যশোর প্রতিনিধি
ফেসবুকে স্ট্যাটাসের জেরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিকেলে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম হৃদয় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ। তাঁরা যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারী।
অফিস আদেশে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘটিত মারামারির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে অস্ত্রধারী দুজন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম হৃদয় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আসিফ আহমেদকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের দায়ে সাময়িক বহিষ্কার করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির তদন্ত চলাকালে তাঁদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একই সঙ্গে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্টকে ওই দুই শিক্ষার্থীকে হলে প্রবেশ ও অবস্থান করতে না দেওয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্ত কমিটির তদন্তকাজে সহায়তা করার জন্য তাঁরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
যবিপ্রবি রেজিস্ট্রারের সই করা আরেকটি অফিস আদেশে ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. মেহেদী হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন মো. হাফিজ উদ্দিন ও সদস্যসচিব প্রক্টর হাসান মো. আল-ইমরান। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাঁদের ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২০১৭ সালের ৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলে ডাকাতি হয়। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শামীম হাসানের উদ্দেশে ফেসবুকে স্ট্যাটাস দেন ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী নুরুল আমিন। এ স্ট্যাটাসে ক্ষুব্ধ হন সাবেক সাধারণ সম্পাদক এস এম শামীম হাসানের ভাগনে এবং বর্তমান যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল ও তাঁর অনুসারীরা।
এ ঘটনার জেরে গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কদমতলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল ও সভাপতি সোহেল রানার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
ফেসবুকে স্ট্যাটাসের জেরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বুধবার বিকেলে যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীবের সই করা পৃথক দুটি অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম হৃদয় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ। তাঁরা যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারী।
অফিস আদেশে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদের দুই পক্ষের মধ্যে সংঘটিত মারামারির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে অস্ত্রধারী দুজন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম হৃদয় এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আসিফ আহমেদকে বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের দায়ে সাময়িক বহিষ্কার করা হলো।
অফিস আদেশে আরও বলা হয়, এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির তদন্ত চলাকালে তাঁদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। একই সঙ্গে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্টকে ওই দুই শিক্ষার্থীকে হলে প্রবেশ ও অবস্থান করতে না দেওয়ার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তদন্ত কমিটির তদন্তকাজে সহায়তা করার জন্য তাঁরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
যবিপ্রবি রেজিস্ট্রারের সই করা আরেকটি অফিস আদেশে ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মো. মেহেদী হাসানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। তদন্ত কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন মো. হাফিজ উদ্দিন ও সদস্যসচিব প্রক্টর হাসান মো. আল-ইমরান। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাঁদের ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
২০১৭ সালের ৫ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হলে ডাকাতি হয়। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শামীম হাসানের উদ্দেশে ফেসবুকে স্ট্যাটাস দেন ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী নুরুল আমিন। এ স্ট্যাটাসে ক্ষুব্ধ হন সাবেক সাধারণ সম্পাদক এস এম শামীম হাসানের ভাগনে এবং বর্তমান যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল ও তাঁর অনুসারীরা।
এ ঘটনার জেরে গত রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কদমতলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল ও সভাপতি সোহেল রানার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে