নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘তাঁর অনেক কিছু প্রাপ্য। আমরা সৌভাগ্যবান যে ওনার মতো এখন আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। সম্মানটা তাঁর প্রাপ্য। আমরা যতটা সম্ভব চেষ্টা করব তাঁকে যথার্থ সম্মানটা দেওয়ার।’—ফাইনালের আগে প্রাপ্য সম্মানটা গোলাম রব্বানী ছোটনকে দিয়েছিলেন তাঁর ‘প্রিয়’ সাবিনা খাতুন।
তবে সেই সম্মানটা সার্থকতা পেত না যদি দশরথে ফাইনালে নেপালের কাছে হেরে যেতেন সাবিনারা। ৩-১ গোলে ঐতিহাসিক এক জয় পেয়েছেন সাবিনারা। দেশকে এনে দিয়েছেন সাফের শিরোপা। সেই শিরোপা এক অর্থে ছোটনের জন্য তাঁর শিষ্যদের গুরু দক্ষিণাও বটে।
ফুটবলের পথে হাঁটতে শেখার আগে ছোটনকে কোচ হিসেবে পেয়েছিলেন সাবিনারা। ২০০৯ সালে যখন বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পান ছোটন, তখন হয়তো মারিয়া-সানজিদারা বলে মাত্র লাথি মারা শিখেছেন। যখন দায়িত্ব পেলেন, লড়াই করার মতো খুব বেশি কাউকে পাননি ছোটন। সাবিনা, অংম্রাচিং, সুইনু প্রু মারমাদের জন্মগত প্রতিভা থাকলেও ছিল না প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অভিজ্ঞতা। ভঙ্গুর একটা দল নিয়ে লড়াই করে গেছেন ছোটন, হাল ছাড়েননি। সেই হাল না ছাড়া মানসিকতায় মেয়েদের নিয়ে জিতেছেন প্রথম সাফের শিরোপা।
বাফুফে ভবনে প্রতি বিকেলে একটা দৃশ্য নিয়মিত দেখা যায়। দল বেঁধে ভবনের চার তলার ক্যাম্প থেকে ভবনের সামনে জিমনেসিয়ামে যাচ্ছেন বয়সভিত্তিক একঝাঁক ফুটবলার। প্রায় প্রতি সময়ই কোন না কোন দলের সঙ্গে জিমে ব্যস্ত ছোটন। ভোরের আলো ফুটতেই মতিঝিলের বাফুফে ভবন থেকে মেয়েদের নিয়ে কমলাপুর স্টেডিয়ামে শুরু হয় ছোটনের প্রাত্যহিক দিন। নারী দল কবে শিরোপা জিতবে, এমন প্রশ্নে বহুবার শুনতে হয়েছে তাঁকে। জবাবে শুধু ছোটন উত্তর দিয়েছেন,‘সময়ের প্রয়োজন।’ সময় আর সুযোগ-সুবিধা পেলে কী করা সম্ভব, পুরুষ দলের নাকের ডগা দিয়ে তা করে দিয়েছেন নারী ফুটবলের স্বনামধন্য এই কোচ।
বাংলাদেশের বর্তমান দলকে একহাতে গড়ে তুলেছেন ছোটন। সেই অনূর্ধ্ব-১৫ দল থেকে ছোটনের কোচিংয়ের ছায়ায় আছেন মারিয়া-মণিকারা। সাবিনাদের আন্তর্জাতিক ফুটবলের স্পর্শও ছোটনের হারত ধরে। নারী সাফসহ জিতেছেন ছয়টি আন্তর্জাতিক শিরোপা কিন্তু সব সময়ই নিজেকে রেখেছেন পর্দার আড়ালে। ফাইনালে আসার কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন। দীর্ঘদিনের শিষ্য সাবিনা খুব কাছ থেকে দেখেছেন ছোটনকে। স্বপ্নের শিরোপাটা তাই কোচের জন্যই জিততে চেয়েছিলেন তাঁরা। সাবিনাদের স্বপ্নটা সত্যি হয়েছে, এবার কি শিষ্যদের হাসিতে নিজের সুখ খুঁজে পাচ্ছেন ছোটন?
গতকাল ফাইনাল জেতার পর ছোটনের নিজের একটা দুঃখ লাঘব হয়েছে, ‘‘আজ এটা বলতে হয়, যখন আমি নারী দলের কোচের দায়িত্ব নিয়েছিলাম, তখন আমার বন্ধু-বান্ধবরাও আমাকে বলত যে ‘মহিলা কোচ’! যখন রাস্তায় হেঁটে যেতাম, আমাকে বলা হতো, ‘মহিলা কোচ’। এভাবে উপহাস করত। আমার কাছে তেমন কিছু মনে হতো না। আমি কাজকেই পছন্দ করতাম।’’
আগের মতো এই সাফল্যেও সব কৃতিত্ব সাবিনাদেরই দিচ্ছেন গুরু ছোটন, ‘মেয়েদের আবারও স্যালুট জানাব। তারা আসলে অবিশ্বাস্য ফুটবল খেলেছে! দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি তাদের যে কৃতজ্ঞতাবোধ, সেটা তারা দেখিয়েছে। আজ মেয়েরা এ পর্যন্ত এসেছে, তারা তৈরি হয়েছে। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ২০১৬ সালে স্বপ্ন দেখেছিলেন (মেয়েদের নিয়ে), দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ যদি দিতে পারি, এক সঙ্গে মেয়েদের যদি রাখতে পারি, তাহলে সাফল্য আসবে। সেটা আজ এসেছে।’
‘তাঁর অনেক কিছু প্রাপ্য। আমরা সৌভাগ্যবান যে ওনার মতো এখন আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন। সম্মানটা তাঁর প্রাপ্য। আমরা যতটা সম্ভব চেষ্টা করব তাঁকে যথার্থ সম্মানটা দেওয়ার।’—ফাইনালের আগে প্রাপ্য সম্মানটা গোলাম রব্বানী ছোটনকে দিয়েছিলেন তাঁর ‘প্রিয়’ সাবিনা খাতুন।
তবে সেই সম্মানটা সার্থকতা পেত না যদি দশরথে ফাইনালে নেপালের কাছে হেরে যেতেন সাবিনারা। ৩-১ গোলে ঐতিহাসিক এক জয় পেয়েছেন সাবিনারা। দেশকে এনে দিয়েছেন সাফের শিরোপা। সেই শিরোপা এক অর্থে ছোটনের জন্য তাঁর শিষ্যদের গুরু দক্ষিণাও বটে।
ফুটবলের পথে হাঁটতে শেখার আগে ছোটনকে কোচ হিসেবে পেয়েছিলেন সাবিনারা। ২০০৯ সালে যখন বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পান ছোটন, তখন হয়তো মারিয়া-সানজিদারা বলে মাত্র লাথি মারা শিখেছেন। যখন দায়িত্ব পেলেন, লড়াই করার মতো খুব বেশি কাউকে পাননি ছোটন। সাবিনা, অংম্রাচিং, সুইনু প্রু মারমাদের জন্মগত প্রতিভা থাকলেও ছিল না প্রতিযোগিতামূলক ফুটবলে খেলার অভিজ্ঞতা। ভঙ্গুর একটা দল নিয়ে লড়াই করে গেছেন ছোটন, হাল ছাড়েননি। সেই হাল না ছাড়া মানসিকতায় মেয়েদের নিয়ে জিতেছেন প্রথম সাফের শিরোপা।
বাফুফে ভবনে প্রতি বিকেলে একটা দৃশ্য নিয়মিত দেখা যায়। দল বেঁধে ভবনের চার তলার ক্যাম্প থেকে ভবনের সামনে জিমনেসিয়ামে যাচ্ছেন বয়সভিত্তিক একঝাঁক ফুটবলার। প্রায় প্রতি সময়ই কোন না কোন দলের সঙ্গে জিমে ব্যস্ত ছোটন। ভোরের আলো ফুটতেই মতিঝিলের বাফুফে ভবন থেকে মেয়েদের নিয়ে কমলাপুর স্টেডিয়ামে শুরু হয় ছোটনের প্রাত্যহিক দিন। নারী দল কবে শিরোপা জিতবে, এমন প্রশ্নে বহুবার শুনতে হয়েছে তাঁকে। জবাবে শুধু ছোটন উত্তর দিয়েছেন,‘সময়ের প্রয়োজন।’ সময় আর সুযোগ-সুবিধা পেলে কী করা সম্ভব, পুরুষ দলের নাকের ডগা দিয়ে তা করে দিয়েছেন নারী ফুটবলের স্বনামধন্য এই কোচ।
বাংলাদেশের বর্তমান দলকে একহাতে গড়ে তুলেছেন ছোটন। সেই অনূর্ধ্ব-১৫ দল থেকে ছোটনের কোচিংয়ের ছায়ায় আছেন মারিয়া-মণিকারা। সাবিনাদের আন্তর্জাতিক ফুটবলের স্পর্শও ছোটনের হারত ধরে। নারী সাফসহ জিতেছেন ছয়টি আন্তর্জাতিক শিরোপা কিন্তু সব সময়ই নিজেকে রেখেছেন পর্দার আড়ালে। ফাইনালে আসার কৃতিত্ব শিষ্যদের দিয়েছেন। দীর্ঘদিনের শিষ্য সাবিনা খুব কাছ থেকে দেখেছেন ছোটনকে। স্বপ্নের শিরোপাটা তাই কোচের জন্যই জিততে চেয়েছিলেন তাঁরা। সাবিনাদের স্বপ্নটা সত্যি হয়েছে, এবার কি শিষ্যদের হাসিতে নিজের সুখ খুঁজে পাচ্ছেন ছোটন?
গতকাল ফাইনাল জেতার পর ছোটনের নিজের একটা দুঃখ লাঘব হয়েছে, ‘‘আজ এটা বলতে হয়, যখন আমি নারী দলের কোচের দায়িত্ব নিয়েছিলাম, তখন আমার বন্ধু-বান্ধবরাও আমাকে বলত যে ‘মহিলা কোচ’! যখন রাস্তায় হেঁটে যেতাম, আমাকে বলা হতো, ‘মহিলা কোচ’। এভাবে উপহাস করত। আমার কাছে তেমন কিছু মনে হতো না। আমি কাজকেই পছন্দ করতাম।’’
আগের মতো এই সাফল্যেও সব কৃতিত্ব সাবিনাদেরই দিচ্ছেন গুরু ছোটন, ‘মেয়েদের আবারও স্যালুট জানাব। তারা আসলে অবিশ্বাস্য ফুটবল খেলেছে! দেশের প্রতি, বাবা-মায়ের প্রতি তাদের যে কৃতজ্ঞতাবোধ, সেটা তারা দেখিয়েছে। আজ মেয়েরা এ পর্যন্ত এসেছে, তারা তৈরি হয়েছে। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ২০১৬ সালে স্বপ্ন দেখেছিলেন (মেয়েদের নিয়ে), দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ যদি দিতে পারি, এক সঙ্গে মেয়েদের যদি রাখতে পারি, তাহলে সাফল্য আসবে। সেটা আজ এসেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে