কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা কলারোয়ার ৮ নম্বর কেরেলকাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কিসমত-ইলিশপুরে সাধারণ ইউপি সদস্য পদের ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে।
এ অভিযোগ তুলে পুনরায় নির্বাচন কমিশনের কাছে এ ওয়ার্ডের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে মানববন্ধন করছে ফুটবল প্রতীকের প্রার্থী সাইফুর রহমানের কর্মী-সমর্থকেরা।
গত শুক্রবার বিকেল ৩টার দিকে কেরেলকাতা ইউনিয়নের মিস্ত্রি মোড় এলাকায় ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহসান হাবীবের নেতৃত্বে এ মানববন্ধন হয়।
সাইফুর রহমান ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধনে জানান, নির্বাচনের দিন সকাল থেকেই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হলেও ভোট গণনার সময় প্রিসাইডিং অফিসার হারুন আর রশিদ কারসাজি করেন। তাঁর এজেন্ট আহসান হাবিবকে মারপিট করে সাক্ষর না নিয়ে একপাক্ষিকভাবে ফলাফল ঘোষণা করেন। ওই সময় পুনরায় ভোট গ্রহণের দাবি জানালেও কোনো আমলে নেননি দায়িত্বরত প্রিসাইডিং অফিসার।
এ বিষয়ে মানববন্ধনে ফুটবল প্রতীকের এজেন্ট আহসান হাবিব বলেন, ‘ভোট গণনা শেষ না করেই প্রিসাইডিং অফিসার হারুন অর রশিদ মনগড়া ফলাফল ঘোষণা করতে সহকারী প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দেন। এ সময় প্রিসাইডিং অফিসারের কাছে আমি বারবার অনুরোধ করি ভোট গণনা শেষ করার জন্য। তখন তিনি হঠাৎ চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাকে মারতে নির্দেশ দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠি দিয়ে আমাকে মারধর করে অন্য কক্ষে আটকে রাখে। তা ছাড়া আমার কাছ থেকে ফলাফল শিটে কোনো স্বাক্ষর না নিয়ে ফলাফল ঘোষণা করেন।’
উপজেলার রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, যদি কোনো প্রার্থী যদি মনে করেন তাঁর ভোট গণনায় অনিয়ম হয়েছে তাহলে তিনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, নির্বাচনের দিন ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণার পরে দুই সদস্য প্রার্থীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এমনকি রাস্তা বন্ধ করেও তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও প্রশাসনিক কর্মকর্তারা গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো সদস্য প্রার্থীর কাছ থেকে থানায় কারও বিরুদ্ধে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা কলারোয়ার ৮ নম্বর কেরেলকাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কিসমত-ইলিশপুরে সাধারণ ইউপি সদস্য পদের ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে।
এ অভিযোগ তুলে পুনরায় নির্বাচন কমিশনের কাছে এ ওয়ার্ডের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে মানববন্ধন করছে ফুটবল প্রতীকের প্রার্থী সাইফুর রহমানের কর্মী-সমর্থকেরা।
গত শুক্রবার বিকেল ৩টার দিকে কেরেলকাতা ইউনিয়নের মিস্ত্রি মোড় এলাকায় ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহসান হাবীবের নেতৃত্বে এ মানববন্ধন হয়।
সাইফুর রহমান ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধনে জানান, নির্বাচনের দিন সকাল থেকেই ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হলেও ভোট গণনার সময় প্রিসাইডিং অফিসার হারুন আর রশিদ কারসাজি করেন। তাঁর এজেন্ট আহসান হাবিবকে মারপিট করে সাক্ষর না নিয়ে একপাক্ষিকভাবে ফলাফল ঘোষণা করেন। ওই সময় পুনরায় ভোট গ্রহণের দাবি জানালেও কোনো আমলে নেননি দায়িত্বরত প্রিসাইডিং অফিসার।
এ বিষয়ে মানববন্ধনে ফুটবল প্রতীকের এজেন্ট আহসান হাবিব বলেন, ‘ভোট গণনা শেষ না করেই প্রিসাইডিং অফিসার হারুন অর রশিদ মনগড়া ফলাফল ঘোষণা করতে সহকারী প্রিসাইডিং অফিসারকে নির্দেশ দেন। এ সময় প্রিসাইডিং অফিসারের কাছে আমি বারবার অনুরোধ করি ভোট গণনা শেষ করার জন্য। তখন তিনি হঠাৎ চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমাকে মারতে নির্দেশ দেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠি দিয়ে আমাকে মারধর করে অন্য কক্ষে আটকে রাখে। তা ছাড়া আমার কাছ থেকে ফলাফল শিটে কোনো স্বাক্ষর না নিয়ে ফলাফল ঘোষণা করেন।’
উপজেলার রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস জানান, যদি কোনো প্রার্থী যদি মনে করেন তাঁর ভোট গণনায় অনিয়ম হয়েছে তাহলে তিনি অবশ্যই আইনের আশ্রয় নিতে পারেন। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, নির্বাচনের দিন ভোট গ্রহণের পর ফলাফল ঘোষণার পরে দুই সদস্য প্রার্থীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এমনকি রাস্তা বন্ধ করেও তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও প্রশাসনিক কর্মকর্তারা গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো সদস্য প্রার্থীর কাছ থেকে থানায় কারও বিরুদ্ধে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে