আজকের পত্রিকা ডেস্ক
ভবনের সামনের বারান্দায় সোফায় বসে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সদ্যোজাত সন্তান কোলে নিয়ে পাশে বসে আছেন তাঁর স্ত্রী ক্যারি। টেবিলের পাশে রয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজন হাতের ইশারায় কিছু একটা বলছেন। টেবিলে পনির ও ওয়াইনের বোতল রাখা। পাশেই আরেকটি টেবিলে চারজন বসে আছেন। তারও খানিক দূরে বাগানের মধ্যে একটি টেবিল ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন। টেবিলে রাখা ওয়াইনের বোতল।
ডাউনিং স্ট্রিটের এ ছবিটি গত বছরের ১৫ মে তোলা। সম্প্রতি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সামাজিক দূরত্ব না মেনে ১৯ জনের এভাবে বসে থাকার সময় যুক্তরাজ্যে চলছিল লকডাউন। দুজনের বেশি কোথাও থাকার নিয়ম ছিল না। সেটিও ২ মিটার দূরে। কিন্তু সেদিন এক বৈঠকের পর এভাবেই ডাউনিং স্ট্রিটের ভেতর এবং বাইরে জড়ো হয়ে আড্ডা দেন সবাই।
কিছুদিন আগেও বড়দিনের এক ছবি ঘিরে বিতর্ক তৈরি হয় বরিস জনসনকে নিয়ে। এবার নতুন ছবি সামনে আসায় সমালোচনার তীর আসছে বিরোধী দল লেবার পার্টি থেকে। দলটির এক নেতা অ্যাঙ্গেলা রেইনার বলেন, ‘এ ছবি ব্রিটিশদের মুখে চপেটাঘাত।’
তবে বরিসের পক্ষে সাফাই গাইলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং বিচারমন্ত্রী ডমিনিক রাব। ছবির এ ঘটনা নিয়মের মধ্যেই হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, অন্যান্য কর্মক্ষেত্রে ওই সময় একই চিত্র দেখা যাওয়ার কথা। আর ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর কাজের জায়গা হিসেবেও বিবেচিত।
গত সপ্তাহে সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, তারা ইন্ডিপেনডেন্টের সঙ্গে যৌথভাবে একটি তদন্ত করে জানতে পেরেছে, ওই তারিখে ডাউনিং স্ট্রিটে অনেকের সঙ্গে জমায়েত হয়েছিলেন বরিস জনসন।
ভবনের সামনের বারান্দায় সোফায় বসে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সদ্যোজাত সন্তান কোলে নিয়ে পাশে বসে আছেন তাঁর স্ত্রী ক্যারি। টেবিলের পাশে রয়েছেন আরও দুজন। তাঁদের মধ্যে একজন হাতের ইশারায় কিছু একটা বলছেন। টেবিলে পনির ও ওয়াইনের বোতল রাখা। পাশেই আরেকটি টেবিলে চারজন বসে আছেন। তারও খানিক দূরে বাগানের মধ্যে একটি টেবিল ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন। টেবিলে রাখা ওয়াইনের বোতল।
ডাউনিং স্ট্রিটের এ ছবিটি গত বছরের ১৫ মে তোলা। সম্প্রতি প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সামাজিক দূরত্ব না মেনে ১৯ জনের এভাবে বসে থাকার সময় যুক্তরাজ্যে চলছিল লকডাউন। দুজনের বেশি কোথাও থাকার নিয়ম ছিল না। সেটিও ২ মিটার দূরে। কিন্তু সেদিন এক বৈঠকের পর এভাবেই ডাউনিং স্ট্রিটের ভেতর এবং বাইরে জড়ো হয়ে আড্ডা দেন সবাই।
কিছুদিন আগেও বড়দিনের এক ছবি ঘিরে বিতর্ক তৈরি হয় বরিস জনসনকে নিয়ে। এবার নতুন ছবি সামনে আসায় সমালোচনার তীর আসছে বিরোধী দল লেবার পার্টি থেকে। দলটির এক নেতা অ্যাঙ্গেলা রেইনার বলেন, ‘এ ছবি ব্রিটিশদের মুখে চপেটাঘাত।’
তবে বরিসের পক্ষে সাফাই গাইলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং বিচারমন্ত্রী ডমিনিক রাব। ছবির এ ঘটনা নিয়মের মধ্যেই হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, অন্যান্য কর্মক্ষেত্রে ওই সময় একই চিত্র দেখা যাওয়ার কথা। আর ডাউনিং স্ট্রিট প্রধানমন্ত্রীর কাজের জায়গা হিসেবেও বিবেচিত।
গত সপ্তাহে সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, তারা ইন্ডিপেনডেন্টের সঙ্গে যৌথভাবে একটি তদন্ত করে জানতে পেরেছে, ওই তারিখে ডাউনিং স্ট্রিটে অনেকের সঙ্গে জমায়েত হয়েছিলেন বরিস জনসন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে