টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে শুরুর দিকে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকা নিতে অনাগ্রহ দেখা গেলেও বর্তমানে আগ্রহ বেড়েছে। ফলে টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য স্থানীয় বিভাগ।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় মোট জনসংখ্যার ৭০ দশমিক ৮ শতাংশ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট জনসংখ্যা রয়েছে ৪২ লাখ ৬৩ হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ লাখ ১৭ হাজার ৯৬৮ জনকে। শতকরা হিসেবে ৭০ দশমিক ৮ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২ লাখ ৯১ হাজার ৭৮৩ জনকে। শতকরা হিসেবে ৫৩ দশমিক ৮ ভাগ। অপরদিকে ১ লাখ ২৩ হাজার ৫৫১ জনকে বুস্টারডোজ দেওয়া হয়েছে।
জানা গেছে জেলায় চার ধরনের টিকা দেওয়া হয়েছে। সেগুলো হলো সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং কোভিশিল্ড। প্রতিদিন সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘আমরা শতভাগ মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত ৭০ শতাংশ মানুষকে ইতিমধ্যে প্রথম ডোজের আওতায় আনা হয়েছে। এখন আমরা দ্বিতীয় ডোজের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত সম্ভব হবে তা।’
এই কর্মকর্তা আরও বলেন, সবাই টিকা নিলে করোনার সংক্রমণ একেবারেই কমে আসবে। যারা এখনো টিকা নেননি তাঁদের টিকা নেওয়ার আহ্বান জানান। মানুষের অংশ গ্রহণ এবং সকলের সহযোগীয় সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম চলছে। এ ছাড়া যারা গণ টিকার প্রথম ডোজ নিয়েছেন তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় ৪৮টি নমুনা পরীক্ষা করে একজনের জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫৮ জন। তবে এ সময় নতুন করে করোনায় মারা যাননি কেউ। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৮ জন। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আরও জানা গেছে, টাঙ্গাইল সদরে মোট জনসংখ্যা ৬ লাখ ২০ হাজার ৩০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪ লাখ ৮২ হাজার ১৫৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৯৯ জন। বাসাইলে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৮ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৮৩ জন। ভূঞাপুরে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৫ জন। দেলদুয়ারে প্রথম ডোজ পেয়েছে ১ লাখ ৬০ হাজার ১৯১ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৪৯ জন। ধনবাড়ীতে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২১ হাজার ১৪ জনকে। ঘাটাইলে প্রথম ডোজ পেয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ৫৮৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৪ জন। গোপালপুরে প্রথম ডোজ পেয়েছেন।
টাঙ্গাইলে শুরুর দিকে সাধারণ মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকা নিতে অনাগ্রহ দেখা গেলেও বর্তমানে আগ্রহ বেড়েছে। ফলে টিকা কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য স্থানীয় বিভাগ।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় মোট জনসংখ্যার ৭০ দশমিক ৮ শতাংশ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট জনসংখ্যা রয়েছে ৪২ লাখ ৬৩ হাজার ৩৫৯ জন। এখন পর্যন্ত জেলায় প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩০ লাখ ১৭ হাজার ৯৬৮ জনকে। শতকরা হিসেবে ৭০ দশমিক ৮ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২২ লাখ ৯১ হাজার ৭৮৩ জনকে। শতকরা হিসেবে ৫৩ দশমিক ৮ ভাগ। অপরদিকে ১ লাখ ২৩ হাজার ৫৫১ জনকে বুস্টারডোজ দেওয়া হয়েছে।
জানা গেছে জেলায় চার ধরনের টিকা দেওয়া হয়েছে। সেগুলো হলো সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং কোভিশিল্ড। প্রতিদিন সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘আমরা শতভাগ মানুষকে টিকার আওতায় আনার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত ৭০ শতাংশ মানুষকে ইতিমধ্যে প্রথম ডোজের আওতায় আনা হয়েছে। এখন আমরা দ্বিতীয় ডোজের লক্ষ্যমাত্রা পূরণে কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত সম্ভব হবে তা।’
এই কর্মকর্তা আরও বলেন, সবাই টিকা নিলে করোনার সংক্রমণ একেবারেই কমে আসবে। যারা এখনো টিকা নেননি তাঁদের টিকা নেওয়ার আহ্বান জানান। মানুষের অংশ গ্রহণ এবং সকলের সহযোগীয় সুষ্ঠুভাবে টিকাদান কার্যক্রম চলছে। এ ছাড়া যারা গণ টিকার প্রথম ডোজ নিয়েছেন তাঁদের সবাইকে দ্বিতীয় ডোজ নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে গত চব্বিশ ঘণ্টায় ৪৮টি নমুনা পরীক্ষা করে একজনের জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫৮ জন। তবে এ সময় নতুন করে করোনায় মারা যাননি কেউ। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৮ জন। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
আরও জানা গেছে, টাঙ্গাইল সদরে মোট জনসংখ্যা ৬ লাখ ২০ হাজার ৩০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪ লাখ ৮২ হাজার ১৫৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৬৯৯ জন। বাসাইলে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৮ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১ হাজার ৬৮৩ জন। ভূঞাপুরে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৬ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৪৬ হাজার ২৫ জন। দেলদুয়ারে প্রথম ডোজ পেয়েছে ১ লাখ ৬০ হাজার ১৯১ জন, দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৪৯ জন। ধনবাড়ীতে প্রথম ডোজ পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৬৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ২১ হাজার ১৪ জনকে। ঘাটাইলে প্রথম ডোজ পেয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ৫৮৯ জন, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৫০ হাজার ৫০৪ জন। গোপালপুরে প্রথম ডোজ পেয়েছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে