এক মাসে বিএসটিআইয়ের ৪০ মামলা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৬
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১: ৩৭

রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নভেম্বর মাসে রাজশাহী বিভাগের আট জেলায় অভিযান চালিয়ে ৪০টি মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বরে ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগে রাজশাহী বিভাগের আট জেলায় ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ১১টি মামলায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া চারটি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে একটি নিয়মিত মামলা করা হয়।

‘বিএসটিআই আইন-২০১৮’ এর আওতায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের মান সনদ না থাকায় এবং অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের অভিযোগে মোট ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২টি মামলা করা হয়। এসব মামলায় ৩ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর বাইরে ১৬টি সার্ভিল্যান্স টিমের অভিযান পরিচালনার মাধ্যমে ছয়টি নিয়মিত মামলা করা হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ‘জাহাঙ্গীরনগর ব্লকেড’

শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে এক দিনের শোক, উপ-রেজিস্ট্রারসহ ৪ জন বরখাস্ত

এস আলম সংশ্লিষ্টতা: ৪৫৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল ইউনিয়ন ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে পোশাকের বাজারে বাংলাদেশ-চীনের জায়গা দখলের আশা ভারতের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত