বিনোদন প্রতিবেদক, ঢাকা
মেহ্জাবীন চৌধুরী এবার আসছেন গানের প্রতিযোগিতার বিচারক হয়ে। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় আজ শুক্রবার থাকছে ভালোবাসার গানের পর্ব। আর মেহ্জাবীন এই বিশেষ পর্বে অতিথি বিচারকের দায়িত্ব সামলাবেন। তাঁর সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে থাকছেন এস আই টুটুল, রুমানা ইসলাম ও পিন্টু ঘোষ।
মেহ্জাবীন গানের মানুষ নন। তবে গান শুনতে ভীষণ ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করবেন। আর মেহ্জাবীন দেখবেন সবার আত্মবিশ্বাস ও উপস্থাপনার বিষয়টি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি, সে কারণে প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হয়েছি। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।’
‘হারিয়ে যাও গানের টানে’ প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় প্রতিযোগীদের গানের টানে হারিয়ে গিয়েছেন মেহ্জাবীন নিজেও। আজকের এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন স্কয়ার গ্রুপের আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স।
তাঁদের সঙ্গে এই সময়ের অন্যতম জনপ্রিয় তারকা মেহ্জাবীনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে। পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। ‘স্কয়ার সুরের সেরা’ প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।
মাঝে দুই মাস অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মেহ্জাবীন। নাটকে অভিনয় না করলেও এ সময় বিজ্ঞাপনের শুটিং করেছেন। মোবাইল ফোন কোম্পানি টেকনো ও এলজির শুভেচ্ছাদূত তিনি। বিজ্ঞাপন করেছেন এই প্রতিষ্ঠানের পাঁচটি পণ্যের।
সম্প্রতি ভিকি জাহেদের ‘মার্ডার’ সিনেমায় অভিনয় করেছেন মেহ্জাবীন। সঙ্গে আছেন আফরান নিশো। চরকিতে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে মাত্র তিনটি নাটকে কাজ করেছেন তিনি। মাহমুদুর রহমান হিমির ‘পার্থক্য’, মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘কাজল’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘লাফ’।
মেহ্জাবীন চৌধুরী এবার আসছেন গানের প্রতিযোগিতার বিচারক হয়ে। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় আজ শুক্রবার থাকছে ভালোবাসার গানের পর্ব। আর মেহ্জাবীন এই বিশেষ পর্বে অতিথি বিচারকের দায়িত্ব সামলাবেন। তাঁর সঙ্গে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে থাকছেন এস আই টুটুল, রুমানা ইসলাম ও পিন্টু ঘোষ।
মেহ্জাবীন গানের মানুষ নন। তবে গান শুনতে ভীষণ ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করবেন। আর মেহ্জাবীন দেখবেন সবার আত্মবিশ্বাস ও উপস্থাপনার বিষয়টি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি নিজেও রিয়েলিটি শো থেকে এসেছি, সে কারণে প্রতিযোগীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হয়েছি। পুরো আয়োজনটি আমাকে মুগ্ধ করেছে।’
‘হারিয়ে যাও গানের টানে’ প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় প্রতিযোগীদের গানের টানে হারিয়ে গিয়েছেন মেহ্জাবীন নিজেও। আজকের এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন স্কয়ার গ্রুপের আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স।
তাঁদের সঙ্গে এই সময়ের অন্যতম জনপ্রিয় তারকা মেহ্জাবীনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে। পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। ‘স্কয়ার সুরের সেরা’ প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে ৭টায়, মাছরাঙা টেলিভিশনে।
মাঝে দুই মাস অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মেহ্জাবীন। নাটকে অভিনয় না করলেও এ সময় বিজ্ঞাপনের শুটিং করেছেন। মোবাইল ফোন কোম্পানি টেকনো ও এলজির শুভেচ্ছাদূত তিনি। বিজ্ঞাপন করেছেন এই প্রতিষ্ঠানের পাঁচটি পণ্যের।
সম্প্রতি ভিকি জাহেদের ‘মার্ডার’ সিনেমায় অভিনয় করেছেন মেহ্জাবীন। সঙ্গে আছেন আফরান নিশো। চরকিতে ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে মাত্র তিনটি নাটকে কাজ করেছেন তিনি। মাহমুদুর রহমান হিমির ‘পার্থক্য’, মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘কাজল’ ও মিজানুর রহমান আরিয়ানের ‘লাফ’।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে