিম উদ্দিনের ১০–১৫ জন কর্মীকে লাঠি হাতে ঘোরাঘুরি করতে দেখেছি।’
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অর্জুন সেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ তৈয়েবুর রহমান ও অপর প্রার্থী এম এম আজিম উদ্দিন নিজেদের পরাজয় নিশ্চিত ভেবে আমার তিনটি নির্বাচনী অফিসে আগুন ও বাড়িতে ইট–পাটকেল নিক্ষেপ করেছে।’
অভিযোগের বিষয়ে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ তৈয়েবুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অপর চেয়ারম্যান প্রার্থী এম এম আজিম উদ্দিন বলেন, ‘নির্বাচনী অফিস ও মন্দিরে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, ‘খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নৌকার প্রার্থী ও মন্দির কমিটি অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে