বেনাপোল (যশোর) প্রতিনিধি
পূজা উদ্যাপন আর স্বজনদের সঙ্গে দেখা করতে বেনাপোল বন্দর দিয়ে ভারত যেতে বেড়েছে যাত্রীর চাপ। তবে দুই পারে নানান অব্যবস্থাপনায় দীর্ঘ লাইনে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। ওপারে ইমিগ্রেশনে জনবলসংকট আর এপারে যাত্রীছাউনি না থাকায় যাত্রীর চাপে দুর্ভোগ বাড়লেও স্বস্তির ভ্রমণে নজর নেই কর্তৃপক্ষের।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত-বাংলাদেশ বিভক্ত হলেও ওপারের মানুষের সঙ্গে এপারের মানুষের আত্মীয়তার ও বন্ধুত্বের সম্পর্ক রয়ে গেছে। প্রতিবছর অসংখ্য মানুষ ভারতে যান স্বজনদের সঙ্গে দেখা করতে এবং পূজা দেখতে। করোনার কারণে গত দুই বছর ভিসার জটিলতায় মানুষ যেতে পারেনি ভারতে। তবে এখন করোনা সংক্রমণ কমে আসায় ভিসা সহজীকরণে যাতায়াত বেড়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন আড়াই হাজার থেকে তিন হাজার যাত্রী যাতায়াত করলেও এখন বেড়েছে দ্বিগুণ। তবে ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দরে কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে না ওঠায় দুর্ভোগ কমেনি। প্রতিবছর বেনাপোল বন্দর হয়ে ভারতে যান ১৬ লাখ থেকে ১৭ লাখ পাসপোর্ট যাত্রী; যা থেকে সরকারের ভ্রমণ খাতে রাজস্ব আসে প্রায় ১০০ কোটি টাকা, আর ভিসা ফি বাবদ ভারত সরকারের আয় হয় প্রায় ১৫০ কোটি টাকা।
যাত্রী বলবীর জানান, বন্দরের ট্যাক্স নিতে ৪ ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। ভ্রমণ করের মতো এটা অনলাইনে পরিশোধের ব্যবস্থা থাকলে ভোগান্তি কমবে।
যাত্রী দীপ বিশ্বাস জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কখনো প্রখর রোদ কখনো বৃষ্টিতে ভিজতে হয় যাত্রীদের। এতে সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা।
পাসপোর্টধারী যাত্রী রাকেশ জানান, গত দুই বছর করোনার কারণে ভারতে যেতে পারেনি। এবার ভিসা সহজ হওয়ায় পূজা উপভোগ করতে এবং স্বজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তবে নানান অব্যবস্থাপনায় দুর্ভোগ বেড়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, পূজায় যাত্রী যাতায়াতের চাপ বেড়েছে। যাত্রী তদারকিতে কাজ করছে কাস্টমস, বন্দর ও ইমিগ্রেশন পুলিশ। যাত্রীসেবা বাড়াতে বন্দরে যাত্রীছাউনিসহ নানান অবকাঠামো উন্নয়নকাজ শিগগিরই শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদ হোসেন জানান, কেবল করোনা টিকার দুই ডোজ গ্রহণের সনদ থাকলে পাসপোর্টধারীরা ভারত ভ্রমণে যেতে পারছেন।
পূজা উদ্যাপন আর স্বজনদের সঙ্গে দেখা করতে বেনাপোল বন্দর দিয়ে ভারত যেতে বেড়েছে যাত্রীর চাপ। তবে দুই পারে নানান অব্যবস্থাপনায় দীর্ঘ লাইনে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাঁদের। ওপারে ইমিগ্রেশনে জনবলসংকট আর এপারে যাত্রীছাউনি না থাকায় যাত্রীর চাপে দুর্ভোগ বাড়লেও স্বস্তির ভ্রমণে নজর নেই কর্তৃপক্ষের।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ভারত-বাংলাদেশ বিভক্ত হলেও ওপারের মানুষের সঙ্গে এপারের মানুষের আত্মীয়তার ও বন্ধুত্বের সম্পর্ক রয়ে গেছে। প্রতিবছর অসংখ্য মানুষ ভারতে যান স্বজনদের সঙ্গে দেখা করতে এবং পূজা দেখতে। করোনার কারণে গত দুই বছর ভিসার জটিলতায় মানুষ যেতে পারেনি ভারতে। তবে এখন করোনা সংক্রমণ কমে আসায় ভিসা সহজীকরণে যাতায়াত বেড়েছে। স্বাভাবিক সময়ে প্রতিদিন আড়াই হাজার থেকে তিন হাজার যাত্রী যাতায়াত করলেও এখন বেড়েছে দ্বিগুণ। তবে ভারতের পেট্রাপোল ও বেনাপোল বন্দরে কাঙ্ক্ষিত অবকাঠামো গড়ে না ওঠায় দুর্ভোগ কমেনি। প্রতিবছর বেনাপোল বন্দর হয়ে ভারতে যান ১৬ লাখ থেকে ১৭ লাখ পাসপোর্ট যাত্রী; যা থেকে সরকারের ভ্রমণ খাতে রাজস্ব আসে প্রায় ১০০ কোটি টাকা, আর ভিসা ফি বাবদ ভারত সরকারের আয় হয় প্রায় ১৫০ কোটি টাকা।
যাত্রী বলবীর জানান, বন্দরের ট্যাক্স নিতে ৪ ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। ভ্রমণ করের মতো এটা অনলাইনে পরিশোধের ব্যবস্থা থাকলে ভোগান্তি কমবে।
যাত্রী দীপ বিশ্বাস জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কখনো প্রখর রোদ কখনো বৃষ্টিতে ভিজতে হয় যাত্রীদের। এতে সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা।
পাসপোর্টধারী যাত্রী রাকেশ জানান, গত দুই বছর করোনার কারণে ভারতে যেতে পারেনি। এবার ভিসা সহজ হওয়ায় পূজা উপভোগ করতে এবং স্বজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তবে নানান অব্যবস্থাপনায় দুর্ভোগ বেড়েছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, পূজায় যাত্রী যাতায়াতের চাপ বেড়েছে। যাত্রী তদারকিতে কাজ করছে কাস্টমস, বন্দর ও ইমিগ্রেশন পুলিশ। যাত্রীসেবা বাড়াতে বন্দরে যাত্রীছাউনিসহ নানান অবকাঠামো উন্নয়নকাজ শিগগিরই শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদ হোসেন জানান, কেবল করোনা টিকার দুই ডোজ গ্রহণের সনদ থাকলে পাসপোর্টধারীরা ভারত ভ্রমণে যেতে পারছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে