পীরগাছা প্রতিনিধি
পীরগাছায় চুরির দায় চাপিয়ে ১২ বছরের শিশুকে মারধর এবং শরীরে সুচ ফুটিয়ে নির্যাতনের মামলায় এক পশু চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম। তাঁকে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলহাজতে পাঠানো হয়।
ভুক্তভোগী শিশু আবু জাহিদ উপজেলার অন্নদানগর ইউনিয়নের নবু পাঠানপাড়া গ্রামের মৃত আবদুল আউয়াল মিয়ার ছেলে। সে স্থানীয় সাতদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
জাহিদকে নির্যাতনের ঘটনাটি ৩১ জানুয়ারি ঘটলেও এত দিন তা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে পরে মামলা হলে গত বুধবার রাতে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, জাহিদ ও তার মা সাবিনা খাতুন ৩১ জানুয়ারি রাতে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী জাহিদুল কয়েকজনকে সঙ্গে নিয়ে সাবিনাদের বাড়িতে যান এবং তাঁর বাড়ি থেকে টাকা চুরি হয়েছে বলে দুজনকে ঘুম থেকে ডেকে তোলেন।
এ সময় জাহিদকে ধরে জাহিদুলের বাড়ির একটি কক্ষে আটকে রেখে মারধর এবং শরীরের বিভিন্ন স্থানে সুচ ঢুকিয়ে নির্যাতন করা হয়। পরে তার চিৎকারে মা সাবিনা এগিয়ে আসেন এবং এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে এ বিষয়ে বিচারের নামে কালক্ষেপণ ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
এদিকে শিশু জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে ৮ ফেব্রুয়ারি তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেই সঙ্গে তার মা সাবিনা বাদী হয়ে পীরগাছা থানায় অভিযোগ করেন।
সাবিনা বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই কোনো বিচার পাই না। আমার ছাওয়াটাক নিয়া যায়া এইভাবে মারল কেউ প্রতিবাদ করল না। বিচার হয়-হইবে বলে আর হইলো না। তারা হামাকও মারছে। হামার ঘর থাকি টাকা নিয়া গেইছে। তাই থানাত মামলা দিছি।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ মিয়া বলেন, ‘অভিযোগের পর বুধবার রাতে অভিযুক্ত পশু চিকিৎসক জাহিদুল ইসলামকে স্থানীয় সাতদরগা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’
পীরগাছায় চুরির দায় চাপিয়ে ১২ বছরের শিশুকে মারধর এবং শরীরে সুচ ফুটিয়ে নির্যাতনের মামলায় এক পশু চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম। তাঁকে গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলহাজতে পাঠানো হয়।
ভুক্তভোগী শিশু আবু জাহিদ উপজেলার অন্নদানগর ইউনিয়নের নবু পাঠানপাড়া গ্রামের মৃত আবদুল আউয়াল মিয়ার ছেলে। সে স্থানীয় সাতদরগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
জাহিদকে নির্যাতনের ঘটনাটি ৩১ জানুয়ারি ঘটলেও এত দিন তা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। তবে পরে মামলা হলে গত বুধবার রাতে জাহিদুলকে গ্রেপ্তার করা হয়।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, জাহিদ ও তার মা সাবিনা খাতুন ৩১ জানুয়ারি রাতে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে প্রতিবেশী জাহিদুল কয়েকজনকে সঙ্গে নিয়ে সাবিনাদের বাড়িতে যান এবং তাঁর বাড়ি থেকে টাকা চুরি হয়েছে বলে দুজনকে ঘুম থেকে ডেকে তোলেন।
এ সময় জাহিদকে ধরে জাহিদুলের বাড়ির একটি কক্ষে আটকে রেখে মারধর এবং শরীরের বিভিন্ন স্থানে সুচ ঢুকিয়ে নির্যাতন করা হয়। পরে তার চিৎকারে মা সাবিনা এগিয়ে আসেন এবং এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে এ বিষয়ে বিচারের নামে কালক্ষেপণ ও ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
এদিকে শিশু জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে ৮ ফেব্রুয়ারি তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেই সঙ্গে তার মা সাবিনা বাদী হয়ে পীরগাছা থানায় অভিযোগ করেন।
সাবিনা বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই কোনো বিচার পাই না। আমার ছাওয়াটাক নিয়া যায়া এইভাবে মারল কেউ প্রতিবাদ করল না। বিচার হয়-হইবে বলে আর হইলো না। তারা হামাকও মারছে। হামার ঘর থাকি টাকা নিয়া গেইছে। তাই থানাত মামলা দিছি।’
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ মিয়া বলেন, ‘অভিযোগের পর বুধবার রাতে অভিযুক্ত পশু চিকিৎসক জাহিদুল ইসলামকে স্থানীয় সাতদরগা বাজার থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাঁকে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে