বিনোদন ডেস্ক
গত বছর তাপসী পান্নুর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই পায়নি, অভিনয়-দক্ষতায় দর্শকের মনও জিতে নিয়েছেন। দর্শক থেকে সমালোচক-সবার প্রশংসা আদায় করে নিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি আবারও মুক্তি পাচ্ছে তাপসী অভিনীত নতুন সিনেমা। নাম ‘লুপ লপেটা’। পরিচালক আকাশ ভাটিয়া। সিনেমায় তাপসীর সঙ্গে থাকছেন তাহির রাজ ভাসিন। জার্মান সিনেমা ‘রান লোলা রান’-এর অফিশিয়াল রিমেক বলে জানা যাচ্ছে। মুক্তি পাবে নেটফ্লিক্সে।
এ বছর তাপসী অভিনীত আটটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এক বছরে এত সিনেমা মুক্তির কথা শুনে নানাজন নানা প্রশ্ন করছেন তাপসীকে। এত সিনেমার কাজ কীভাবে করলেন? কবে করলেন? সে এক মধুর বিড়ম্বনা!
সিনেমার গল্পে দেখা যাবে, তাপসী তাঁর জীবনের ভুল শুধরানোর তিনটি সুযোগ পাবেন। কী ভুল শুধরাবেন তাপসী? কোথা থেকে শুরু করবেন জীবন? ভাবনায় পড়ে যান। ব্যক্তিজীবনেও কি তাপসীর এমন কোনো ভুল আছে? যেটা সুযোগ পেলে শুধরে নিতে চান! তাপসীর উত্তর, ‘সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম। উত্তীর্ণ হইনি। অনেক কান্নাকাটি করেছি। মনে হয়েছে, এই জীবনে আমাকে দিয়ে কিছু হবে না। এখন মনে হয়, আবার যদি সুযোগ পেতাম তাহলে আগের ভুলগুলো করতাম না। সেনাসদস্য হওয়ার খুব ইচ্ছে আমার।’
বলিউডের সিনেমায় নায়কদের প্রাধান্য থাকে। যা-ও দু-একটা নায়িকাকেন্দ্রিক সিনেমা হয়, সেখানে প্রথম কাতারের নায়কদের দেখা যায় কদাচিৎ। বরং আমির খান, শাহরুখ খান কিংবা সালমান খানদের সিনেমায় অনেক সময় গুরুত্বহীন চরিত্রেও অবলীলায় অভিনয় করেন ক্যাটরিনা, দীপিকারা। এ ক্ষেত্রে তাপসী ব্যতিক্রম। প্রথম সারির অভিনেতাদের এড়িয়েই চলেন। আর প্রথম সারির অভিনেতারাও নাকি তাঁর সঙ্গে অভিনয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাপসী বলেন, ‘শুধু বড় অভিনেতারাই নন, অনেক সময় নতুন অভিনেতারাও আমি থাকলে সিনেমায় যুক্ত হওয়ার আগে দুইবার চিন্তা করেন। ভাবেন, সিনেমাটি আমি পছন্দ করেছি মানে আমার গুরুত্ব বেশি। আসলে গুরুত্বহীন চরিত্রে অভিনয় করতে চাই না আমি।’
শিগগিরই ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’ সিনেমায় নামভূমিকায় দেখা যাবে তাপসীকে। হাতে রয়েছে ‘দোবারা’, ‘ব্লার’-এর মতো একাধিক সিনেমা।
গত বছর তাপসী পান্নুর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। শুধু মুক্তিই পায়নি, অভিনয়-দক্ষতায় দর্শকের মনও জিতে নিয়েছেন। দর্শক থেকে সমালোচক-সবার প্রশংসা আদায় করে নিয়েছেন। আগামী ৪ ফেব্রুয়ারি আবারও মুক্তি পাচ্ছে তাপসী অভিনীত নতুন সিনেমা। নাম ‘লুপ লপেটা’। পরিচালক আকাশ ভাটিয়া। সিনেমায় তাপসীর সঙ্গে থাকছেন তাহির রাজ ভাসিন। জার্মান সিনেমা ‘রান লোলা রান’-এর অফিশিয়াল রিমেক বলে জানা যাচ্ছে। মুক্তি পাবে নেটফ্লিক্সে।
এ বছর তাপসী অভিনীত আটটি সিনেমা মুক্তি পাওয়ার কথা। এক বছরে এত সিনেমা মুক্তির কথা শুনে নানাজন নানা প্রশ্ন করছেন তাপসীকে। এত সিনেমার কাজ কীভাবে করলেন? কবে করলেন? সে এক মধুর বিড়ম্বনা!
সিনেমার গল্পে দেখা যাবে, তাপসী তাঁর জীবনের ভুল শুধরানোর তিনটি সুযোগ পাবেন। কী ভুল শুধরাবেন তাপসী? কোথা থেকে শুরু করবেন জীবন? ভাবনায় পড়ে যান। ব্যক্তিজীবনেও কি তাপসীর এমন কোনো ভুল আছে? যেটা সুযোগ পেলে শুধরে নিতে চান! তাপসীর উত্তর, ‘সেনাবাহিনীতে পরীক্ষা দিয়েছিলাম। উত্তীর্ণ হইনি। অনেক কান্নাকাটি করেছি। মনে হয়েছে, এই জীবনে আমাকে দিয়ে কিছু হবে না। এখন মনে হয়, আবার যদি সুযোগ পেতাম তাহলে আগের ভুলগুলো করতাম না। সেনাসদস্য হওয়ার খুব ইচ্ছে আমার।’
বলিউডের সিনেমায় নায়কদের প্রাধান্য থাকে। যা-ও দু-একটা নায়িকাকেন্দ্রিক সিনেমা হয়, সেখানে প্রথম কাতারের নায়কদের দেখা যায় কদাচিৎ। বরং আমির খান, শাহরুখ খান কিংবা সালমান খানদের সিনেমায় অনেক সময় গুরুত্বহীন চরিত্রেও অবলীলায় অভিনয় করেন ক্যাটরিনা, দীপিকারা। এ ক্ষেত্রে তাপসী ব্যতিক্রম। প্রথম সারির অভিনেতাদের এড়িয়েই চলেন। আর প্রথম সারির অভিনেতারাও নাকি তাঁর সঙ্গে অভিনয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাপসী বলেন, ‘শুধু বড় অভিনেতারাই নন, অনেক সময় নতুন অভিনেতারাও আমি থাকলে সিনেমায় যুক্ত হওয়ার আগে দুইবার চিন্তা করেন। ভাবেন, সিনেমাটি আমি পছন্দ করেছি মানে আমার গুরুত্ব বেশি। আসলে গুরুত্বহীন চরিত্রে অভিনয় করতে চাই না আমি।’
শিগগিরই ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’ সিনেমায় নামভূমিকায় দেখা যাবে তাপসীকে। হাতে রয়েছে ‘দোবারা’, ‘ব্লার’-এর মতো একাধিক সিনেমা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে