জাকির হোসেন, সুনামগঞ্জ
ভয়াবহ বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়েছে সুনামগঞ্জ জেলার হাজারো পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বসতভিটা, মৎস্য খাতসহ প্রায় সবকিছুই। মধ্যবিত্তরা বন্যার ধকল মোটামুটি কাটিয়ে উঠতে পারলেও দুর্বিষহ জীবনযাপন করছে হতদরিদ্র পরিবারগুলো।
জেলা প্রশাসনের সূত্রমতে, জেলায় ভয়াবহ বন্যায় ৪৫ হাজার ২৮৮টি বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে অর্থ ও ঢেউটিন বিতরণ করা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। এই সংকটের সময় এনজিওর কিস্তি দিতে হচ্ছে বানভাসি ক্ষতিগ্রস্তদেরও।
প্রশাসনের পক্ষ থেকে ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি বিষয় বিবেচনা করে সেপ্টেম্বর পর্যন্ত ঋণ আদায় স্থগিত রাখতে অনুরোধ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকেও ঋণ আদায় আপাতত স্থগিত রাখতে সার্কুলার দেওয়া হয়। কিন্তু বেসরকারি সংস্থাগুলো তা মানছে না।
সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর গ্রামে কয়েকজন ঋণ গ্রহীতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবারও দুটি বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মীরা কিস্তির টাকা নিতে এসেছিলেন। এবারের বন্যায় ইকবালনগর গ্রামের প্রায় ৯৭ শতাংশ বসতভিটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের ৬৫টি পরিবারের মধ্যে কয়েকটি পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হলেও অধিকাংশই সহায়তার আওতায় আসেনি। তবে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানাল প্রশাসন।
ওই গ্রামের রোকেয়া বেগম বললেন, ‘বন্যায় ঘরটাও ভাসাইয়া নিছেগি। ওখনো ঘর ঠিক করতাম পারছি না। এর মাঝে এনজিও থাইকা ঋণ আনছিলাম। এই ঋণের কিস্তির লাগি সাপ্তায় সাপ্তায় তারা আইন। কাম করি আর যাই করি কিস্তি তারাদের দেওয়াই লাগব। কিস্তির টেকা না দিলে পরে আর ঋণ দিত না।’
একই গ্রামের আছিয়া আক্তার দুই সন্তান আর পক্ষাঘাতগ্রস্ত স্বামী নিয়ে বাস করছেন। বন্যায় বসতভিটাও ভেঙে গেছে। দুটি এনজিও থেকে ঋণ নিয়েছেন। প্রতি সপ্তাহেই কিস্তির টাকা পরিশোধ করতে হয়।
গত ১৬ জুনের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার বেশির ভাগ এলাকা প্লাবিত হয়। একতলা বা একচালা বাড়ি ডুবে যায়। ফসলি জমি, ঘরের গোলার ধানসহ সবকিছুই ভাসিয়ে নিয়ে যায়। বিপুলসংখ্যক গবাদিপশুর প্রাণহানি ঘটে। খামারের মাছ, পোলট্রি খামারিসহ সব পেশার মানুষই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। লক্ষাধিক ঘরবাড়ি ভেসে ও ভেঙে যায়। দোতলা বাড়ি, সরকারি দোতলা অফিস-আদালত ও হাসপাতালে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচায় মানুষ। দেড় মাসেরও বেশি সময় পরও এখনো মানুষের কাজ নেই। বেশির ভাগ ভেসে যাওয়া ঘর মেরামত করা যায়নি। ক্ষতিগ্রস্ত সড়কগুলো আপাতত মেরামত করে কোনোভাবে কিছু এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এরই মধ্যে এনজিওর কিস্তির ঋণের চাপ যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসহায় দরিদ্র পরিবারগুলোর জন্য।
ইকবালনগর গ্রামের বুরহান আলী বলেন, ‘বন্যার পর এখন পর্যন্ত ঠিকমতো কাজ-কাম করতাম পারতাছি না। পেট চালানোই এখন আমরার কষ্ট ওই গেছে। এর মাঝে কিস্তির টেকাও দেওন লাগে। কিস্তি না দিলে তারা (এনজিও) ঘর থাকি যায় না। সুদে (মহাজনি) ঋণ কইরা আইন্না কিস্তির টেকা দেওয়া লাগের।’
কিস্তি নেওয়ার বিষয়ে ব্র্যাক সুনামগঞ্জ-এর রিজিওনাল ম্যানেজার একে আজাদ বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশনা আছে কিস্তি না নেওয়ার। যারা কিস্তি দিতে অপারগতা প্রকাশ করছে আমরা তাদের কাছ থেকে কিস্তির টাকা নিচ্ছি না।’
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার বলেন, ‘সার্কুলার আছে সেপ্টেম্বর মাসের আগে কোনো এনজিও কিস্তি নিতে পারবে না। এরপরেও কিস্তি নেওয়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
ভয়াবহ বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়েছে সুনামগঞ্জ জেলার হাজারো পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বসতভিটা, মৎস্য খাতসহ প্রায় সবকিছুই। মধ্যবিত্তরা বন্যার ধকল মোটামুটি কাটিয়ে উঠতে পারলেও দুর্বিষহ জীবনযাপন করছে হতদরিদ্র পরিবারগুলো।
জেলা প্রশাসনের সূত্রমতে, জেলায় ভয়াবহ বন্যায় ৪৫ হাজার ২৮৮টি বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে অর্থ ও ঢেউটিন বিতরণ করা হচ্ছে। তবে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। এই সংকটের সময় এনজিওর কিস্তি দিতে হচ্ছে বানভাসি ক্ষতিগ্রস্তদেরও।
প্রশাসনের পক্ষ থেকে ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি বিষয় বিবেচনা করে সেপ্টেম্বর পর্যন্ত ঋণ আদায় স্থগিত রাখতে অনুরোধ করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকেও ঋণ আদায় আপাতত স্থগিত রাখতে সার্কুলার দেওয়া হয়। কিন্তু বেসরকারি সংস্থাগুলো তা মানছে না।
সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর গ্রামে কয়েকজন ঋণ গ্রহীতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবারও দুটি বেসরকারি সংস্থার (এনজিও) মাঠকর্মীরা কিস্তির টাকা নিতে এসেছিলেন। এবারের বন্যায় ইকবালনগর গ্রামের প্রায় ৯৭ শতাংশ বসতভিটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামের ৬৫টি পরিবারের মধ্যে কয়েকটি পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হলেও অধিকাংশই সহায়তার আওতায় আসেনি। তবে পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা জানাল প্রশাসন।
ওই গ্রামের রোকেয়া বেগম বললেন, ‘বন্যায় ঘরটাও ভাসাইয়া নিছেগি। ওখনো ঘর ঠিক করতাম পারছি না। এর মাঝে এনজিও থাইকা ঋণ আনছিলাম। এই ঋণের কিস্তির লাগি সাপ্তায় সাপ্তায় তারা আইন। কাম করি আর যাই করি কিস্তি তারাদের দেওয়াই লাগব। কিস্তির টেকা না দিলে পরে আর ঋণ দিত না।’
একই গ্রামের আছিয়া আক্তার দুই সন্তান আর পক্ষাঘাতগ্রস্ত স্বামী নিয়ে বাস করছেন। বন্যায় বসতভিটাও ভেঙে গেছে। দুটি এনজিও থেকে ঋণ নিয়েছেন। প্রতি সপ্তাহেই কিস্তির টাকা পরিশোধ করতে হয়।
গত ১৬ জুনের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার বেশির ভাগ এলাকা প্লাবিত হয়। একতলা বা একচালা বাড়ি ডুবে যায়। ফসলি জমি, ঘরের গোলার ধানসহ সবকিছুই ভাসিয়ে নিয়ে যায়। বিপুলসংখ্যক গবাদিপশুর প্রাণহানি ঘটে। খামারের মাছ, পোলট্রি খামারিসহ সব পেশার মানুষই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। লক্ষাধিক ঘরবাড়ি ভেসে ও ভেঙে যায়। দোতলা বাড়ি, সরকারি দোতলা অফিস-আদালত ও হাসপাতালে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচায় মানুষ। দেড় মাসেরও বেশি সময় পরও এখনো মানুষের কাজ নেই। বেশির ভাগ ভেসে যাওয়া ঘর মেরামত করা যায়নি। ক্ষতিগ্রস্ত সড়কগুলো আপাতত মেরামত করে কোনোভাবে কিছু এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এরই মধ্যে এনজিওর কিস্তির ঋণের চাপ যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে অসহায় দরিদ্র পরিবারগুলোর জন্য।
ইকবালনগর গ্রামের বুরহান আলী বলেন, ‘বন্যার পর এখন পর্যন্ত ঠিকমতো কাজ-কাম করতাম পারতাছি না। পেট চালানোই এখন আমরার কষ্ট ওই গেছে। এর মাঝে কিস্তির টেকাও দেওন লাগে। কিস্তি না দিলে তারা (এনজিও) ঘর থাকি যায় না। সুদে (মহাজনি) ঋণ কইরা আইন্না কিস্তির টেকা দেওয়া লাগের।’
কিস্তি নেওয়ার বিষয়ে ব্র্যাক সুনামগঞ্জ-এর রিজিওনাল ম্যানেজার একে আজাদ বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশনা আছে কিস্তি না নেওয়ার। যারা কিস্তি দিতে অপারগতা প্রকাশ করছে আমরা তাদের কাছ থেকে কিস্তির টাকা নিচ্ছি না।’
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার বলেন, ‘সার্কুলার আছে সেপ্টেম্বর মাসের আগে কোনো এনজিও কিস্তি নিতে পারবে না। এরপরেও কিস্তি নেওয়ার অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে