শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। গতকাল বুধবার সকালে কোনাবাড়ী এলাকার এনটিকেসি নামের একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে ব্যর্থ হয়। পরে পুলিশ লাঠিপেটা করে এবং কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভরত শ্রমিকেরা। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ এবং কারখানার শ্রমিকেরা জানান, এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়েই ওই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এরপর আর উৎপাদনে যায়নি কারখানাটি। প্রায় প্রতিদিনই শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে এসে ফিরে যান। গতকাল সকালে কয়েক হাজার শ্রমিক সংঘবদ্ধ হয়ে কারখানার প্রধান গেটের সামনে অবস্থান নেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় তাঁদের।
পরে শ্রমিকেরা কারখানার ভেতরে গিয়ে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী জুন মাসে বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দেয়। পরে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।
কারখানাটির জিএম বুলবুল আহমেদ বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। জুনের প্রথম সপ্তাহে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করা হবে।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিক বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সরিয়ে দিয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।’
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। গতকাল বুধবার সকালে কোনাবাড়ী এলাকার এনটিকেসি নামের একটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিতে ব্যর্থ হয়। পরে পুলিশ লাঠিপেটা করে এবং কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভরত শ্রমিকেরা। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ এবং কারখানার শ্রমিকেরা জানান, এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়েই ওই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এরপর আর উৎপাদনে যায়নি কারখানাটি। প্রায় প্রতিদিনই শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে এসে ফিরে যান। গতকাল সকালে কয়েক হাজার শ্রমিক সংঘবদ্ধ হয়ে কারখানার প্রধান গেটের সামনে অবস্থান নেন। পরে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশ বাধা দিলে তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। পুলিশ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে নিতে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় তাঁদের।
পরে শ্রমিকেরা কারখানার ভেতরে গিয়ে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী জুন মাসে বেতন-বোনাস পরিশোধের প্রতিশ্রুতি দেয়। পরে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।
কারখানাটির জিএম বুলবুল আহমেদ বলেন, ‘মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। জুনের প্রথম সপ্তাহে শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করা হবে।’
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিক বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারী শ্রমিকদের সরিয়ে দিয়েছে। শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে