সৌগত বসু, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যের দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৬৬ শতাংশই ব্যবসায়ী। নির্বাচিত ২৯৮ জন প্রার্থীর মধ্যে কমপক্ষে ১৯৭ জন এই পেশার। রাজনীতিবিদ রয়েছেন ২৭ জন, যা নির্বাচিতদের ৯ শতাংশ। আইনজীবী নির্বাচিত হয়েছেন ২৪ জন বা ৮ শতাংশ। এ ছাড়া কৃষি খাতে আয় করেন এমন সদস্য নির্বাচিত হয়েছেন ১৪ জন, চিকিৎসক ১২ জন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ৬ জন এবং শিক্ষক আছেন ৫ জন। নির্বাচিত এসব প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্য বলছে, একাদশ জাতীয় সংসদের সদস্যদের মধ্যে ৬১ শতাংশ ছিলেন ব্যবসায়ী, ১৩ শতাংশ আইনজীবী, ২১ শতাংশ অন্যান্য পেশার এবং ৫ শতাংশ রাজনীতিক ছিলেন। আর প্রথম জাতীয় সংসদে মাত্র ১৮ শতাংশ ছিলেন ব্যবসায়ী।
সংসদে ব্যবসায়ীদের এমন উল্লেখযোগ্য হারে সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা বা প্রজ্ঞার ওপর নির্ভর করে ব্যবসায়ীদের রাজনীতিতে আসা নির্ধারিত হয় না। নির্ধারিত হয় তাঁদের ব্যবসায়িক শক্তির বলে।
হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ১৯৭ জন ব্যবসায়ীর মধ্যে সালমান এফ রহমান, এ কে আজাদ, গোলাম দস্তগীর গাজী, কাজী নাবিল আহমেদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাঈদ খোকন, ওয়াকিল উদ্দিন, আবদুস সালাম মূর্শেদী, শাহরিয়ার আলম, তাজুল ইসলাম, সেলিম ওসমান, টিপু মুনশি, সাধন চন্দ্র মজুমদার উল্লেখযোগ্য।
নতুন সংসদে পেশায় রাজনীতিবিদ আছেন রাশেদ খান মেনন, জি এম কাদের, মতিয়া চৌধুরী, আ স ম ফিরোজ, তোফায়েল আহমেদ, উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ, নুরুল ইসলাম নাহিদ, ময়েজ উদ্দিন শরীফ প্রমুখ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হলফনামায় নিজেকে বেসরকারি চাকরিজীবী উল্লেখ করেছেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এখন ব্যবসা আর রাজনীতি একাকার হয়ে গেছে। যেটা ব্যবসা, সেটাই রাজনীতি। তাঁরা (সংসদ সদস্য) জনপ্রতিনিধি হিসেবে তাঁদের অবস্থানকে ব্যবসায়িক সুবিধা অর্জনের ক্ষেত্র হিসেবে দেখেন। এতে করে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হয় না। এতে করে যাঁরা মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের ব্যবসায়িক প্রতিপত্তি না থাকায় দিন দিন কোণঠাসা হয়ে পড়ছেন।
এদিকে দ্বাদশ সংসদে পেশায় চিকিৎসক নির্বাচিত হয়েছেন শিশুবিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, অর্থোপেডিক অধ্যাপক আ ফ ম রুহুল হক, ডা. হামিদুল হক খন্দকার প্রমুখ। ক্রিকেটার হিসেবে নতুন করে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হলফনামায় নিজের পেশা উল্লেখ করেছেন রাজনীতিবিদ।
এবার পেশায় আইনজীবী আছেন আনিসুল হক, শ ম রেজাউল করিম, বীরেন শিকদার, ব্যারিস্টার শাহজাহান ওমর, মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। হলফনামায় সমাজসেবক হিসেবে পেশা উল্লেখ করেছেন প্রয়াত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। আব্দুল লতিফ পেশা উল্লেখ করেছেন গবেষক ও লেখক। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে আছেন আবুল কালাম আজাদ, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, ড. মোহাম্মদ সাদিক প্রমুখ। পেশায় সম্মানী ভাতা লিখেছেন আ ক ম বাহাউদ্দীন বাহার।
এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ‘ব্যবসায়ীদের এভাবে সংসদে উঠে আসা রাজনীতির জন্য ভালো নয়। এতে একধরনের গোষ্ঠীস্বার্থ উদ্ধার হচ্ছে। তারা যে আইন প্রণয়ন করবে সেটিও একটি গোষ্ঠীকে কেন্দ্র করেই করবে। সেখানে একটি গোষ্ঠী সুবিধা পাবে। তাঁদের কারণে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিকেরা বিলুপ্ত হচ্ছে। এটি দেশের জনগণের জন্য ক্ষতিকর বিষয়।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যের দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৬৬ শতাংশই ব্যবসায়ী। নির্বাচিত ২৯৮ জন প্রার্থীর মধ্যে কমপক্ষে ১৯৭ জন এই পেশার। রাজনীতিবিদ রয়েছেন ২৭ জন, যা নির্বাচিতদের ৯ শতাংশ। আইনজীবী নির্বাচিত হয়েছেন ২৪ জন বা ৮ শতাংশ। এ ছাড়া কৃষি খাতে আয় করেন এমন সদস্য নির্বাচিত হয়েছেন ১৪ জন, চিকিৎসক ১২ জন, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ৬ জন এবং শিক্ষক আছেন ৫ জন। নির্বাচিত এসব প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) তথ্য বলছে, একাদশ জাতীয় সংসদের সদস্যদের মধ্যে ৬১ শতাংশ ছিলেন ব্যবসায়ী, ১৩ শতাংশ আইনজীবী, ২১ শতাংশ অন্যান্য পেশার এবং ৫ শতাংশ রাজনীতিক ছিলেন। আর প্রথম জাতীয় সংসদে মাত্র ১৮ শতাংশ ছিলেন ব্যবসায়ী।
সংসদে ব্যবসায়ীদের এমন উল্লেখযোগ্য হারে সংখ্যাগরিষ্ঠতার বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক অভিজ্ঞতা বা প্রজ্ঞার ওপর নির্ভর করে ব্যবসায়ীদের রাজনীতিতে আসা নির্ধারিত হয় না। নির্ধারিত হয় তাঁদের ব্যবসায়িক শক্তির বলে।
হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, ১৯৭ জন ব্যবসায়ীর মধ্যে সালমান এফ রহমান, এ কে আজাদ, গোলাম দস্তগীর গাজী, কাজী নাবিল আহমেদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাঈদ খোকন, ওয়াকিল উদ্দিন, আবদুস সালাম মূর্শেদী, শাহরিয়ার আলম, তাজুল ইসলাম, সেলিম ওসমান, টিপু মুনশি, সাধন চন্দ্র মজুমদার উল্লেখযোগ্য।
নতুন সংসদে পেশায় রাজনীতিবিদ আছেন রাশেদ খান মেনন, জি এম কাদের, মতিয়া চৌধুরী, আ স ম ফিরোজ, তোফায়েল আহমেদ, উপাধ্যক্ষ মো. আব্দুস সহিদ, নুরুল ইসলাম নাহিদ, ময়েজ উদ্দিন শরীফ প্রমুখ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হলফনামায় নিজেকে বেসরকারি চাকরিজীবী উল্লেখ করেছেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, এখন ব্যবসা আর রাজনীতি একাকার হয়ে গেছে। যেটা ব্যবসা, সেটাই রাজনীতি। তাঁরা (সংসদ সদস্য) জনপ্রতিনিধি হিসেবে তাঁদের অবস্থানকে ব্যবসায়িক সুবিধা অর্জনের ক্ষেত্র হিসেবে দেখেন। এতে করে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন হয় না। এতে করে যাঁরা মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের ব্যবসায়িক প্রতিপত্তি না থাকায় দিন দিন কোণঠাসা হয়ে পড়ছেন।
এদিকে দ্বাদশ সংসদে পেশায় চিকিৎসক নির্বাচিত হয়েছেন শিশুবিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, অর্থোপেডিক অধ্যাপক আ ফ ম রুহুল হক, ডা. হামিদুল হক খন্দকার প্রমুখ। ক্রিকেটার হিসেবে নতুন করে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হলফনামায় নিজের পেশা উল্লেখ করেছেন রাজনীতিবিদ।
এবার পেশায় আইনজীবী আছেন আনিসুল হক, শ ম রেজাউল করিম, বীরেন শিকদার, ব্যারিস্টার শাহজাহান ওমর, মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। হলফনামায় সমাজসেবক হিসেবে পেশা উল্লেখ করেছেন প্রয়াত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত। আব্দুল লতিফ পেশা উল্লেখ করেছেন গবেষক ও লেখক। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে আছেন আবুল কালাম আজাদ, সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, ড. মোহাম্মদ সাদিক প্রমুখ। পেশায় সম্মানী ভাতা লিখেছেন আ ক ম বাহাউদ্দীন বাহার।
এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, ‘ব্যবসায়ীদের এভাবে সংসদে উঠে আসা রাজনীতির জন্য ভালো নয়। এতে একধরনের গোষ্ঠীস্বার্থ উদ্ধার হচ্ছে। তারা যে আইন প্রণয়ন করবে সেটিও একটি গোষ্ঠীকে কেন্দ্র করেই করবে। সেখানে একটি গোষ্ঠী সুবিধা পাবে। তাঁদের কারণে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিকেরা বিলুপ্ত হচ্ছে। এটি দেশের জনগণের জন্য ক্ষতিকর বিষয়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে