গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
নদী, খাল-বিলে নিষিদ্ধ চায়না জাল ব্যবহারে টাঙ্গাইলের গোপালপুরে হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদ। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ-প্রতিবেশ। বিলীন হচ্ছে দেশি প্রজাতির ছোট-বড় মাছ। অন্যদিকে অভিযান চালিয়ে জব্দ করা চায়না জাল আগুনে পুড়িয়ে দায় সারছেন মৎস্য কর্মকর্তারা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, কয়েক দফা অভিযান চালিয়ে কয়েক শ নিষিদ্ধ চায়না জাল পোড়ানো হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবং অভিযোগ পেলে যেকোনো এলাকায় অভিযান চালানো হবে।
জানা গেছে, উপজেলার দীর্ঘতম বৈরান, ঝিনাই নদীসহ সব কয়েকটি বিলে প্রভাবশালীরা চায়না জাল দিয়ে মাছ ধরেন। এই জালে মা মাছ ও পোনা একসঙ্গে ধরা পড়ে। এমনকি এই সূক্ষ্ম জালে ঝিনুক, কাঁকড়া, ব্যাঙ, কুঁচিয়া, শামুক ও বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদও ধরা পড়ে। আর জাল থেকে মাছ বাছাই করতে গিয়ে এসব জলজ প্রাণী মারা যায়।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইন্দা গ্রামের গৃহিণী মাজেদা বেগম জানান, তিনি বাড়ির পাশে কুকরী বিলে সারা বছর হাঁস পালন করেন। এ থেকে যা আয় হয় তা দিয়ে তিনি ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালান। সারা বছর এ বিল থেকে হাঁসের খাবার শামুক সংগ্রহ করেন। কিন্তু গত দুই বছর চায়না জালের জন্য কুকরীসহ আশপাশের বিলে শামুক পাওয়া যায় না। গ্রামের আরও ২০/২৫টি পরিবার, যারা বিলে হাঁস পালন করে বাড়তি আয় করে, তারাও হাঁসের খাবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
একই গ্রামের হাসিনা বেগম শামুক-সংকটের জন্য চায়না জালকে দায়ী করে জানান, কারেন্ট জালের পরিবর্তে যেদিন থেকে নদী ও খাল-বিলে চায়না জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, সেদিন থেকেই দেশি জাতের মাছ নির্বংশ হচ্ছে। মাছের পর এখন বিলে পালন করা হাঁস চায়না জালের ফাঁদে পড়ে মারা যাচ্ছে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিখিল বর্মণ জানান, স্থানীয় খাল-বিলে কুঁচিয়া ধরে বাজারে বিক্রি করে তিনি সংসার চালান। কিন্তু এবার গোপালপুর উপজেলার প্রায় খাল-বিলে কুঁচিয়া পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, বর্ষাকালে চায়না জালে নির্বিচারে শিকার করা হয় মা মাছ। এতে মাছ ও পোনার সঙ্গে ধরা পড়ে ছোট-বড় কুঁচিয়া। জাল থেকে মাছ ছাড়িয়ে নেওয়ার সময় কুঁচিয়া ও এর পোনা মেরে ফেলা হয়।
মান্দিয়া গ্রামের বাসিন্দা রাকিব হাসান জানান, উপজেলার মান্দিয়া ছাড়াও সাহাপাড়া, কাগুজিআটা, লেবুআটা, নুটুরচর, দীঘলআটা ও ধুলুটিয়া গ্রামের কয়েক শ পরিবার বিলে হাঁস পালন করে সংসার চালান। চায়না জালে শুধু দেশি মাছ, পোনা, জলজ প্রাণী এবং দুর্লভ উদ্ভিদ নয়, এ জালের ফাঁদে হাঁসও বেঘোরে মারা যাচ্ছে।
স্থানীয় স্কুলশিক্ষক শামসুল হক জানান, চায়না জাল শুধু দেশি মাছ নির্বংশ করছে না; জলজ প্রাণী, এমনকি হাঁস খামারিদের নিঃস্ব করে চলেছে। চায়না জালে মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হতে থাকায় খাদ্যসংকটে অতিথি পাখির আগমনও কমে গেছে।
নদী, খাল-বিলে নিষিদ্ধ চায়না জাল ব্যবহারে টাঙ্গাইলের গোপালপুরে হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী ও উদ্ভিদ। ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ-প্রতিবেশ। বিলীন হচ্ছে দেশি প্রজাতির ছোট-বড় মাছ। অন্যদিকে অভিযান চালিয়ে জব্দ করা চায়না জাল আগুনে পুড়িয়ে দায় সারছেন মৎস্য কর্মকর্তারা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য আজকের পত্রিকাকে বলেন, কয়েক দফা অভিযান চালিয়ে কয়েক শ নিষিদ্ধ চায়না জাল পোড়ানো হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এবং অভিযোগ পেলে যেকোনো এলাকায় অভিযান চালানো হবে।
জানা গেছে, উপজেলার দীর্ঘতম বৈরান, ঝিনাই নদীসহ সব কয়েকটি বিলে প্রভাবশালীরা চায়না জাল দিয়ে মাছ ধরেন। এই জালে মা মাছ ও পোনা একসঙ্গে ধরা পড়ে। এমনকি এই সূক্ষ্ম জালে ঝিনুক, কাঁকড়া, ব্যাঙ, কুঁচিয়া, শামুক ও বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদও ধরা পড়ে। আর জাল থেকে মাছ বাছাই করতে গিয়ে এসব জলজ প্রাণী মারা যায়।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইন্দা গ্রামের গৃহিণী মাজেদা বেগম জানান, তিনি বাড়ির পাশে কুকরী বিলে সারা বছর হাঁস পালন করেন। এ থেকে যা আয় হয় তা দিয়ে তিনি ছেলেমেয়ের লেখাপড়ার খরচ চালান। সারা বছর এ বিল থেকে হাঁসের খাবার শামুক সংগ্রহ করেন। কিন্তু গত দুই বছর চায়না জালের জন্য কুকরীসহ আশপাশের বিলে শামুক পাওয়া যায় না। গ্রামের আরও ২০/২৫টি পরিবার, যারা বিলে হাঁস পালন করে বাড়তি আয় করে, তারাও হাঁসের খাবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছে।
একই গ্রামের হাসিনা বেগম শামুক-সংকটের জন্য চায়না জালকে দায়ী করে জানান, কারেন্ট জালের পরিবর্তে যেদিন থেকে নদী ও খাল-বিলে চায়না জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, সেদিন থেকেই দেশি জাতের মাছ নির্বংশ হচ্ছে। মাছের পর এখন বিলে পালন করা হাঁস চায়না জালের ফাঁদে পড়ে মারা যাচ্ছে।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিখিল বর্মণ জানান, স্থানীয় খাল-বিলে কুঁচিয়া ধরে বাজারে বিক্রি করে তিনি সংসার চালান। কিন্তু এবার গোপালপুর উপজেলার প্রায় খাল-বিলে কুঁচিয়া পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করে বলেন, বর্ষাকালে চায়না জালে নির্বিচারে শিকার করা হয় মা মাছ। এতে মাছ ও পোনার সঙ্গে ধরা পড়ে ছোট-বড় কুঁচিয়া। জাল থেকে মাছ ছাড়িয়ে নেওয়ার সময় কুঁচিয়া ও এর পোনা মেরে ফেলা হয়।
মান্দিয়া গ্রামের বাসিন্দা রাকিব হাসান জানান, উপজেলার মান্দিয়া ছাড়াও সাহাপাড়া, কাগুজিআটা, লেবুআটা, নুটুরচর, দীঘলআটা ও ধুলুটিয়া গ্রামের কয়েক শ পরিবার বিলে হাঁস পালন করে সংসার চালান। চায়না জালে শুধু দেশি মাছ, পোনা, জলজ প্রাণী এবং দুর্লভ উদ্ভিদ নয়, এ জালের ফাঁদে হাঁসও বেঘোরে মারা যাচ্ছে।
স্থানীয় স্কুলশিক্ষক শামসুল হক জানান, চায়না জাল শুধু দেশি মাছ নির্বংশ করছে না; জলজ প্রাণী, এমনকি হাঁস খামারিদের নিঃস্ব করে চলেছে। চায়না জালে মাছ ও জলজ প্রাণী বিলুপ্ত হতে থাকায় খাদ্যসংকটে অতিথি পাখির আগমনও কমে গেছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে