আনোয়ার সাদাৎ ইমরান, মধুপুর
মধুপুরে সড়কের পুনর্নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে ইটের পরিত্যক্ত গুঁড়া (ডাস্ট)। এতে খুব অল্প সময়েই সড়ক নষ্ট হয়ে যাবে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা।
জানা যায়, মধুপুর উপজেলা হেডকোয়ার্টার থেকে চাপড়ী হাট জিসি রাস্তা পর্যন্ত সড়কের পুনর্নির্মাণকাজ চলমান রয়েছে। এই কাজের চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ৪ কোটি ২৪ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’র আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। গত বছরের ২০ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আলিফ ট্রেডার্স কাজ পেলেও বাস্তবায়ন করছে সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঠিকাদারের কর্মী মিন্টু মিয়া জানান, ৪ হাজার ১০০ মিটার রাস্তার দুই কিলোমিটার ব্যতীত পুরো অংশ ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। এর জন্য আগের পাকা সড়কে পিচ ঢালাইয়ের অংশ ট্রাক্টর দিয়ে ভেঙে আলগা করা হয়েছে। এর ওপরে ছয় ইঞ্চি মেকাডাম (সড়কে পিচের নিচের স্তর) করা হয়েছে। মেকাডামে ব্যবহার করা হচ্ছে ইটের সুরকি ও ইট ভাঙানোর পর বের হওয়া ডাস্ট। যেগুলো খোলা মাঠে স্তূপ করে ভিজিয়ে রেখে রাস্তায় ব্যবহার করা হচ্ছে। ডাস্ট ও সুরকি রাস্তায় ফেলার পর আবার পুরো রাস্তায় ডাস্ট ছিটানোর পর মেশিন দিয়ে রাস্তা সমান করা হয়েছে। এর ওপর দেড় ইঞ্চি পাথর ও বিটুমিন দিয়ে ঢালাই দেওয়া হবে।
এ ব্যাপারে মধুপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন বলেন, ‘ইটের খোয়ার সঙ্গে ডাস্ট ব্যবহার একটি নতুন প্রযুক্তি। প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে ৮০ ভাগ ৩৮ ও ১৯ মিলিমিটারের নিচের সাইজের খোয়া এবং ২০ ভাগ ডাস্ট (ধুলাতুল্য ইটের মিহি গুঁড়া) পানি দিয়ে ৩ থেকে ৪ দিন ভিজিয়ে রেখে ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে তৈরি রাস্তা আরও বেশি শক্তিশালী ও টেকসই হবে।’
মধুপুরের নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাকিম বলেন, ‘জলছাদে ইটের সুরকির সঙ্গে ডাস্ট ছাড়াও পাথর চুন, আঠা তৈরির জন্য নালীসহ বিভিন্ন উপকরণ মেশানো হয়। তারপর দুই বা তিন দিন পরপর ৫-৬ বার মিশ্রণগুলোকে পুনরায় উলটপালট করে মেশানো হয়। মিশ্রণগুলো আঠালো হয়ে গেলে ছাদে বিছিয়ে পিটিয়ে দেওয়া হয়। তবে এই রাস্তা নির্মাণে তেমনটা না করে শুধু ইটের খোয়া ও ডাস্ট ব্যবহার হচ্ছে। আঠালো হবে কীভাবে, আমরা বুঝি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের সাদা চোখে এই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের। তবে বিশেষজ্ঞরা কোন পদ্ধতি অবলম্বন করে টেকসই হওয়ার দাবি করছেন, সে বিষয়ে তাঁরাই ভালো জানেন।’
নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, নিম্নমানের উপাদান ব্যবহারের সুযোগ করে দিয়েছে ডাস্ট ব্যবহার পদ্ধতিটিই। এতে করে রাস্তাটি আগের চেয়েও নিম্নমানের হবে। এই মেকাডামের ওপর দেড় ইঞ্চির কার্পেটিং কদিন পরই উঠে যাবে। টেকসই হওয়ার প্রশ্নই আসে না।
মধুপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার বলেন, ‘আগে ডব্লিউবিএম বা ওয়াটার বাউন্ড মেকাডাম পদ্ধতি ছিল। এই প্রকল্পে নতুন পদ্ধতি ডব্লিউএমএম বা ওয়াটার মিক্সড মেকাডাম করা হচ্ছে। এতে করে রাস্তার গুণগত মান আরও ভালো হবে। টেকসই হবে।’ তবে ডব্লিউএমএম পদ্ধতিটি কোন দেশের কোন প্রকল্পের অনুসরণে করা হয়েছে, এমন প্রশ্নের কোনো উত্তর মেলেনি মধুপুর এলজিইডির পক্ষ থেকে।
প্রকল্পের টিম লিডার প্রকৌশলী মো. লোকমান হোসেন বলেছেন, ‘এই পদ্ধতি কোনো দেশ বা কোনো প্রকল্পে অনুসরণ করা করা হয়নি। আমাদের দেশের প্রকৌশলীগণ গবেষণার পর ডব্লিউএমএম পদ্ধতিতে সড়ক নির্মাণ করছেন। মেকাডামে ব্যবহৃত হওয়া ডাস্টগুলো ফিলার হিসেবে কাজ করবে। প্রকল্পটির অধীন সব রাস্তার কাজ এই পদ্ধতিতেই হবে।’
মধুপুরে সড়কের পুনর্নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে ইটের পরিত্যক্ত গুঁড়া (ডাস্ট)। এতে খুব অল্প সময়েই সড়ক নষ্ট হয়ে যাবে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা।
জানা যায়, মধুপুর উপজেলা হেডকোয়ার্টার থেকে চাপড়ী হাট জিসি রাস্তা পর্যন্ত সড়কের পুনর্নির্মাণকাজ চলমান রয়েছে। এই কাজের চুক্তিমূল্য নির্ধারণ করা হয় ৪ কোটি ২৪ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ‘ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’র আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। গত বছরের ২০ সেপ্টেম্বর প্রকল্পের কাজ শুরু হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আলিফ ট্রেডার্স কাজ পেলেও বাস্তবায়ন করছে সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান।
ঠিকাদারের কর্মী মিন্টু মিয়া জানান, ৪ হাজার ১০০ মিটার রাস্তার দুই কিলোমিটার ব্যতীত পুরো অংশ ১৮ ফুট প্রশস্ত করা হচ্ছে। এর জন্য আগের পাকা সড়কে পিচ ঢালাইয়ের অংশ ট্রাক্টর দিয়ে ভেঙে আলগা করা হয়েছে। এর ওপরে ছয় ইঞ্চি মেকাডাম (সড়কে পিচের নিচের স্তর) করা হয়েছে। মেকাডামে ব্যবহার করা হচ্ছে ইটের সুরকি ও ইট ভাঙানোর পর বের হওয়া ডাস্ট। যেগুলো খোলা মাঠে স্তূপ করে ভিজিয়ে রেখে রাস্তায় ব্যবহার করা হচ্ছে। ডাস্ট ও সুরকি রাস্তায় ফেলার পর আবার পুরো রাস্তায় ডাস্ট ছিটানোর পর মেশিন দিয়ে রাস্তা সমান করা হয়েছে। এর ওপর দেড় ইঞ্চি পাথর ও বিটুমিন দিয়ে ঢালাই দেওয়া হবে।
এ ব্যাপারে মধুপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন বলেন, ‘ইটের খোয়ার সঙ্গে ডাস্ট ব্যবহার একটি নতুন প্রযুক্তি। প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে ৮০ ভাগ ৩৮ ও ১৯ মিলিমিটারের নিচের সাইজের খোয়া এবং ২০ ভাগ ডাস্ট (ধুলাতুল্য ইটের মিহি গুঁড়া) পানি দিয়ে ৩ থেকে ৪ দিন ভিজিয়ে রেখে ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে তৈরি রাস্তা আরও বেশি শক্তিশালী ও টেকসই হবে।’
মধুপুরের নির্মাণ প্রকৌশল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাকিম বলেন, ‘জলছাদে ইটের সুরকির সঙ্গে ডাস্ট ছাড়াও পাথর চুন, আঠা তৈরির জন্য নালীসহ বিভিন্ন উপকরণ মেশানো হয়। তারপর দুই বা তিন দিন পরপর ৫-৬ বার মিশ্রণগুলোকে পুনরায় উলটপালট করে মেশানো হয়। মিশ্রণগুলো আঠালো হয়ে গেলে ছাদে বিছিয়ে পিটিয়ে দেওয়া হয়। তবে এই রাস্তা নির্মাণে তেমনটা না করে শুধু ইটের খোয়া ও ডাস্ট ব্যবহার হচ্ছে। আঠালো হবে কীভাবে, আমরা বুঝি না।’
তিনি আরও বলেন, ‘আমাদের সাদা চোখে এই রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের। তবে বিশেষজ্ঞরা কোন পদ্ধতি অবলম্বন করে টেকসই হওয়ার দাবি করছেন, সে বিষয়ে তাঁরাই ভালো জানেন।’
নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার বলেন, নিম্নমানের উপাদান ব্যবহারের সুযোগ করে দিয়েছে ডাস্ট ব্যবহার পদ্ধতিটিই। এতে করে রাস্তাটি আগের চেয়েও নিম্নমানের হবে। এই মেকাডামের ওপর দেড় ইঞ্চির কার্পেটিং কদিন পরই উঠে যাবে। টেকসই হওয়ার প্রশ্নই আসে না।
মধুপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার বলেন, ‘আগে ডব্লিউবিএম বা ওয়াটার বাউন্ড মেকাডাম পদ্ধতি ছিল। এই প্রকল্পে নতুন পদ্ধতি ডব্লিউএমএম বা ওয়াটার মিক্সড মেকাডাম করা হচ্ছে। এতে করে রাস্তার গুণগত মান আরও ভালো হবে। টেকসই হবে।’ তবে ডব্লিউএমএম পদ্ধতিটি কোন দেশের কোন প্রকল্পের অনুসরণে করা হয়েছে, এমন প্রশ্নের কোনো উত্তর মেলেনি মধুপুর এলজিইডির পক্ষ থেকে।
প্রকল্পের টিম লিডার প্রকৌশলী মো. লোকমান হোসেন বলেছেন, ‘এই পদ্ধতি কোনো দেশ বা কোনো প্রকল্পে অনুসরণ করা করা হয়নি। আমাদের দেশের প্রকৌশলীগণ গবেষণার পর ডব্লিউএমএম পদ্ধতিতে সড়ক নির্মাণ করছেন। মেকাডামে ব্যবহৃত হওয়া ডাস্টগুলো ফিলার হিসেবে কাজ করবে। প্রকল্পটির অধীন সব রাস্তার কাজ এই পদ্ধতিতেই হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে