মিলন উল্লাহ, কুষ্টিয়া
কুষ্টিয়ার পাঁচটি বালুমহাল থেকে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে চলতি অর্থবছরে ৫০ কোটি টাকার বালু লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সাড়ে ৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। গত অর্থবছরে এসব মহাল থেকে পাওয়া রাজস্বের হিসাব অনুযায়ী এ তথ্য মিলেছে।
এদিকে এসব মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থানায় সাধারণ ডায়েরিসহ (জিডি) জেলা প্রশাসনকে চিঠি দেয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
জেলার রাজস্ব বিভাগ বলছে, গত অর্থবছরের তুলনায় প্রত্যাশিত অর্থ না পাওয়ায় ওই পাঁচটি বালুমহাল এবার ইজারা দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, টেন্ডার সিন্ডিকেটের সঙ্গে রাজস্ব বিভাগসংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে ওই পাঁচ মহাল থেকে বালু লুট চলছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে জয়নাবাদ, রাহিনীপাড়া ও ছেঁউড়িয়া মৌজার বালুমহাল ইজারা দিয়ে সরকারের রাজস্ব আয় হয় ৪ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা। সে সময় ইজারাদার ছিল সদর উপজেলার যুগিয়া গ্রামের মাহবুব আলমের মালিকানাধীন মুক্তা এন্টারপ্রাইজ। চলতি অর্থবছরে সরকারি রাজস্ব বিভাগের কাঙ্ক্ষিত রাজস্ব মূল্য ধরা হয়েছিল ৪ কোটি ৯৫ লাখ ১১ হাজার টাকা। কিন্তু এই মূল্যে কেউ বালুমহালগুলো ইজারা নেয়নি।
অভিযোগ রয়েছে, চলতি অর্থবছরে উত্তর মূলগ্রাম, হিজলাকর, এনায়েতপুর ও গোবিন্দপুর মৌজা এবং তেবাড়িয়া-শেরকান্দি মৌজার বালুমহাল এস এম এন্টারপ্রাইজ এবং মেসার্স মাইক্রো ডায়নামিক প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে সরকার রাজস্ব আয় করে ১ কোটি ২৬ লাখ টাকা।
অথচ ওই দুটি প্রতিষ্ঠানই রাজস্ব বিভাগের নীরব বা মৌন সমর্থন নিয়ে ইজারাবিহীন আরও পাঁচটি বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে অর্ধশতকোটি টাকা হাতিয়ে নেয়। তাতে সরকার ৫ কোটি ৫০ লাখ ১৩ হাজার টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়।
তবে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করে মেসার্স মাইক্রো ডায়নামিকের মালিক পারভেজ আনোয়ার বলেন, ‘আমার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ অসত্য ও বানোয়াট।’
রাজস্ব না দিয়ে মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিকার চেয়ে একাধিক জিডি করাসহ জেলা প্রশাসনকে চিঠি দেওয়ার বিষয়টি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কুষ্টিয়ার মীর মশাররফ হোসেন সেতুটি ঝুঁকিতে রয়েছে। এ জন্য আমরা জেলা প্রশাসক বরাবর চিঠিছি। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়ত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।’
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল ইসলাম জানান, কাঙ্ক্ষিত রাজস্ব না আসায় জেলার কিছু বালুমহাল ইজারা দেওয়া হয়নি। সেগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করায় ইতিমধ্যে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হয়েছে।
কুষ্টিয়ার পাঁচটি বালুমহাল থেকে প্রভাবশালী চক্রের বিরুদ্ধে চলতি অর্থবছরে ৫০ কোটি টাকার বালু লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে সাড়ে ৫ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। গত অর্থবছরে এসব মহাল থেকে পাওয়া রাজস্বের হিসাব অনুযায়ী এ তথ্য মিলেছে।
এদিকে এসব মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থানায় সাধারণ ডায়েরিসহ (জিডি) জেলা প্রশাসনকে চিঠি দেয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।
জেলার রাজস্ব বিভাগ বলছে, গত অর্থবছরের তুলনায় প্রত্যাশিত অর্থ না পাওয়ায় ওই পাঁচটি বালুমহাল এবার ইজারা দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, টেন্ডার সিন্ডিকেটের সঙ্গে রাজস্ব বিভাগসংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে ওই পাঁচ মহাল থেকে বালু লুট চলছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত অর্থবছরে জয়নাবাদ, রাহিনীপাড়া ও ছেঁউড়িয়া মৌজার বালুমহাল ইজারা দিয়ে সরকারের রাজস্ব আয় হয় ৪ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা। সে সময় ইজারাদার ছিল সদর উপজেলার যুগিয়া গ্রামের মাহবুব আলমের মালিকানাধীন মুক্তা এন্টারপ্রাইজ। চলতি অর্থবছরে সরকারি রাজস্ব বিভাগের কাঙ্ক্ষিত রাজস্ব মূল্য ধরা হয়েছিল ৪ কোটি ৯৫ লাখ ১১ হাজার টাকা। কিন্তু এই মূল্যে কেউ বালুমহালগুলো ইজারা নেয়নি।
অভিযোগ রয়েছে, চলতি অর্থবছরে উত্তর মূলগ্রাম, হিজলাকর, এনায়েতপুর ও গোবিন্দপুর মৌজা এবং তেবাড়িয়া-শেরকান্দি মৌজার বালুমহাল এস এম এন্টারপ্রাইজ এবং মেসার্স মাইক্রো ডায়নামিক প্রতিষ্ঠানকে ইজারা দিয়ে সরকার রাজস্ব আয় করে ১ কোটি ২৬ লাখ টাকা।
অথচ ওই দুটি প্রতিষ্ঠানই রাজস্ব বিভাগের নীরব বা মৌন সমর্থন নিয়ে ইজারাবিহীন আরও পাঁচটি বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি করে অর্ধশতকোটি টাকা হাতিয়ে নেয়। তাতে সরকার ৫ কোটি ৫০ লাখ ১৩ হাজার টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়।
তবে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করে মেসার্স মাইক্রো ডায়নামিকের মালিক পারভেজ আনোয়ার বলেন, ‘আমার বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ অসত্য ও বানোয়াট।’
রাজস্ব না দিয়ে মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিকার চেয়ে একাধিক জিডি করাসহ জেলা প্রশাসনকে চিঠি দেওয়ার বিষয়টি কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কুষ্টিয়ার মীর মশাররফ হোসেন সেতুটি ঝুঁকিতে রয়েছে। এ জন্য আমরা জেলা প্রশাসক বরাবর চিঠিছি। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। বিষয়টি নিয়ে আমরা প্রতিনিয়ত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।’
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সিরাজুল ইসলাম জানান, কাঙ্ক্ষিত রাজস্ব না আসায় জেলার কিছু বালুমহাল ইজারা দেওয়া হয়নি। সেগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করায় ইতিমধ্যে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত দিয়ে অভিযান চালিয়ে জেল-জরিমানা করা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে