নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি ছাড়াই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সড়কবাতি পরিদর্শক হিসেবে অস্থায়ী নিয়োগ পেয়েছিলেন প্রকৌশল ডিপ্লোমাধারী এনামুল হক। পরে তিনি তাঁকে স্থায়ী করে অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে (চলতি দায়িত্ব) পদোন্নতি দেওয়া হয় ২০০৯ সালের এপ্রিলে। সে সময় তাঁর পদোন্নতিপত্রে লেখা ছিল, তিনি কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না।
গত ৭ এপ্রিল আবারও বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত দায়িত্বে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) হিসেবে এনামুল হককে পদোন্নতি দেওয়া হয়। যদিও তাঁকে এই পদোন্নতি দেওয়ার সময় মূল পদ বাতি পরিদর্শক উল্লেখ করা হয়নি।
এনামুল হককে বারবার অনিয়ম করে এমন পদোন্নতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এ বিষয়ে লিখিত অভিযোগ গড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে শেষ পর্যন্ত তাঁর এই পদোন্নতি আর টেকেনি। সম্প্রতি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়ে এনামুলের এই পদোন্নতির আদেশ বাতিলের জন্য চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিতে আজকের পত্রিকার হাতে এসেছে। ইতিমধ্যে আদেশ কার্যকরও হয়েছে বলে জানা গেছে।
এদিকে এনামুলের বিরুদ্ধে ঘুষ দিয়ে পদোন্নতি ভাগিয়ে নেওয়ার অভিযোগ ছাড়াও স্ত্রীর নাম ব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠান চালানোরও তথ্য পাওয়া গেছে। তাঁর স্ত্রী সেলিনা আক্তার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্বামী চসিকের যে বিভাগের কাজ করেন, সেলিনা আক্তারের নামে অনুমতিপত্র পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান সেই বিভাগের বেশ কয়েকটি প্রকল্পের ঠিকাদারি কাজও পেয়েছেন। স্বামীর সরকারি প্রতিষ্ঠানে স্ত্রীর ঠিকাদারি কাজ পাওয়াকে দুর্নীতি অংশ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।
সেলিনা আক্তারের নামে অনুমতি পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এন্টারপ্রাইজ। সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার বালাম বইতে গোল্ডেন এন্টারপ্রাইজের মালিক হিসেবে সেলিনা আক্তার ছাড়াও আলমগীর হোসেন নামে আরেকজনের নামও রয়েছে। সেলিনা আবার হালিশহরের ঈদগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০১৬-১৭ সালে সিটি করপোরেশনে বিভিন্ন প্রকল্পে ঠিকাদারির কাজ করেছেন তিনি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আইনজীবী আখতার কবীর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী কর্মকর্তা, স্ত্রী ঠিকাদারি কাজ পাওয়া এটি সরকারি ক্রয় নীতিমালা বহির্ভূত। এখানে বড় ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। দুদকের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।’
অভিযোগের বিষয়ে জানতে এনামুল হক ও সেলিনা আক্তারের মোবাইল ফোনে কল করা হয়। সাংবাদিক পরিচয় দিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুজনই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে এনামুল হকের হোয়াটস অ্যাপে খুদে বার্তা পাঠিয়ে অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে দেখেও কোনো উত্তর দেননি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে ফোন করা হলে তিনি প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এই বিষয়ে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কোন ঠিকাদার কার স্বজন, সেগুলো খবর রাখা কঠিন।’
পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি ছাড়াই চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সড়কবাতি পরিদর্শক হিসেবে অস্থায়ী নিয়োগ পেয়েছিলেন প্রকৌশল ডিপ্লোমাধারী এনামুল হক। পরে তিনি তাঁকে স্থায়ী করে অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী হিসেবে (চলতি দায়িত্ব) পদোন্নতি দেওয়া হয় ২০০৯ সালের এপ্রিলে। সে সময় তাঁর পদোন্নতিপত্রে লেখা ছিল, তিনি কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না।
গত ৭ এপ্রিল আবারও বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত দায়িত্বে সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) হিসেবে এনামুল হককে পদোন্নতি দেওয়া হয়। যদিও তাঁকে এই পদোন্নতি দেওয়ার সময় মূল পদ বাতি পরিদর্শক উল্লেখ করা হয়নি।
এনামুল হককে বারবার অনিয়ম করে এমন পদোন্নতিতে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এ বিষয়ে লিখিত অভিযোগ গড়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। তবে শেষ পর্যন্ত তাঁর এই পদোন্নতি আর টেকেনি। সম্প্রতি চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়ে এনামুলের এই পদোন্নতির আদেশ বাতিলের জন্য চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এই চিঠিতে আজকের পত্রিকার হাতে এসেছে। ইতিমধ্যে আদেশ কার্যকরও হয়েছে বলে জানা গেছে।
এদিকে এনামুলের বিরুদ্ধে ঘুষ দিয়ে পদোন্নতি ভাগিয়ে নেওয়ার অভিযোগ ছাড়াও স্ত্রীর নাম ব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠান চালানোরও তথ্য পাওয়া গেছে। তাঁর স্ত্রী সেলিনা আক্তার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্বামী চসিকের যে বিভাগের কাজ করেন, সেলিনা আক্তারের নামে অনুমতিপত্র পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান সেই বিভাগের বেশ কয়েকটি প্রকল্পের ঠিকাদারি কাজও পেয়েছেন। স্বামীর সরকারি প্রতিষ্ঠানে স্ত্রীর ঠিকাদারি কাজ পাওয়াকে দুর্নীতি অংশ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।
সেলিনা আক্তারের নামে অনুমতি পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এন্টারপ্রাইজ। সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স শাখার বালাম বইতে গোল্ডেন এন্টারপ্রাইজের মালিক হিসেবে সেলিনা আক্তার ছাড়াও আলমগীর হোসেন নামে আরেকজনের নামও রয়েছে। সেলিনা আবার হালিশহরের ঈদগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ২০১৬-১৭ সালে সিটি করপোরেশনে বিভিন্ন প্রকল্পে ঠিকাদারির কাজ করেছেন তিনি।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আইনজীবী আখতার কবীর চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘স্বামী কর্মকর্তা, স্ত্রী ঠিকাদারি কাজ পাওয়া এটি সরকারি ক্রয় নীতিমালা বহির্ভূত। এখানে বড় ধরনের দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। দুদকের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।’
অভিযোগের বিষয়ে জানতে এনামুল হক ও সেলিনা আক্তারের মোবাইল ফোনে কল করা হয়। সাংবাদিক পরিচয় দিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুজনই সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে এনামুল হকের হোয়াটস অ্যাপে খুদে বার্তা পাঠিয়ে অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চাইলে দেখেও কোনো উত্তর দেননি।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে ফোন করা হলে তিনি প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এই বিষয়ে চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কোন ঠিকাদার কার স্বজন, সেগুলো খবর রাখা কঠিন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে